এসএসসি পরিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন। এখানে আপনারা ফিন্যান্স ও ব্যাংকিং এর রিটেন এবং এমসিকিউ দুটু সাজেশন ই পাবেন। বলতে পারেন এটা ফিন্যান্স ও ব্যাংকিং এর একটা কমপ্লিট সাজেশন। যদি এই সাজেশন শেষ করতে পারেন তাহলে আশা করি আপনি পরিক্ষার মধ্য ভাল একটা রেজাল্ট করতে পারবেন।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর সৃজনশীল সাজেশন কেউ কমন দিতে পারবে না। কারন সৃজনশীলে কোন উদ্দীপক দেই বলা যায় না। যার জন্য আপনাদের জন্য সৃজনশীল এর ক এবং খ উপযোগী সাজেশন নিয়ে আসলাম।
তার সাথে আছে কমন উপযোগী নৈর্বত্তিক সাজেশন।
প্রথমে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর ক টাইপের কিছু প্রশ্ন দেখে নিন।
- আয় সিদ্ধান্তের অপর নাম কী?
- গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
- লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
- কাম্য ঋণ নীতি কী?
- নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের ওপর নির্ভর করে?
- সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি?
- সিিত তহবিল কাকে বলে?
- বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে?
- ব্যয় সিদ্ধান্তের অপর নাম । কী?
- অভ্যন্তরীণ তহাবল কী?
- m দ্বারা কী বোঝায়?
- কোন ধরনের কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
- চক্রবৃদ্ধি সুদ কী?
- আদর্শ বিচূতি কোন ধরনের পদ্ধতি?
- পিপিপি কী?
- স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
- বাট্টাকরণ কী?
- ডিবেঞ্চার কী?
- পে-ব্যাক সময় পদ্ধতি কী?
- ডিপোজিট পেনশন স্কিম হিসাব কী?
- কে প্রত্যয়পত্র ইস্যু করে?
- ব্যাংকিং কী?
- চলতি হিসাব কী?
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর খ টাইপের কিছু প্রশ্ন
- তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।
- ‘রুল-৭২’ ব্যাখ্যা করো।
- গড় মুনাফার হার পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? ব্যাখ্যা করো। ২
- অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কী বোঝায়?
- পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
- ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
- ঋণপত্র বলতে কী বোঝায়?
- সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
- অর্থায়ন বলতে কি বুঝায়?
- অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে কী বোঝায়?
- ব্যবসায় অর্থায়নে সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
- পূর্ণাঙ্গ ব্যবসায়ীর স্বত্বমূর্ত ধারণা ব্যাখ্যা করো।
- কখন সূত্রে m যুক্ত করতে হয়? ব্যাখ্যা করো।
- তারল্য ঝুকি কীভাবে সৃষ্টি হয়?
- লভ্যাংশ সমতাকরণ বলতে কী বোঝায়?
- বাণিজ্যিক পত্র বলতে কী বোঝায়?
- সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
- অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়?
- ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?
- ব্যাংক কিভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।
- ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা বিধান করে?
- ইজারা বলতে কী বোঝায়?
- ইজারা বলতে কী বোঝায়?