এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ( নৈর্বত্তিক সহ) – ১০০% কমন এসএসসি ইসলাম শিক্ষা সাজেশন

ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন


আপনাদের জন্য নিয়ে আসলাম এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন। আমাদরে সাইটে আরো অনেক সাজেশন আছে এসএসসি বিষয়ক। আমরা আমাদের এই ওযেব সাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসএসসি সব বিষয়ের সাজেশন দিয়ে আসছি। আপনারা আমাদের সাইট ভিজিটের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবক্রাইব করে রাখুন। 

 
 
আপনারা এখানে ইসলাম শিক্ষার রিটেন এবং এমসিকিউ সাজেশন পাবেন। আসলে সৃজনশীল বিষয়ের কোন সাজেশন কেউ দিতে পারবেনা। ক এবং খ প্রশ্ন বই থেকে আসে গ এবং ঘ আসে উদ্দীপক থেকে। কেউ আপনাকে গ এব! ঘ এর  সাজেশন দিতে পারবে না। কিন্তু ক এবং খ আসে বইয়ের ভিতর থেকে যার জন্য আপনাদের জন্য নিয়ে আসলোম ক এবং খ ক্যাটাগরির কিছু কমন উপযোগি প্রশ্ন যেগুলো পরিক্ষার মধ্য কমন পড়ার সম্ভবনা ৯০%। 
 
তাছাড়াও আমারা আপনাদের জন্য এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষার সকল অধ্যায় মিলিয়ে চমৎকার একটা নৈর্বত্তিক সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশন থেকে আপনাদের ১৯% কমন পড়বে আশা করি। 
 

এসএসসি ইসলাম শিক্ষা কমন উপযোগী ক ক্যাটাগরির কিছু প্রশ্ন।

  1. আখলাক অর্থ কী?  
  2. তাওহিদ অর্থ কী? 
  3. খতমে নবুয়তের অর্থ কী?
  4. পাঠ্য বইয়ে হালাল শব্দের অর্থ কী?
  5. মহাগ্রন্থ আল-কোরআন কোথায় সংরক্ষিত ছিল? 
  6. জিহাদ শব্দের অর্থ কী? 
  7. ‘সালাত’-এর ফারসি প্রতিশব্দ কী?
  8. আখলাকে হামিদাহ অর্থ কী? 
  9. সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?
  10. কোন সাহাবি তাবুক যুদ্ধে সব সম্পদ ব্যয় করেছিলেন? 
  11. কাদের আনসার বলা হয়?
  12. হালালকে হারাম মনে করা কী?
  13. তাওহিদের বিপরীত শব্দ কী?
  14. শরিয়ত শব্দের অর্থ কী?
  15. কোরআন মাজিদে কয়টি সূরা আছে?
  16. জ্ঞানের আরবি প্রতিশব্দ কী?

  1. জাকাত ইসলামের কততম স্তম্ভ?
  2. সকল সৎগুণের মূল কী?
  3. হিংসার আরবি প্রতিশব্দ কী?
  4.  কে মহানবী (স.)কে অসাধারণ বালক বলে উল্লেখ করেন?
  5. আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা কী?
  6.  তাওহিদের বিপরীত শব্দ কী?
  7. সুন্নাহ শব্দের অর্থ কী?
  8. ইনসানুন শব্দের অর্থ কী?
  9.  ইলম কয় প্রকার?
  10. হজের ওয়াজিব কয়টি?
  11. আত্মশুদ্ধি অর্থ কী?
  12. তাহারাত শব্দের অর্থ কী?
  13. হযরত আলী (রাঃ) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
  14. ইমান শব্দের মূল ধাতু কী?
  15. আখিরাত অর্থ কী?
  16. (আলহুদা) শব্দের অর্থ কী?
  17. রাসূল শব্দের বহুবচন কি?
  18. ‘তাওহিদ’ এর বিপরীত কী?
  19.  ইয়াওমুল বা আছঅর্থ কী?
  20. “জাব্বার” শব্দের অর্থ কী?
  21. কয় শ্রেণির লোক আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে?

