এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২০ (এমসিকিউ সহ)

এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২০। আপনাদের জন্য নিয়ে আসলাম ভূগোল ও পরিবেশন সাজেশন। যদি এই সাজেশন পড়েন তাহলে আনপার পরিক্ষার মধ্য কমন পড়ার সম্ভবনা প্রচুর। সারা বই থেকে বিশ্লেষন করে এই সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের  ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের আমরা সবসময় সাহায্য করে আসছি। ভাল লাগলে আমাদরে  ইউটিউব চ্যানেল সাবক্রাইব করে রাখতে পারেন। 
 
এখানে আনপাদের সাজেশন দেওয়া হল । 

এসএসসি ভূগোলের এই সাত অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 

অধ্যায়: ২ – মহাবিশ্ব ও আমাদের পৃথীবি
অধ্যায়: ৩ – মানচিত্র পঠন ও ব্যাবহার
অধ্যায়: ৬ – বারিমন্ডল

অধ্যায়: ৭- জনসংখ্যা
অধ্যায়: ৮- মানব বসতি
অধ্যায় ১০:- বাংলাদেশের  ভৈাগোলিক বিবরন
অধ্যায়: ১৪:- বাংলাশের প্রাকৃতিক দুর্যোগ

এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ক ক্যাটাগরির কিছু প্রশ্ন। 

 

  1. ‘জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ 
  2. বলে।’ উক্তিটি কার?
  3. কাকে ