অগ্রিম ঈদের শুভেচ্ছা, মেসেজ, এস এম এস, বার্তা, স্ট্যাটাস ও পিকচার পেয়ে যাচ্ছেন আজকের পোস্ট থেকে। এই ঈদে আপনারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিন। অনেকে আছে যারা বন্দু বা আত্মীয়স্বজন কে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে চায় এজন্য ভালো কিছু অগ্রিম ঈদের শুভেচ্ছা, কোরবানির ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা মেসেজ, পিকচার খুঁজে। অনেকে আবার ঈদের জন্য মজার এস এম এস ও স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে চায় সবার সাথে শেয়ার করার জন্য।
তো আমরাও প্রতিবারের মত এবার ঈদে আপনাদের কে বিশেষ কিছু উপহার দিতে চলেছি। যেগুলো দেখলে অবশ্যই আপনারা খুশি হবেন। তার কারণ এগুলো আপনার এখন অনেক প্রয়োজন। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। শত প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা এই রকম ঈদের শুভেচ্ছা নিচের দিকে আরও পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আজকের এই পোস্ট টি সম্পূর্ণ দেখুন। এবং ঈদের স্ট্যাটাস, মেসেজ, শুভেচ্ছা গুলো সংগ্রহ করুন।
অগ্রিম ঈদের শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা যেকোনো সময়ে জানানো যায়। কিন্তু আমাদের অনেক স্পেশাল মানুষ রয়েছে যাদের কে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই। তাই আপনাদের স্পেশাল মানুষদের জন্য আমরাও নিয়ে এসেছি সেরা কিছু কোরবানি ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। যা আপনাদের অনেক ভালোলাগবে এবং এই শুভেচ্ছা মেসেজ গুলো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তো নিচে থেকে ঈদের শুভেচ্ছা কালেকশন গুলো দেখনিন।
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তার প্রতি আমার ভালোবাসা
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
অগ্রিম ঈদ মোবারক বন্ধু
আপনাকে অগ্রিম ঈদ মোবারকের অনেক শুভেচ্ছা জানাই,
আপনি এই বিশেষ দিনে সবচেয়ে সুন্দর উদযাপনের সাথে থাকুন
এসেছে ঈদুল আযহা সবাইকে জানাই সুখবর
সবার মনে আনন্দ,,,, তবে কেন মুখ বন্ধ।
অগ্রিম ঈদ মোবারক
আসছে ঈদ চলছে গাড়ি
ঈদের দাওয়াত আমার বাড়ি
হিমে ঈদের দাওয়াত অগ্রীম
আসবে কিন্তু ঈদের দিন
অগ্রিম ঈদ মোবারক।
আল্লাহ সর্বদা আপনাকে তার ভালবাসা এবং উষ্ণতা বর্ষণ করার জন্য সেখানে আছেন
আপনাকে অগ্রিম ঈদ মোবারক আমার প্রিয়
নতুন আকাশ নতুন দিন ঈদের বাকি কয়েক দিন
ঝড় বৃষ্টি রোদের দিন আসবে কিন্তু ঈদের দিন নদীর ধারে সাদা বক তোমাদের জানায়
অগ্রীম ঈদ মোবারক
ঈদের অগ্রিম শুভেচ্ছা
শত প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ
*সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ
ঈদের অগ্রিম শুভেচ্ছা
মুছে দিতে সকল গ্লানি।
খুশির দিন আসছে জানি।
সুখী ছিলে, সুখে থাকো। আর শুভ হোক তোমার জীবন।
ঈদের অগ্রিম শুভেচ্ছা
ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ। ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ।
ঈদ মানে মেহেদী রাঙা হাত। ঈদমানে আমার বাড়ীতে তোমার দাওয়াত।
অগ্রিম ঈদের শুভেচ্ছা।
প্রিয়জনদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা
মেঘ বৃষ্টি রোদের দিন ইনভাইট করলাম ঈদের দিন,
মিষ্টি মধুর হাসিতে ইনভাইট করলাম আসিতে,
আসতে যদি না পারো, ঈদ মুবারক গ্রহণ করো।
তুমি আমার আপনজন, তুমি আমার কাছের জন
তুমি আমার আপনজন, তুমিই আমার সেই মনের জন
তোমাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
সবার প্রিয়জন থাকে না,
কিন্তু আমার একজন প্রিয়জন আছে,
তাই আমি সেই প্রিয়জন কে জানাই
ঈদের অগ্রিম শুভেচ্ছা
কষ্টের আড়ালে সুখের রসি
প্রতিটা জীবন কেই আমি ভালবাসি
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময়ে
শুভ হোক-সবাই কে জানাই ঈদ মোবারক
অগ্রিম ঈদের শুভেচ্ছা মেসেজ
এই ঈদ উপলক্ষ্য সবাইকে মেসেজ দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিন। আপনাদের জন্য আমরা ঈদের শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করে দিয়েছি। এই মেসেজ গুলো এখানে পেয়ে যাবনে। আপনার পছন্দের ঈদের শুভেচ্ছা মেসেজ খুজেনিন।
যে দিন দেখবো Eid এর চাঁদ, খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন।
ঈদ মোবারক
ঈদ আসতে ৩ দিন বাকি
এতো খুশি কোথায় রাখি! বলাটা অনেক Easy!
ঈদের কাজে সবাই Busy…!
একটি বছর ঘুরে আসবে সেই দিন
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন…
অনেকেই Busy ঈদের কাজে
আনান্দ টা সবার মাঝে
ঈদ মোবারক
কিছু কথা না বলা রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাঁদায়
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়
ঈদ মোবারক
আগের সব কষ্ট, করে ফেল নষ্ট।
ঈদের দিনে সবার প্রাণে
কেউ রেখনা দুঃখ মনে।
উপভোগ কর ঈদের দিন
খুশি থাকে সারা দিন।
ঈদ মোবারক
রাতের শেষে মিষ্টি হেসে তাকাও তুমি চোখ খুলে।
মিষ্টি আলোয় মিষ্টি ভোরে দুঃখ যাবে ভুলে।
ঝিলমিলিয়ে হাসবে আবার,আঁধার হবে শেষ।
এসে গেছে ঈদ নতুন এসএমএস।
ঈদের অনেক অনেক শুভেচ্ছা
আশায় মানুষ বাধেঁ বাসা, আসায় ফুটায় ফুল,
কাল ঈদের দিনে সেমাই খেতে করো না ভুল ।
আমার দোয়াতে নাই কালি কলমে নাই পিন ।
আমার এই লেখা দেখিয়া বন্ধু আসিও তুমি করিওনা ভুল
ঈদ মোবারক
আকাশ মাটি কে বলছে
সূর্য পৃথিবী কে বলছে
চাঁদ তাঁরা কে বলছে
আর আমি তোমাকেই বলছি
ঈদ মোবারক
ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুসি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাঁদায়,
আর আমার এই এসএমএস তমাকে
ইদের শুভেচ্ছা জানায় ।
ঈদ মোবারক
নীল আকাশে ঈদ-এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন
ঈদ মুবারক
অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা
প্রিয়জনদের জন্য রয়েছে আজকের এই পোস্টে বিশেষ কিছু। আমরা এখানে দিয়েছে অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা। এই বার্তা গুলো সবার সাথ শেয়ার করতে পারবেন। সবাইকে বার্তার মাধ্যমে ঈদের শুভেছা পৌছিয়ে দিতে পারবেন। বার্তা গুলো সংগ্রহ করতে নিচের দিকে চলে যান।
আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার।
ঈদ মোবারাক
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদ মোবারাক
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
ঈদ মোবারাক
এই পবিত্র ঈদে,
আল্লাহর অপরিসীম আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ, আনন্দে
পরিপূর্ণ থাকুক…
ঈদ মোবারক
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম
তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ
ঈদ মানে আকাশে নতুন চাঁদ, ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেন্দি রাঙা হাত, ঈদ মানে খুশিতে মেতে ওঠার রাত….
সকলকে ঈদ মুবারক
অগ্রিম ঈদের শুভেচ্ছা এস এম এস
ঈদ মোবারক
ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে
ঈদ এলো বৃষ্টি এলো খুশির দাঁর মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,বৃষ্টি হল অপরূপ।
তুমি আমার আপনজন তাই তোমায় ঈদের নিমন্ত্রণ
ঈদ মুবারক
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি। তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি। তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই
ঈদ মুবারক
এই উৎসবের দিনে,
আল্লাহ তোমার জীবন আনন্দে ভরে তুলুক,
তোমার মনে ভালোবাসার সঞ্চার হোক,
তোমার আত্মা আল্লাহকে স্মরণ করুক,
এবং তোমাকে জ্ঞান প্রদান করুক….
ঈদ মুবারক
তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো, তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ, তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
নেটওয়ার্কের যানজট এর ভিরে
আটকা পরে আসতে পারিনি
তোমাদের উইশ করতে,
বলতে পারিনি ঈদ মোবারক।
আজ এই সুযোগে তোমাকে
আমার হৃদয়ের গভীর থেকে
বলতে চাই ঈদ মোবারক
জীবনের সব আনন্দ তোমাকে ঘিরে রাখুক,
সব আপনজনের ভালোবাসায় ভরে ওঠো তুমি,
তোমার সব সমস্যা মিটে যাক…
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই
ঈদের অনেক শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
এখানে কিছু স্ট্যাটাস শেয়ার করেছি। এই স্ট্যাটাস গুলো আপনারা ঈদ উপলক্ষ্য ফেসবুক বা সোশাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আপনার ফেসবুকেরবন্দুদের কে ঈদের শুভেচ্ছা জানাতে এই স্তাতুসা গুলো দেখতে পারেন।
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ, মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ, হারিয়ে যাক হৃদয় আজ হাসির বিনোদনে,
সেজে ওঠো বন্ধু আবার নতুন কাপড় পরে… অগ্রিম ঈদ মোবারক
ঈদ মোবারক। ☪ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সবার জীবন।
ঈদ মোবারক এসেছি আমি দূরের পথিক, জানাতে তোমায় শুভেচ্ছা… খুশির ঈদের দিন যে আজ,
চারিদিকে ছড়াক আনন্দ… আলাহ যেন সকলের দোয়া কবুল করেন, সকলে ভালো থাকুক, সুস্থ্য থাকুক
সকলের জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মত আনন্দময়। ঈদ কাটুক আনন্দে সবাই থাকুক নিরাপদে।
ঈদ মোবারক, তুমি কোথায় আছো বা কি করছো তা গুরুত্বপূর্ণ নয়, সবসময় মনে রেখো আলাহ তোমার সাথে আছেন
এবং তিনি তোমাকে পথ দেখাবেন… শান্তি আসুক সকলের মনে, শান্ত হোক পৃথিবী
অগ্রিম ঈদ মোবারক
নতুন আলো নতুন ভোর,,,, আসলো আনন্দের প্রহর। পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই ঈদের প্রীতি।
ঈদের শুভেচ্ছা।
অগ্রিম ঈদের শুভেচ্ছা পিকচার
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, মেসেজ, এস এম এস, বার্তা, স্ট্যাটাস ও পিকচার গুলো সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। তো এখন আপনারা ঈদের শুভেচ্ছা আপনাদের প্রিয় জনের কাছে পাঠিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
See More:
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদের মেসেজ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা
ঈদুল আজহার শুভেচ্ছা, মেসেজ ও এস এম এস ২০২২