অষ্টম শ্রেণীর ৩য় সাপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান।
করোনা ভাইরাসের কারনে বাংলাদেশ শিক্ষাবোর্ড অ্যাসাইনমেন্টের মাধ্যমে বাড়িতে বসে যাতে শিক্ষার্থীরা পড়াশুনা চালিয়ে যেতে পারে সে ব্যাবস্থা করেছে। প্রতি সাপ্তাহে ৩-৪ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। আজকের এই পোষ্টে আমরা অষ্টম শ্রেণীর ৩য় সাপ্তাহের গণিত অ্যাসাইমেন্টের সামাধান করব। এখানে ১০০% নির্ভুলভাবে সমাধান করা হয়েছে। যদি আপনি অ্যাসাইমেন্টে হুবুহু এই সামাধানটি লেখে দেন তাহলে ১০০% মার্কস পাবেন। আমি আপনাকে পরামর্শ দেব বাড়ি বসে প্রথমে আপনি ট্রাই করবেন। যদি আপনি নিজে থেকে চেষ্টা না করেন তাহলে সরকারে এই বিশেষ উদ্যোগের কোন ফল থাকলো না। যদি আপনি না পারেন তাহলে এখান থেকে উত্তরটি জেনে নিতে পারেন।
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
১ম অধ্যায়:
- স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন
- জ্যামিতিক প্যাটার্ন
২য় অধ্যায়:
- মুনাফা সংক্রান্ত সমস্যা
- চক্রবৃদ্ধি মুনাফা
৩য় অধ্যায়:
- মেট্রিক পদ্ধতিতে পরিমাপ
- মেট্রিক ও বৃটিশ পরিমাপের সম্পর্ক
- তরল পদার্থের আয়তন পরিমাপ
- ক্ষেত্রফল পরিমাপ আয়তন
নির্দিষ্টকৃত কাজ: এ্যাসাইনমেন্ট / সংক্ষিপ্ত প্রশ্ন / সৃজনশীল প্রশ্ন / অন্যান্য কর্মপত্র
প্রশ্ন: ০১
শিরােনাম: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য।
সরল মুনাফার ক্ষেত্রে:
১) সঞ্চয় স্কিমের মূলধন, P = ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।
৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।
ক. সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল (৩ বছর) পর মুনাফার পরিমাণ, I = কত?
খ. ‘2’ নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়, মুনাফা – আসল, A = কত?
উত্তর:
প্রশ্ন:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে:
১) সঞ্চয় স্কিমের মূলধন, P = ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।
৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।
ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?
ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?
ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
⇒ সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে কর।
উত্তর:
সংক্ষিপ্ত প্রশ্ন:
১) ৬, ১১, ১৬, ২১, …….. প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।
২) এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁক।
৩) এক মিটার কাকে বলে?
৪) অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখ।
৫) ১০ একর = কত বর্গমিটার?
৬) ১৬০ সেন্টিমিটার = কত ইঞ্চি?
৭) একটি ঘরের আয়তন ৭৬৮০০০ ঘন সে.মি. এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলােগ্রাম?
উত্তর:
Very useful post. Feeling excited for seeing the math solution. Below we added SSC Exam 2020 checking full procedure like Online system, SMS System,
Published Date, How to Check SSC Result 2020, how you will get SSC Result 2020,
when you will get Secondary School Certificate S.S.C Exam Result 2020 and more for students.
Please check hsc result 2020
and get your result with short time.