এসএসসি ইসলাম শিক্ষা কমন উপযোগী খ ক্যাটাগরির কিছু প্রশ্ন।

 
  1. খ) সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝো? 
  2. ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ কেন?
  3. কিয়ামত বলতে কী বোঝায়?  
  4. হারাম বলতে কী বোঝায়?
  5. ‘আল-কোরআন সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য হিদায়াতস্বরূপ’—বুঝিয়ে লেখো।
  6.  মহানবী (সা.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন?  
  7. ইসলামের ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো। 
  8. দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? 
  9. আমানত রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো।
  10. ‘হজরত উমর (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক’—বুঝিয়ে লেখো।
  11. সব মুসলিমের মিলনকেন্দ্রে পরিণত হলো মসজিদে নববী। ব্যাখ্যা করো।  
  12. মানবিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
  13. ‘সিরক অত্যন্ত জঘন্য অপরাধ’ কথাটি বুঝিয়ে দাও।
  14. ‘প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল’ কথাটি বুঝিয়ে দাও।
  15. মাদানি সূরা বলতে কী বোঝায়?
  16. ছাত্র-শিক্ষক সম্পর্ক বলতে কী বোঝায়?
  17. ‘তোমরা রুকুকারীদের সাথে রুকু কর’ কথাটি বুঝিয়ে দাও।
  18. আমানত বলতে কী বোঝায়?
  19. প্রতারণা বর্জনীয় কেন?
  20. হজরত মুহম্মদ (সা.) হজরত আলী (রা.)কে ‘আসাদুল্লাহ’ উপাধি প্রদান করেন কেন?


 
  1. শিরক বলতে কী বোঝায়?
  2. তাকরিরি হাদিস বলতে কী বোঝায়?
  3. নিয়ামতের ওপর কর্মের ফলাফল নির্ভরশীল কথাটি বুঝিয়ে দাও।
  4. হজ কার ওপর ফরজ?
  5. ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য কী? বুঝিয়ে লেখ।
  6. পবিত্রতা ইমানের অর্ধেক কথাটি বুঝিয়ে দাও।
  7. সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝায়?
  8. হযরত উসমান (রাঃ)-কে জামিউল কুরআন বলা হয় কেন?
  9. ইমানের কী কী মূল বিষয় রয়েছে?
  10. আখিরাতের স্তর কী কী?
  11. কুরআনের নামকরণ ‘কুরআন’ কেন?
  12. ইসলাম বলতে কী বোঝায়?
  13. মুনাফিকরা সমাজে অপমানিত ও লাস্তৃিত কেন?
  14. ‘আসমানি কিতাব’ বলতে কী বোঝ?
  15. ইসলাম বলতে কী বুঝায়?
  16. “ইয়াওমুল বাছ” বলতে কী বোঝায়?


এটা হচ্ছে আপনাদের লিখিত অংশের সাজেশন।এখন দেখবেন হচ্চে এসএসসি ইসলাম শিক্ষার নৈর্বত্তিক সাজেশন। নিচে সাজেশন দেওয়া আছে উ্ত্তর সহ। আশা করি এই এমসিকিউ থেকে কমন পড়বে। 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

নৈর্বত্তিকগেুলো সংগ্রহ করা হয়েছে টিচিংবিডি ডট কম থেকে।


কমন উপযোগি এসএসসি ইসলাম শিক্ষার আরো কিছু নৈর্বত্তিক প্রশ্ন এবং উত্তর

০১।  মহানবী (সা.)-এর জীবদ্দশায় কাদের গৃহ থেকে কোরআন তিলাওয়াতের গুন গুন শব্দ পাওয়া যেত?
     ক) সাহাবিদের খ) তাবেয়িদের
     গ) হাফিজদের ঘ) মুফাসসিরদের
উত্তর : গ
 
০২। স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই করে থাকে?
     ক) সুন্দরীরা                খ) লাস্যময়ীরা
     গ) অহংকারীরা            ঘ) ছলনাময়ীরা
উত্তর: ক
 
০৩।  ইসলাম শব্দের অর্থ কী?
     ক) শান্তি ও বিশ্বাস স্থাপন করা
     খ) আনুগত্য ও বিশ্বাস করা
     গ) আনুগত্য ও আত্মসমর্পণ করা
     ঘ) আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস করা
উত্তর: গ
 
০৪।  ‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে’ কোন সুরার আয়াত?
     ক) সুরা বাকারা     খ) সুরা আহযাব
     গ) সুরা আম্বিয়া ঘ) সুরা আল-ইমরান
উত্তর: ঘ
 
০৫।  সব নবী-রাসুলকে বিশ্বাস করা ঈমানের—
     ক) মূল কথা  খ) মূলনীতি
     গ) মূল বিষয়  ঘ) মূল চেতনা
উত্তর: গ
 
০৬।  ‘তারা আখিরাতেও দৃঢ় বিশ্বাস রাখে’ আয়াতটি কিসের পরিচায়ক?
     ক) ঈমানের   খ) ইসলামের
     গ) ইবাদতের  ঘ) আনুগত্যের
উত্তর: ক
 
০৭।  হারবুল ফিজার কয় বছর স্থায়ী ছিল?
     ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত
উত্তর: খ
 
০৮।  কোন ধরনের আখলাক পরিত্যাজ্য?
     ক) উত্তম আখলাক       খ) আখলাকে হামিদা
     গ) আখলাকে যামিমা     ঘ) আখলাকে কাসিদা
উত্তর: গ
 
০৯।   ‘আত্মসাৎ করা’-এর বিপরীত আরবি প্রতিশব্দ কোনটি?
     ক) আখলাক   খ) আমানত
     গ) আদল     ঘ) জুলম
উত্তর: খ
 
১০।  ‘আল কানুন ফিত-তিব্ব’-এর রচয়িতা কে?
     ক) ইবনে সিনা খ) নাসিরুদ্দীন তুসী
     গ) হাসান ইবনে হাইসাম     ঘ) আলী তাবারী
উত্তর: ক
 
১১।  আখলাখে যামিমা কোনটি?
     ক) ফিতনা সৃষ্টি করে  খ) সত্যবাদিতা
     গ) আমানতদারী     ঘ) ওয়াদা রক্ষা করা
উত্তর: ক
 
১২।  নিচের কোনটি চক্ষুবিজ্ঞানবিষয়ক মৌলিক গ্রন্থ?
     ক) কানুন ফিত-তিব্ব খ) কিতাবুল জিবার
     গ) কিতাবুল মানসুরি   ঘ) কিতাবুল মানাযির
উত্তর: ঘ
 
১৩।  বালক মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কিসের জন্য?
     ক) দরিদ্রদের সাহায্য করার জন্য
     খ) পেশাগত অভিজ্ঞতার জন্য
     গ) সাংসারিক সহযোগিতার জন্য
     ঘ) মানবকল্যাণের জন্য
উত্তর: গ
 
১৪।  নিচের কোন উদাহরণটি ঈমান-ইসলামের সম্পর্ক নির্ণয়ে যথার্থ হবে?
     ক) মেঘের সঙ্গে বৃষ্টির খ) প্রদীপের সঙ্গে আলোর
     গ) ক্ষেতের সঙ্গে মাঠের ঘ) কলমের সঙ্গে কালির
উত্তর: খ

 


 
১৫।  সালাত ইসলামের কততম রুকন?
     ক) প্রথম     খ) দ্বিতীয়
     গ) তৃতীয়    ঘ) চতুর্থ
উত্তর: খ
 
১৬।  ‘আত্মসাৎ করা’-এর বিপরীত আরবি প্রতিশব্দ কোনটি?
     ক) আখলাক   খ) আমানত
     গ) আদল     ঘ) জুলম
উত্তর: খ
 
১৬।হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে কোরআন ও হাদিসের বিধানানুযায়ী—
     ক) সমাজের লোকজন সম্মান করে না
     খ) নিজের মনোবল কমে যায়
     গ) ইবাদত কবুল হয় না
     ঘ) সন্তানাদি প্রকৃত মানুষ হয় না
উত্তর: গ
 
১৭। ‘জামিউল বায়ান আন তাবিলি আয়িল কোরআন’—গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত?
     ক) তাফসির   খ) গণিত          গ) ভূগোল    ঘ) ইতিহাস
উত্তর: ক
 
১৮।ইমাম গাযালি (র.)-কে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অভিহিত করা হয় কেন?
     ক) তাফসির শাস্ত্রে অবদানের জন্য
     খ) ইতিহাস শাস্ত্রে অবদানের জন্য
     গ) ভূগোল শাস্ত্রে অবদানের জন্য
     ঘ) দর্শন শাস্ত্রে অবদানের জন্য
উত্তর:ঘ
    
     অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
     ‘আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।’
১৯।মহানবী (সা.)-এর এ উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ পেয়েছে?
i. সিদ্ধান্তের দৃঢ়তা   
ii. সত্যনিষ্ঠতা       iii. নির্লোভ চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i       খ) ii
গ) ii, iii         
ঘ) i, ii I iii
উত্তর:ঘ
২০।মহানবী (সা.)-এর এই উপযুক্ত উত্তরের ফলে প্রলোভনকারীরা—
     ক) হতাশ হয়েছে     খ) অনুপ্রাণিত হয়েছে
     গ) উদ্বুদ্ধ হয়েছে     ঘ) শক্তিশালী হয়েছে
উত্তর:ক
 
২১। হাদিসের মূল বক্তব্যকে কী বলে?
     ক) রাবী খ) সনদ গ) মতন ঘ) মারফু
উত্তর:গ
 
২২। হিংসা-বিদ্বেষ কিসের মূলে কুঠারাঘাত করে?
     ক) সৎকর্মের খ) পুণ্যের
     গ) ঈমানের   ঘ) দীনের
উত্তর:ঘ
 
২৩। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?
     ক) হাসাদ খ) সিদক গ) কিয্ব ঘ) ফিসক
উত্তর:খ
 
২৪।মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি কিসের প্রমাণ বহন করে?
     ক) খাতমে নবুওয়্যাত  খ) তাকওয়া
     গ) রিসালাত  ঘ) তাওহীদ
উত্তর:ঘ
২৫।আখলাকে যামিমা হলো –
     ক) যে ভালো কাজের জন্য মানুষকে জ্ঞানী ও বিবেকবান করে তোলে
     খ) যে কাজের জন্য নরকে অবস্থান করা যায়
     গ) যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে
     ঘ) যে কাজের জন্য স্বর্গে অবস্থান করা যায়
উত্তর:গ
 
২৬।অহংকার অর্থ—
     ক) নিষ্ঠা                   খ) ঘৃণা
     গ) আত্মচেতনা             ঘ) অহমিকা
উত্তর:ঘ
 
২৭।অহংকারের স্তর কয়টি?
     ক) ৮টি খ)  ৫টি গ)  ৪ টি ঘ) ৩ টি
উত্তর:ঘ
 
২৮। ‘হাক্কুল্লাহ’ কোন কোন ক্ষেত্রে সম্পন্ন করতে হবে?
     র. ব্যক্তিগত রর. সামাজিক ররর. অর্থনৈতিক
     নিচের কোনটি সঠিক?
     ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii ও iii
উত্তর:ঘ
 
২৯।‘সুন্দর ব্যবহারই পুণ্য’—কে বলেছেন?
     ক) হজরত আলী (রা.)     খ) হজরত উসমান (রা.)
     গ) হজরত মুহাম্মদ (সা.)   ঘ) হজরত উমর (রা.)
উত্তর:গ
 
২০।‘লা তানহার’ শব্দের অর্থ কী?
     ক) কঠোর হবেন না   খ) ধমক দেবেন না
     গ) নিষেধ করবেন না  ঘ) আশ্রয় দেবেন না
উত্তর:খ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *