ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান

ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১

১. তােমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলাে লেখ। 

 
২. নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলােকে ছকে সাজাও এবং সেই স্থানগুলােতে তােমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর। শােবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম।

ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান

উত্তর ১:

প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হলাে গৃহ। আশেপাশের সবকিছুই নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহ পরিবেশ।

গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলাে হলাে:

(i) বিভিন্ন ঘর বা কক্ষ

(ii) বারান্দা।

(iii) ছাদ/চালা।

(iv) আঙিনা ইত্যাদি।

উত্তর ২:

নিম্নে উল্লেখিত গ্রহের অভ্যন্তরীন স্থানগুলাে হলাে: শােবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম।

স্থানের বিন্যাস স্থানের নাম সম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান ড্রয়িং রুম সম্পাদিত কাজ আনুষ্ঠানিক স্থান বলতে বােঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলাে সম্পন্ন করা হয়। এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে কোনাে অতিথি, বন্ধু বান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলােতে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি। কখনও কখনও তাদের থাকার ব্যবস্থা করে থাকি ।
খাওয়ার ঘর
অনানুষ্ঠানিক স্থান শোবার ঘর অনানুষ্ঠানিক স্থান বলতে বােঝায় সাধারণত আমরা যে স্থানগুলােতে ব্যক্তিগত বা একান্ত নিজের কাজগুলাে করে থাকি। এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই, পড়াশােনা করি, সাজসজ্জা করি ইত্যাদি। এই স্থানগুলােতে শুধুমাত্র পরিবারের সদস্যরাই তাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে।
পড়ার ঘর
কাজের স্থান রান্নাঘর এই স্থানে প্রতিদিন গৃহের বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। রান্নার কাজের মধ্যে খাবার রান্নার জন্য প্রস্তুতি অর্থাৎ কোটা, বাছা, ধােওয়া, মসলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্না করা সবই থাকে।। পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে পড়ে কাপড়চোপড় ধােওয়া, ইস্ত্রি করা, ঘর মােছা বা লেপা, সিলিং, দরজা-জানালার গ্রিল ও কাচা, বাথরুম, টয়লেট, ঘরের আঙিনা ইত্যাদি পরিষ্কার করা

 

বাথরুম

One Comment on “ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *