বই পড়া প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন সংগ্রহ করতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। বই পড়ার মাধ্যমে শিক্ষা অর্জনের পাশা-পাশি আনন্দ পাওয়া যায়। মানব জাতির মধ্যে জ্ঞান বিকাশের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। বই মানুষকে শিক্ষা দান করে, চেতনাবোধ সৃষ্টি করে। প্রমথ চৌধুরীর এই গল্পের মাধ্যমে বই পড়ার গুরুত্ব ব্যাখ্যা করেছেন।
বই পড়া প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
এখানে বই পড়া প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো পড়ার মাধ্যমে সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশ সম্পর্কে ধারনা পাবেন। খুব সহজের ক নাম্বার প্রশ্নের উত্তর লিখতে পারবেন। নিচে প্রশ্ন গুলো উত্তর সহকারে দেওয়া আছে। যারা পড়তে চান এখান থেকে পড়েন।
১। ডেমোক্রেসির শিষ্যরা সকলেই কী হতে চায়?
উত্তর : ডেমোক্রেসির শিষ্যরা সকলেই বড় মানুষ হতে চায়।
২। কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়?
উত্তর : সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়।
৩। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কী?
উত্তর : শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলাে সাহিত্যচর্চা।
৪। আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?
উত্তর : আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপর পড়েছে।
৫। সুশিক্ষিত লােক মাত্রই কী?
উত্তর : সুশিক্ষিত লােক মাত্রই স্বশিক্ষিত ।
৬। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?
উত্তর : মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া।
৭। আমরা দাতার মুখ চেয়ে কার কথা একেবারেই ভুলে যাই?
উত্তর : আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথা একেবারেই ভুলে যাই।
৮। শিক্ষকের সার্থকতা কিসে?
উত্তর : শিক্ষকের সার্থকতা ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়।
৯। বই পড়া’ প্রবন্ধে কাকে উত্তরসাধক বলা হয়েছে?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধে গুরু অর্থাৎ শিক্ষককে উত্তরসাধক বলা হয়েছে।
১০। কোথায় লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
উত্তর : লাইব্রেরিতে লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।
১১। কী করা ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই?
উত্তর : বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
১২। প্রমথ চৌধুরী লাইব্রেরিকে কিসের হাসপাতাল বলে অভিহিত করেছেন?
উত্তর : প্রমথ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন।
১৩। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?
উত্তর : প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ‘বীরবল’।
১৪। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির কী আত্মসাৎ করেছি?
উত্তর : ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করেছি।
১৫। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর : বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
১৬। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
উত্তর : মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া।
বই পড়া গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১৭। কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়?
উত্তর : সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়।
১৮। কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না?
উত্তর : উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না।
১৯। প্রমথ চৌধুরীর মতে, কিসের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না?
উত্তর : প্রমথ চৌধুরীর মতে, মনের দাবি রক্ষা না করলে আমাদের আত্মা বাঁচে না।
২০। কী করা ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই?
উত্তর : বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
২১। বই পড়া’ প্রবন্ধে কাকে উত্তরসাধক বলা হয়েছে?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধে গুরু অর্থাৎ শিক্ষককে উত্তরসাধক বলা হয়েছে।
২২। বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর ‘প্রবন্ধ সংগ্রহ’ থেকে নির্বাচন করা হয়েছে।
২৩। কোথায় লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
উত্তর : লাইব্রেরিতে লোকে স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়।
২৪। মুসলমান ধর্মে মানবজাতি কয়ভাগে বিভক্ত?
উত্তর : মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত।
২৫। আমরা দাতার মুখ চেয়ে কার কথা একেবারেই ভুলে যাই?
উত্তর : আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথা একেবারেই ভুলে যাই।
২৬। শিক্ষকের সার্থকতা কিসে?
উত্তর : শিক্ষকের সার্থকতা ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়।
২৭। কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে কিসের দলে ফেলে দিই?
উত্তর : কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই।
২৮। মনকে কেমন রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না?
উত্তর : মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না।
২৯। জীর্ণ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘জীর্ণ’ শব্দের অর্থ হজম।
৩০। কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য মানুষ?
উত্তর : কর্ণ দানের জন্য প্রবাদতুল্য মানুষ।
৩১। আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের ওপর পড়েছে?
উত্তর : আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপর পড়েছে।
বই পড়া গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
৩২। মনকে কেমন রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না?
উত্তর : মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তিলাভ করে না।
৩৩। গলাধঃকরণ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘গলাধঃকরণ’ শব্দের অর্থ গিলে ফেলা।
৩৪। প্রচ্ছন্ন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘প্রচ্ছন্ন’ শব্দের অর্থ গোপন।
৩৫। জীর্ণ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘জীর্ণ’ শব্দের অর্থ হজম।
৩৬। ডেমোক্রেসি কেবল কিসের সার্থকতা বোঝে?
উত্তর : ডেমোক্রেসি কেবল অর্থের সার্থকতা বোঝে।
৩৭। ডেমোক্রেসির শিষ্যরা সকলেই কী হতে চায়?
উত্তর : ডেমোক্রেসির শিষ্যরা সকলেই বড় মানুষ হতে চায়।
৩৮। গতাসু’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘গতাসু’ শব্দের অর্থ মৃত।
৩৯। উদরপূর্তি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘উদরপূর্তি’ শব্দের অর্থ পেট ভরানো।
৪০। করদানি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘করদানি’ শব্দের অর্থ বাহাদুরি।
৪১। কেতাবি’ বলা হয় কাদের?
উত্তর : ‘কেতাবি’ বলা হয় যারা কেতাব অনুসরণ করে চলে।
৪২। বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে নির্বাচন করা হয়েছে?
উত্তর : ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরীর ‘প্রবন্ধ সংগ্রহ’ থেকে নির্বাচন করা হয়েছে।
৪৩। শিক্ষা আমাদের কী দূর করবে বলে আমরা বিশ্বাস করি?
উত্তর : শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে বলে আমরা বিশ্বাস করি।
৪৪। উদ্বাহু’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘উদ্বাহু’ শব্দের অর্থ আহ্লাদে হাত ওঠানো।
৪৫। ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না?
উত্তর : ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না।
৪৬। প্রমথ চৌধুরীর মতে কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ?
উত্তর : প্রমথ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা।
৪৭। কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য মানুষ?
উত্তর : কর্ণ দানের জন্য প্রবাদতুল্য মানুষ।
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে বই পড়া জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। এস এস সি শিক্ষা সংক্রান্ত আরও পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
বই পড়া mcq প্রশ্ন ও উত্তর পিডিএফ- এস এস সি বাংলা ১ম পত্র
বই পড়া প্রমথ চৌধুরী। বাংলা ১ম পত্র বই পড়া অনুচ্ছেদ
সুভা গল্পের mcq (সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
বই পড়া সৃজনশীল প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র এস এস সি-PDF
ফুলের বিবাহ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র পিডিএফ
অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র এস এস সি