একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২০
একাদশ শ্রেণীতে ভর্তি হতে শিক্ষামন্ত্রনালয় নির্ধারিত ফি ২০২০
1. এম.পি.ও ভুক্ত মফস্বল/পৌর (উপজেলো) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন ফিসহ ভর্তি ফি সবমিলিযে ১০০০/- টাকা, পৌর(জেরঅ সদর) এলাকায় ২০০০/- টাকা, টাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান একালায় ৩০০০/- টাকার বেশী আদায় করা যাবে না।
2. ঢাকা মেট্রাপলিটান এলাকায় অবস্থিত এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভির্তির ক্ষেত্রে ৫০০০/- টাকার অতিরিক্ত টাকা আদায় করতে পাররে না। ঢাকা মেট্রাপলিটান এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও ভুক্ত বা এম.পি.ও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও বহির্ভূত শিক্ষকদের বেনত ভাতা প্রদানের জন্য ছাত্র ছাত্রী ভর্তির সময় ভর্তি ফি, সেশন ফি ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সবোর্চ্চ ৭৫০০ টাকা এবং ইংরেজি মাধ্য মাধ্যমে সবোর্চ্চ ৮৫০০/- টাকা গ্রহন করতে পাররে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ১৫০০/- টাকার বেশী আদায় করতে পারবে না।
3. সরকারি কলেজ সমূহ সরকারি পরিপত্র অনযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।
4. দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তিতে যতদুর সম্ভর মওকুফের সকল ব্যাবস্থা করবে।
5. কোন শিক্ষার্থীর পাঠ বিরতী থাকলে তার কাছে থেকে অতিরিক্ত ফি করতে হবে।
যেমন: পাঠ বিরতী ফি ১৫০/- টাক আর বিলম্বে ভর্তি ফি ২০০/- টাকা।
একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে এই নোটিশটি সংগ্রহ করুন।
polytechnic college এ কত টাকা লাগবে ভর্তি হতে??