ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ প্রশ্নের উত্তর পিডিএফ

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ

একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। সহজ ভাষায় বলা যায় যে, উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে ডিফিউশনকে/ব্যাপনকে কণার এলোমেলো আন্দোলন হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অভিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রাবকের অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে অর্ধভেদ্য পর্দা দ্বারা উচ্চতর দ্রাবক ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপিত হওয়া, তাকেই অভিস্রবণ বলে। সহজ ভাষায় বলা যায় যে, একই দ্রব ও দ্রাবকবিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবকের নিম্ন ঘনত্ববিশিষ্ট দ্রবণ থেকে উচ্চ ঘনত্ববিশিষ্ট দ্রবণের দিকে ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। নিচে ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ প্রশ্নের উত্তর দেওয়া আছে।

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ

১. পানি পরিবহন পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা উত্তম?
ক) দূর্বা ঘাস
খ) আম গাছ
গ) পেপেরোমিয়া
ঘ) হাইড্রিলা

উত্তর: (গ)

২. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হল-
i. জাইলেম
ii. ফ্লোয়েম
iii. প্যারেনকাইমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

৩. পাতার পত্ররান্ধ্র নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) ঊর্ধ্বত্বকীয় কোষ
খ) নিম্নত্বকীয় কোষ
গ) রক্ষী কোষ
ঘ) স্পঞ্জী কোষ

উত্তর: (গ)

৪. শোষিত পানি কোনটির মাধ্যমে পাতায় পৌছায়?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) ক্যাম্বিয়াম
ঘ) স্টিলি

উত্তর: (ক)

৫. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু?
ক) জাইলেম
খ) প্যারেনকাইমা
গ) কোলেনকাইমা
ঘ) স্ক্লেরেনকাইমা

উত্তর: (ক)

৬. কোষ রসের প্রধান উপাদান হলো- i. পানি ii. খনিজ লবণ iii. শ্বেতসার নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ক)

৭. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
ক) মূল
খ) ফল
গ) পাতা
ঘ) ফুল

উত্তর: (গ)

৮. যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য সহজেই চলাচল করতে পারে তাকে কী বলে?
ক) অভেদ্য পর্দা
খ) কোষ পর্দা
গ) ভেদ্য পর্দা
ঘ) অর্ধভেদ্য পর্দা

উত্তর: (গ)

৯. কোনটির ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়?
ক) সালোকসংশ্লেষণ
খ) ব্যাপন
গ) শ্বসন
ঘ) প্রস্বেদন

উত্তর: (ঘ)

১০. কোন ধরনের পদার্থের অণুগুলোর গতি অত্যন্ত বেশি থাকে?
ক) কঠিন
খ) তরল
গ) কোলয়েড
ঘ) গ্যাস

উত্তর: (ঘ)

১১. কখন ব্যাপন বন্ধ হয়ে যায়?
ক) দ্রাবকের পরিমাণ কমে গেলে
খ) দ্রাবকের পরিমাণ বেড়ে গেলে
গ) অণুর ঘনত্ব সমান হয়ে গেলে
ঘ) দ্রবণ দূষিত হলে

উত্তর: (গ)

১২. সকল পদার্থ কী দ্বারা গঠিত?
ক) যৌগিক পদার্থ
খ) অণু
গ) আয়ন
ঘ) তল

উত্তর: (খ)

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ প্রশ্নের উত্তর

১৩. কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমানুগুলিতে চাপ সৃষ্টি হয়?
ক) শব্দশক্তি
খ) স্থিতিশক্তি
গ) গতিশক্তি
ঘ) বিভবশক্তি

উত্তর: (গ)

১৪. প্রস্বেদনের ফলে উদ্ভিদে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক) জৈব সার
খ) পাতার সংখ্যা
গ) কোষ রসের ঘনত্ব
ঘ) পানি

উত্তর: (গ)

১৫. উদ্ভিদ কীরূপ মূলরোম দিয়ে পানি শোষণ করে?
ক) এককোষী
খ) দ্বিকোষী
গ) ত্রিকোষী
ঘ) বহুকোষী

উত্তর: (ক)

১৬. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলা হয়?
ক) তরল দ্রবণ
খ) খনিজ দ্রবণ
গ) কোষরস
ঘ) আবশ্যকীয় দ্রবণ

উত্তর: (গ)

১৭.জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
ক) অভিস্রবণ
খ) প্রস্বেদন
গ) ব্যাপন
ঘ) সালোকসংশ্লেষণ

উত্তর: (গ)

১৮. নিচের কোনটিতে প্রস্বেদনের ভূমিকা লক্ষ করা যায়?
ক) অক্সিজেন চক্র
খ) কার্বন চক্র
গ) নাইট্রোজেন চক্র
ঘ) পানিচক্র

উত্তর: (ঘ)

১৮. মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে?
ক) দ্রাব
খ) নিষ্ক্রিয়
গ) কঠিন
ঘ) দ্রবীভূত

উত্তর: (ঘ)

১৯. পানি কোন প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরে প্রবেশ করে?
ক) ব্যাপন
খ) প্রস্বেদন
গ) অভিস্রবণ
ঘ) শ্বসন

উত্তর: (গ)

২০. নিচের কোনটির মাধ্যমে উদ্ভিদেহে খাদ্যের বা রসের নিম্নমুখী পরিবহন ঘটে?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) লেনটিসেল
ঘ) বর্ষবলয়
সঠিক উত্তর: (খ)

২১. জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়?
ক) কার্বন
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন

উত্তর: (খ)

২২. একটি শুকনো কিসমিসকে পানিতে ডুবিয়ে রাখলে তা ফুলে উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক) ব্যাপন
খ) প্রস্বেদন
গ) অভিস্রবণ
ঘ) মোষন

উত্তর: (গ)

২৩. উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) রস উত্তোলন
ঘ) প্রস্বেদন

উত্তর: (ক)

২৪.উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
ক) অভিস্রবণ
খ) ব্যাপন
গ) ইমবাইবিশন
ঘ) সালোকসংশ্লেষণ

উত্তর: (খ)

২৫.কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌছায়?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) লেন্টিসেল
ঘ) রক্ষীকোষ

উত্তর: (ক)

২৬. অভিস্রবণের সাথে নিচের কোনটির সাদৃশ দেখা যায়?
ক) প্রস্বেদন
খ) নিরুদন
গ) শ্বসন
ঘ) ব্যাপন

উত্তর: (ঘ)

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

২৭. উদ্ভিদের সংবহন প্রধানত কত প্রকার?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪

উত্তর: (খ)

২৮. নিচের কোনটি কান্ডকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে?
ক) বিবর্ধন
খ) অভিস্রবণ
গ) রস অবনমন
ঘ) রসস্ফীতি

উত্তর: (খ)

২৯. কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) খনিজ লবণ শোষণ
ঘ) প্রস্বেদন

উত্তর: (ঘ)

৩০. লেন্টিকুলার প্রস্বেদন কোথায় হয়?
ক) ত্বকে
খ) মূলে
গ) পাতায়
ঘ) কান্ডে

উত্তর: (ঘ)

৩১. কোনটি দ্রবণ?
ক) শরবত
খ) চিনি
গ) পানি
ঘ) লবণ

উত্তর: (ক)

৩২. প্রস্বেদন প্রক্রিয়ার প্রধান বাহ্যিক প্রভাবক কী?
ক) তাপমাত্রা
খ) আলো
গ) বায়ুপ্রবাহ
ঘ) পানি

উত্তর: (খ)

৩৩. প্রাণীদের খাদ্য রক্ত থেকে কোথায় পরিবাহিত হয়?
ক) অনুচক্রিকায়
খ) ইরাইথ্রোসাইটে
গ) কোষে
ঘ) লসিকায়
সঠি

ক উত্তর: (ঘ)

৩৪. দ্রাব্য যাতে দ্রবীভূত হয় তাকে কী বলে?
ক) দ্রাবক
খ) দ্রবণ
গ) দ্রব্য
ঘ) অনুঘটক

উত্তর: (ক)

৩৫. নিচের কোনটি কোলয়েডধর্মী পদার্থ?
ক) কুয়াশা
খ) ধোঁয়া
গ) জিলাটিন
ঘ) আয়োডিন

উত্তর: (গ)

৩৬. প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) অভিস্রবণ
খ) ব্যাপন
গ) শোষণ
ঘ) পরিবহন

উত্তর: (ক)

৩৭. পদার্থের অণুসমূহ কোন প্রক্রিয়ায় স্থান পরিবর্তন করে?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) পরিবহন
ঘ) প্রস্বেদন

উত্তর: (ক)

৩৮. দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?
ক) অম্ল
খ) দ্রবণ
গ) ক্ষারক
ঘ) ক্ষার

উত্তর: (খ)

৩৯. উদ্ভিদ পানি শোষণ করে-
ক) ব্যাপন দ্বারা
খ) অন্ত:অভিস্রবণ দ্বারা
গ) ব্যাপন ও অভিস্রবণ দ্বারা
ঘ) অভিস্রবণ দ্বারা

উত্তর: (গ)

৪০. ব্যাপন প্রক্রিয়ায়-
i. জীবকোষে O2 প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহে শোষিত পানি প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়া
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের O2 গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: (ঘ)

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভাললেগেছে এবং এখান থেকে ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ প্রশ্নের উত্তর  পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরও দেখুনঃ

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন – ৮ম শ্রেণি বিজ্ঞান ৩য় অধ্যায়

জীবের বৃদ্ধি ও বংশগতি অষ্টম শ্রেণি বিজ্ঞান ২য় অধ্যায়

One Comment on “ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন MCQ প্রশ্নের উত্তর পিডিএফ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *