এই পোস্টে বাংলা নববর্ষ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মূল বইয়ে এই প্রশ্ন গুলো দেওয়া নেই। তাই আপনারা এই পোস্টে দেওয়া প্রশ্ন গুলো পড়ে নিবেন।
বাংলা নববর্ষ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
প্রশ্ন-১। বাংলা সনের প্রথম মাসের নাম কী?
উত্তর: বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ।
প্রশ্ন-২। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: যুক্তফ্রন্ট সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন বাঙালির জনপ্রিয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
প্রশ্ন-৩। ছায়ানট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ছায়ানট ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন ৪। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কী?
উত্তর: বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম বৈশাখী মেলা।
প্রশ্ন-৫। নববর্ষ উৎসব কোন তারিখে উদযাপিত হয়?
উত্তর: নববর্ষ উৎসব পয়লা বৈশাখে উদযাপিত হয়।
প্রশ্ন-৬। আধুনিককালে নব আঙ্গিকের বর্ষবরণ উৎসবের সূচনা হয় কাদের উদ্যোগে?
উত্তর: আধুনিককালে নব আঙ্গিকের বর্ষবরণ উৎসবের সূচনা হয় কলকাতার ঠাকুর পরিবারে এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের উদ্যোগে।
প্রশ্ন-৭। ঢাকায় নববর্ষ উদযাপনের দ্বিতীয় প্রধান আকর্ষণ কোনটি?
উত্তর: ঢাকায় নববর্ষ উদযাপনের দ্বিতীয় প্রধান আকর্ষণ হলাে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শােভাযাত্রা।
প্রশ্ন-৮। নববর্ষের দিনে আমরা একে অন্যকে কী বলি?!
উত্তর: নববর্ষের দিনে আমরা একে অন্যকে শুভ নববর্ষ বলি।
প্রশ্ন-৯। হায়ানট কবে থেকে রমনার পাকুড়মূলে নববর্ষ উদযাপন শুরু করে?
উত্তর: ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার পাকুড়মূলে নববর্ষ উদযাপন শুরু করে।
প্রশ্ন-১০। রমনার পাকুড়মূলে সর্বপ্রথম নববর্ষের উৎসব শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর:রমনার পাকুড়মূলে সর্বপ্রথম নববর্ষের উৎসব শুরু করে হায়ানট।
প্রশ্ন-১১। মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন?
উত্তর: মুঘল সম্রাট আকবর ১৫৫৬ সালে বাংলা সন চালু করেন।
প্রশ্ন-১২। ‘সাল’ কথাটি কোন ভাষার শব্দ?
উত্তর: সাল’ কথাটি ফারসি ভাষার শব্দ।
প্রশ্ন-১৩। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী?
উত্তর পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য খাজনা আদায়।
প্রশ্ন-১৪। কত হিজরিতে বাংলা সন চালু হয়?
উত্তর: ৯৯২ হিজরিতে বাংলা সন চালু হয়।
প্রশ্ন-১৫। নববর্ষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত কোন খেলা বিশেষ উল্লেখযােগ্য?
উত্তর: নববর্ষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলী খেলা বিশেষ উল্লেখযােগ্য।
প্রশ্ন-১৬। কত সালে বলী খেলার প্রচলন হয়েছিল?
উত্তর: ১৯০৭ সালে বলী খেলার প্রচলন হয়েছিল।
প্রশ্ন-১৭। হালখাতা কী ধরনের অনুষ্ঠান?
উত্তর: হালখাতা হচ্ছে নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীদের বকেয়া আদায়ের উদ্দেশ্যে আয়ােজিত একটি অনুষ্ঠান।
প্রশ্ন-১৮। আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি?
উত্তর: আমাদের প্রধান জাতীয় উৎসব বাংলা নববর্ষ।
প্রশ্ন-১৯। নেকমরদের মেলা কোথায় বসে?
উত্তর: নেকমরদের মেলা ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলায় বসে।
প্রশ্ন-২০। চট্টগ্রামে বাংলা নববর্ষে কোন মেলা বসত?
উত্তর: চট্টগ্রামে বাংলা নববর্ষে মহামুনির বৌদ্ধপূর্ণিমা মেলা বসত।
বাংলা নববর্ষ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-২১। বলী খেলার প্রবর্তন করেন কে?
উত্তর: বলী খেলার প্রবর্তন করেন আবদুল জব্বার নামক এক ব্যক্তি।
প্রশ্ন-২৩। কবিগান কী?
উত্তর: যে গানের মধ্য দিয়ে দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করে, তা-ই কবিগান।
প্রশ্ন-২৪। বৈসাবি কোন এলাকার উৎসব?
উত্তর: বৈসাবি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার উৎসব।
প্রশ্ন-২৫। ছায়ানট কী?
উত্তর: ‘ছায়ানট’ হলাে বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহাবাহী অনুষ্ঠান।
প্রশ্ন-২৬। ‘পুণ্যাহ কী?
উত্তর: ‘পুণ্যাহ’ হলাে পুণ্যের জন্য আয়ােজিত অনুষ্ঠান।
প্রশ্ন-২৭। কোন আন্দোলনের পর বাংলা নববর্ষ নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করে?
উত্তর: ১৯৫২ সনের ভাষা আন্দোলনের পর বাংলা নববর্ষ নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করে।
প্রশ্ন-২৮। দেব-দেবীর মহিমা বা যশ প্রচারমূলক সঙ্গীতকে কী বলে?
উত্তর: দেব-দেবীর মহিমা বা যশ প্রচারমূলক সঙ্গীতকে কীর্তন বলে।
প্রশ্ন-২৯। যাত্রা কী?
উত্তর: যাত্রা হলাে প্রাচীন বাংলার দৃশ্যকাব্য।
প্রশ্ন-৩০। সময়ের সাথে সাথে কোন উৎসবটি বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে?
উত্তর: সময়ের সাথে সাথে বাংলা নববর্ষের উৎসবটি বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
প্রশ্ন-৩১। পাহাড়ি অবাঙালি জনগােষ্ঠী কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে?
উত্তর: পাহাড়ি অবাঙালি জনগােষ্ঠী বৈসাবি অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে।
প্রশ্ন-৩২। বৈসু, সাংগ্রাই, বিজু—এ তিনটি উৎসবকে একত্রে কী বলা হয়?
উত্তর: বৈসু, সাংগ্রাই, বিজু—এ তিনটি উৎসবকে একত্রে বৈসাবি বলা হয়।
প্রশ্ন-৩৩। পাকিস্তানি শাসকগােষ্ঠী কোন উৎসব উদযাপনে বাঙালিদের বাধা দিয়েছিল?
উত্তর: পাকিস্তানি শাসকগােষ্ঠী বাংলা নববর্ষ উদযাপনে বাঙালিদের বাধা দিয়েছিল।
প্রশ্ন-৩৪। পাকিস্তান আমল বলতে কোন সময়কে বােঝায়?
উত্তর: পাকিস্তান আমল বলতে ১৯৪৭ থেকে ১৯৭১ খ্রিষ্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কে বােঝায়।
প্রশ্ন-৩৫। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে কোন উৎসবের ইতিকথা মিশে আছে?
উত্তর: বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বাংলা নববর্ষের ইতিকথা মিশে আছে।
প্রশ্ন-৩৬। শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: শামসুজ্জামান খান মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৩৭। শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরের কোন পদে দায়িত্বরত ছিলেন?
উত্তর: শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
প্রশ্ন-৩৮। মঙ্গল শােভাযাত্রা বের করা হয় কোন উৎসবে?
উত্তর: মাল শােভাযাত্রা বের করা হয় বাংলা নববর্ষের উৎসবে।
প্রশ্ন-৩৯। বাংলা নববর্ষ কোন সাহিত্যিকের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেছে?
উত্তর: বাংলা নববর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করেছে।
প্রশ্ন-৪০। শামসুজ্জামান খান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: শামসুজ্জামান খান ১৯৪০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
শেষ কথা
আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।
আরও দেখুনঃ