একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২০

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে? এই প্রশ্নটা অনেকের মনে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর দিতেই আজকের আর্টিকেলটি লেখা। ইতিমধ্য একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শেষ হয়েছে এখন কালেজে গিয়ে ভর্তি নিশ্চত করার পালা। কিন্তু কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এটা কেউ জানে। আসলে সঠিক করে কেউ বলতে পারবে না কোন কলেজে কতে টাকা লাগবে। কারন একেক কলেজে একেক ধরনে এমাউন্ট ধরা হয় ভর্তির জন্য। তবে এবার শিক্ষামন্ত্রলায়ন কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এমন একটা এমাউন্ট নির্ধারন করে দিছে। কিন্তু কলেজ বেদে টাকার পরিমাণটা ভিন্ন হতে পারে।
 

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে




একাদশ শ্রেণীতে ভর্তি হতে শিক্ষামন্ত্রনালয় নির্ধারিত ফি  ২০২০

1. এম.পি.ও ভুক্ত মফস্বল/পৌর (উপজেলো) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন ফিসহ ভর্তি ফি সবমিলিযে ১০০০/- টাকা, পৌর(জেরঅ সদর) এলাকায় ২০০০/- টাকা, টাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান একালায় ৩০০০/- টাকার বেশী আদায় করা যাবে না।


2. ঢাকা মেট্রাপলিটান এলাকায় অবস্থিত এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভির্তির ক্ষেত্রে ৫০০০/- টাকার অতিরিক্ত টাকা আদায় করতে পাররে না। ঢাকা মেট্রাপলিটান এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও ভুক্ত বা এম.পি.ও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও বহির্ভূত শিক্ষকদের বেনত ভাতা প্রদানের জন্য ছাত্র ছাত্রী ভর্তির সময় ভর্তি ফি, সেশন ফি ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সবোর্চ্চ ৭৫০০ টাকা এবং ইংরেজি মাধ্য মাধ্যমে সবোর্চ্চ ৮৫০০/- টাকা গ্রহন করতে পাররে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ১৫০০/- টাকার বেশী আদায় করতে পারবে না।

3. সরকারি কলেজ সমূহ সরকারি পরিপত্র অনযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।

4. দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তিতে যতদুর সম্ভর মওকুফের সকল ব্যাবস্থা করবে।

5. কোন শিক্ষার্থীর পাঠ বিরতী থাকলে তার কাছে থেকে অতিরিক্ত ফি করতে হবে।

যেমন: পাঠ বিরতী ফি ১৫০/- টাক আর বিলম্বে ভর্তি ফি ২০০/- টাকা।

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে এই নোটিশটি সংগ্রহ করুন।

 

  
এটা হচ্ছে শিক্ষামন্ত্রনালয় থেকে নির্ধারন করা ফি। তবে অনেক কলেজ আছে যারা বেশী টাকা নিবে। আপনি চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে পারবেন্ ।নিজে একদিন আগে কলেজে গিয়ে দেখে নিবেন কত টাকা লাগবে।

পড়াশুনার সব তথ্য পেতে আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন।

 

One Comment on “একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *