ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১

একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তােমার মধ্যে আছে? আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন?

ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর

আমরা নিজের সম্পর্কে যে বিচার, মতামত, মূল্যায়ন করি, সেটাই হলাে আত্মমর্যাদা। অন্যভাবে বুললে, আমাদের সম্পর্কে নিজের যে আবেগীয় মুল্যাযুন এবং নিজের প্রতি নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের প্রতি নিজের অনুভূতি, সেটাই হলাে আত্মসম্মান বা আম্মুমর্যাদা। আয়ুসৰ্ম্মী সারাজীবনের অভিজ্ঞতার আলােকে তৈরি হয়। অতীত অভিজ্ঞতাগুলাে যদি ইতুিবাচক হয়, তাহলে আমাদের মধ্যে উচ্চ আত্মসম্মানবােধ তৈরি হবে। আর যদি নেতিবাচক হয়, তাহলে নিম্ন আত্মসম্মানবােধ তৈরি হবে। অতীত এবং বর্তমান জীবনের সব আন্তঃব্যক্তিক সম্পর্কগুলােও আত্মসম্মান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি সম্পর্ক সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারা, দায়িত্বগুলাে সঠিকভাবে পালন করতে পারা প্রভৃতি আত্মসম্মানবােধ বৃদ্ধি করে।

একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার মধ্যে যে সব বৈশিষ্ট্য আছে

  • আমি সদা সত্য কথা বলি। কারাে সাথে মিথ্যা কথা বলি না
  • সর্বদা সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি।
  • আমি এমন কোন কাজ করি না যাতে করে আমার মর্যাদা বিলুপ্ত হয় সাথে সাথে সমাজুেব ক্ষতি হয ৷
  • আমি পরীক্ষাৰু সময় নকল করি না।
  • আমি কখনাে অন্যের জিনিস উক্ত ব্যক্তির অনুমতি ব্যতিত স্পর্শ করি না।
  • আমি আমার সহপাঠিদের সাথে কখনাে ঝগড়া বা মারামরি করি না।
  • সমাজে কোন অন্যায় হতে দেখলে আমি ভদ্রভাবে বাধাঁ দেই।
  • আমি আমার মর্যাদা সম্পর্কে সচেতন।
  • আমি এমন কেন কাজ করি না যাতে আমার মর্যাদা কমে যায়|

 

4 Comments on “ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১ উত্তর”

  1. এত ভুল কেন 😡😡😡😡😠😠😠😠😠🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😠😠😠😡😡😡😡😡😠😠🤬🤬😡😡😡🤬🤬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *