এসএসসি ২০২১ ফিন্যান্স ও ব্যাংকিং এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ
অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ।
এসএসসি ২০২১ ফিন্যান্স ও ব্যাংকিং এ্যাসাইনমেন্ট সমাধান ৪র্থ সপ্তাহ
উত্তরঃ
(ক) অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়ারঃ
ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণে টাকা বাট্টাকরণের মাধ্যমে আজকের বর্তমান মূল্য কত তা নির্ণয় করাকে অর্থের বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। বাট্টাকরণ পদ্ধতিতে প্রতিবছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হলাে মুনাফার হার। ভবিষ্যৎমূল্য জানা থাকলে নিচের সূত্রটি প্রয়ােগ করে খুব সহজেই বর্তমান মূল্য নির্ণয় করা যায়।
(খ) বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের প্রক্রিয়ারঃ
ভবিষ্যৎমূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি। একে বলে বাট্টাকরণ প্রক্রিয়া। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎমুল্য থেকে বাটাকরণের মাধ্যমে বর্তমানমূল্য নির্ণয় করা যায়। উদাহরণের সাহায্যে বার্ষিক বাছাকরণ ও বছরে একাধিকবার বাটকরণ প্রক্রিয়া দেখানাে হলাে আজ থেকে ৩ বছর পর আমার ২০,০০০ টাকা প্রয়ােজন হবে। এ জন্য আমি কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাই। ঢাকা ব্যাংক আমাকে বাষিক ১০০% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং উত্তরা ব্যাংক আমাকে মাসিক ৯.৫% চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে সঠিক সিধান্ত গ্রহণের জন্য আমি প্রথমে দুটি প্রস্তাবেরই বর্তমানমূল্য বের করবাে
(ঘ) অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতাঃ
নিরাপদ লিমিটেড ৩ বছর পর ১৫,০০,০০০ টাকার মেশিন ক্রয় করার উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ। এখনই ব্যাংকে বিনিয়ােগ করতে চান। এ উদ্দেশ্যে উভয় ব্যাংক বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে যার বর্তমান মূল্য ১১,২৬,৯৭২.২০ টাকা (গ হতে এবং উদয় ব্যাংক ৯.৫০% মাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে যার বর্তমান মূল্য ১১.৩১,৮১১.২১ টাকা (গ হতে)। এখনে লক্ষণীয় যে, “উদয় ব্যাংক’-এ টাকা বিনিয়ােগ করলে উভয় ব্যাংক’-এ তুলনায় (১১,৩১,৮১৯.২১ -১১,২৬,৯৭২-২০) ৪৮৪৭.০১ টাকা বেশি বিনিয়ােগ করতে হবে। সুতরাং নিরাপদ লিমিটেড এর জন্য ‘উভয় ব্যাংক’ এ বিনিয়ােগ করা যুক্তিযুক্ত।