এসএসসি ২০২১ রসায়ন এ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ সপ্তাহ

এসএসসি ২০২১ রসায়ন এ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ সপ্তাহ

ক) পরমাণুসমূহের যােজনী হিসাব

বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগি মাধ্যমে অনু গঠন করে।অনু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে।

যৌগ গুলো H₂O, CO₂, CCl₄, PCl₅, PCl₃, PI₅, SO₂, SO₃

প্রশ্নে দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর যোজনী 1। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা একযোজী অন্য-পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ঐ পরমাণুর যোজনী পাওয়া যায়।
রসায়ন ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান

H₂O, এখানে একটি O পরমাণু ও দুইটি H পরমাণু একসাথে যুক্ত রয়েছে। অতএব O এর যোজনী 2। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে একযোজী 2 টি হাইড্রোজেন পরমাণু রয়েছে)।

CO₂, এখানে একটি C পরমাণু ও ২টি O পরমাণু একসাথে যুক্ত রয়েছে। অতএব C এর যোজনী 4। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে দুইটি অক্সিজেন পরমাণু রয়েছে যার দ্বিগুণ কার্বনের যোজনী)।

CCl₄, এখানে একটি C পরমাণু ও চারটি Cl পরমাণু একসাথে যুক্ত রয়েছে । অতএব C এর যোজনী 4।(সংজ্ঞা মতে, উক্ত যৌগে চারটে একযোজী ক্লোরিন পরমাণু রয়েছে)।

PCl₅, এখানে একটি P পরমাণু ও পাঁচটি Cl পরমাণু একসাথে যুক্ত রয়েছে। অতএব P এর যোজনী 5। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে পাঁচটি একযোজী ক্লোরিন পরমাণুর রয়েছে)।

PCl₃, এখানে একটি P পরমাণু ও তিনটি Cl পরমাণু একসাথে যুক্ত রয়েছে । অতএব P এর যোজনী 3। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে তিনটি একযোজী ক্লোরিন পরমাণু রয়েছে)।

PI₅, এখানে একটি P পরমাণু ও পাঁচটি I পরমাণু একসাথে যুক্ত রয়েছে অতএব P এর যোজনী 5। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে পাঁচটি একযোজী আয়োডিন পরমাণু রয়েছে)।

SO₂, এখানে একটি S পরমাণু দুইটি O পরমাণুর সাথে একসাথে যুক্ত আছে অতএব S এর যোজনী 4। (সংজ্ঞা মতে, উক্ত যোগে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে ,তাই যোজনী অক্সিজেন এর দ্বিগুণ)।

SO₃, এখানে একটি পরমাণু ও তিনটি পরমাণু একসাথে যুক্ত আছে অতএব এর যোজনী 6। (সংজ্ঞা মতে, উক্ত যৌগে তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে, তাই যোজনী অক্সিজেন এর তিনগুণ)।
রসায়ন ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান


খ) পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী হিসাব

পরিবর্তনশীল যোজনী: কোন মৌলের একাধিক যোজনী প্রদর্শিত হলে সেই মৌলের যোজনী কে পরিবর্তনশীল যোজনী বলা হয়।

প্রশ্নের, PCl₅, PCl₃, PI₅ যৌগ তিনটি খেয়াল করলে দেখা যায়, P এর যোজনী যথাক্রমে 5, 3, 5। এখানে P এর পরিবর্তনশীল যোজনী প্রদর্শিত হয়।

আবার, SO₂, SO₃ যৌগ দুইটি খেয়াল করলে দেখা যায়, S এর যোজনী যথাক্রমে 4, 5। এখানে, S র পরিবর্তনশীল যোজনী প্রদর্শিত হয়।

সুপ্ত যোজনী: কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্য হলো, ওই মৌলের সুপ্ত যোজনী বলে।

এখানে PCl₅ এ যৌগে এর P সক্রিয় যোজনী 5 এবং P এর সর্বোচ্চ যোজনী 5। অতএব এ যৌগে এর P সুপ্ত যোজনী =5-5 =0

PCl₃ এ যৌগে এর P সক্রিয় যোজনী 3 এবং P এর সর্বোচ্চ যোজনী 5। অতএব এ যৌগে এর P সুপ্ত যোজনী =5-3 =2

PI₅ এ যৌগে এর P সক্রিয় যোজনী 5 এবং P এর সর্বোচ্চ যোজনী 5। অতএব এ যৌগে এর P সুপ্ত যোজনী =5-5 =0

SO₃ এ যৌগে S এর সক্রিয় যোজনী 6 । আবার S এর সর্বোচ্চ যোজনী 6। অতএব এই যৌগে S এর সুপ্ত যোজনী =6-6 =0

এখানে SO₂ এ যৌগে S এর সক্রিয় যোজনী 4 । আবার S এর সর্বোচ্চ যোজনী 6। অতএব এই যৌগে S এর সুপ্ত যোজনী =6-4 =2

(বাকি সব মৌলে তাদের নিজেদের যোজনী বিদ্যমান)।

রসায়ন ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান


গ) তেজস্ক্রিয় আইসোটোপ সমূহের ব্যবহার

যেসকল মৌলের আইসোটোপ হতে তেজস্ক্রিয় রশ্মি (আলফা, বিটা, গামা) নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

প্রশ্নের যৌগ গুলো হল, H₂O, CO₂, CCl₄, PCl₅, PCl₃, PI₅, SO₂, SO₃ । এদের মধ্যে ফসফরাস, আয়োডিন, কার্বন মৌল সমূহের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। নিজেদের তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আলোচনা করা হলো-

কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ হল ¹⁴C

আয়োডিনের দুইটি তেজস্ক্রিয় আইসোটোপ হল : ¹³¹I,¹²⁵I

ফসফরাসের একটি তেজস্ক্রিয় আইসোটোপ হল ³²P

উপরের তিনটি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ বিদ্যমান।

আয়োডিনের তেজস্ক্রিয় মৌলের ব্যবহার:

¹²⁵I এর ব্যবহারঃ এই তেজস্ক্রিয় আইসোটোপ টি চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়।

¹³¹I এর ব্যবহারঃ এই তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসায় ব্যবহৃত হয়। ইহা থাইরয়েড ক্যান্সার নিরাময় এর জন্য পরিমাণমতো দ্রবণ তৈরি করে রোগীকে পান করানো হয়। এতে উক্ত আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং উক্ত বিটা রশ্মি থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে।

ফসফরাস এর তেজস্ক্রিয় মৌলের ব্যবহার:

³²P এর ব্যবহারঃ কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় যুক্ত ³²P ফসফেট দ্রবণ উদ্ভিদের মূলধারায় সূচিত করা হয়। গাইগার কাউন্টার ব্যবহার করে পুরো উদ্ভিদে এর চলাচল চিহ্নিত করে, ফসফরাসের ব্যবহার করে উদ্ভিদ উঠে তা জানা যায়। চিকিৎসা ক্ষেত্রে লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য ³²P ফসফেট ব্যবহৃত হয়।

কার্বনের তেজস্ক্রিয় মৌলের ব্যবহার:

পৃথিবীর বয়স নির্ধারণ এবং ফসিল মমি সহ পৃথিবীর নানারকম আদিম জিনিসের বয়স নির্ধারণে ¹⁴C এর ব্যবহার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *