একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে? ২০২০-২১ শিক্ষাবর্ষ

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে?

 

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে? ২০২০-২১ 


যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করছেন এবং একটি কলেজের জন্য মনোনিত হয়েছেন, তারা এবার কলেজে ভর্তি হতে হবে। কিন্তু আমারা অনেকে জানীনা একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে। একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজ এবং ডকুমেন্ট লাগবে তা যতি আগে থেকে না জানা থাকে তাহলে ভর্তির আগের দিন এতগুলো কাগজ একসাথে করা সম্ভব না। সুতবাং একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি লাগবে তা অবশ্যই জানা দরকার। আর আমাকে অনেকে মেসেজ দিচ্ছে একাদশ শ্রেণীতে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়ে একটা আর্টিকেল লেখার জন্য। যার কারনে এই আর্টিকেল লেখা। একাদশ শ্রেণীতে ভর্তি হতে কোন কলেজে কত টাকা লাগবে এটাও আপনারা জানতে পারবেন নিচের লিংক থেকে।


একাদশ শ্রেনীতে ভর্তি  হতে কত টাকা লাগবে



একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে এটা সঠিক করে বলা যায় না। একেক কলেজে একেক কাগজ লাগবে। তবে এমন কিছু পেপার আছে যেগুলো সব কলেজে ভর্তিতে লাগবেই। একাদশ শ্রেণীতে ভর্তি হতে যে সব আবশ্যিক ডকুমেন্ট লাগবে এগুলোই বলব এই আর্টিকেলে। আর আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে জেনে নিবেন আপনার কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে।আর যেসব কাগজ আবশ্যিক না যেসবের কথাও বলব।


একাদশে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে (ভিডিও)

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে? ২০২০-২১


( মনে রাখতে হবে প্রথমে কলেজ থেকে একটি ফরম নিতে হবে। তারপর এটা পূরণ করে জমা দিতে হবে।)

Ø মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং কপি করে ফটোকপি
Ø মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং কপি করে ফটোকপি
Ø মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ডএবং কপি করে ফটোকপি
Ø মূল রেজিষ্ট্রেশন কার্ডএবং কপি করে ফটোকপি
Ø শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ১০ কপি এবং
Ø স্ট্যাম্প সাইজের ছবি কপি


এছাড়াও 
Ø পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজেরছবি কপি এবংস্ট্যাম্প সাইজেরছবি কপি
Ø জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি
Ø পিতা/মাতার জাতীয়পরিচয়পত্র/ভোটারআইডিকার্ডের সত্যায়িত কপি ফটোকপি
Ø পাঠ বিরতি বাশিক্ষাবিরতিসনদপত্র। (যারা২০১৮এবং২০১৯সালেএসএসসিপাশকরছেশুধুতাদেরজন্যপ্রযোজ্য)
 

সতর্কতা: প্রত্যোকটা কগজের কয়েকটা করে ফটো কপি করে বাসায় রেখে দিবেন। কারন চাকরির ক্ষেত্রে এসব কাগজপত্র লাগবে। তখন কিন্তু আপনি এসব কাগজ আর পাবেন না কোথাও

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এই কাগজগুলো লাগতে পারে। আরি আপনার কলেজে ভর্তির জন্য জন্য কোন কোন কাগজপত্র লাগবে তা কলেজে গিয়ে জেনে আসবেন। তাহলে বিষয়টা আপনার জন্য খুব সহজ হবে। আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

পড়াশুনার খবরের সথে আপডেট থাকতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেইসবুক গ্রুপে জয়েন করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *