৮ম শ্রেণীর ৪র্থ সাপ্তাহের এসাইনমেন্ট উত্তর চারু ও কারুকলা উত্তর

অষ্টম শ্রেণীর চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ

গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন কর।

সংকেত:

০১। কোন্ কোন্ ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত কর। (যেমন: কুলা, ডালা)
০২। কী কী উপকরণ ও কীভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা’ উল্লেখ কর।

৮ম শ্রেণীর ৪র্থ সাপ্তাহের এসাইনমেন্ট উত্তর চারু ও কারুকলা উত্তর


গায়ে হলুদ বিয়ে বাড়ির একটি গুরুত্বপূর্ন উৎসব। এই উৎসব বহু কাল বংশ পরম্পরায় চলে আসছে। গায়ে হলুদ অনুষ্ঠানে বিভিন্ন জিনিসপত্রে করা হয় কারুশিল্পের ব্যবহার এবং নান্দনিকভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়। আমার দেখা গায়ে হলুদের অনুষ্ঠানে যে সব উপকরণ ব্যবহৃত হয়েছিল সেগুলো হলো:
  • ডালা
  • কুলা
  • গায়ে হলুদ নেমপ্লেট

উপরিক্ত জিনিসগুলোর নানা রকম কারুকাজ করে নান্দনিক রূপ দেয়া হয়ে থাকে। নিচে যেভাবে জিনিসপত্র গুলোতে নানারকম কারুকাজ করে নান্দনিক রূপ দেয়া তা বর্ণনা করা হলো :

ডালা: হলুদের ডালা দিয়েই শুরু হয় বিয়ের প্রথম পর্ব। আর সেখানে থাকে বর-কনেকে দেয়া উপহার সামগ্রী সহ আরো অনেক কিছু। প্রথমদিকে শুধু বেতের ঢালাই প্রচলন ছিল। এখন সুদৃশ্য পলি অথবা কাপড় দিয়ে মোড়া বিভিন্ন সুন্দর সুন্দর ডালা পাওয়া যায়। সঙ্গে লেইস ফিতা জড়িয়ে ডালায় আনা হচ্ছে নতুনত্ব। মাছের ও পোশাকের ডালা রঙিন সেলোফেন পেপার এবং নানা রঙের নেটের কাপড় পেচিয়ে চারপাশে সোনালী রঙের ফিতা দিয়ে বেঁধে সাজানো হয়। ফলে এটি সুন্দর দেখায়।

কুলা: এখনকার বিয়ের গায়ে হলুদের কুলায় থাকে নতুনত্ব। যেখানে কুলা থাকে বিভিন্নভাবে নকশাময়। কুলার চারদিক বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মোড়ানো থাকে এবং ভিতরে বিভিন্ন পাতা, ফুল ইত্যাদি নকশা করা থাকে যা দেখতে অনেক সুন্দর।

গায়ে হলুদ নেমপ্লেট: বর ও কনে উভয় পক্ষের গায়ে হলুদে বর বা কনের নাম অনুসারে নেমপ্লেট টাঙ্গানো হয়। যা বিভিন্ন ভাবে ডিজাইন করা হয়, সেখানে থাকে গায়ে হলুদের সাজ এবং গায়ে হলুদ লেখায় বৈচিত্রতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *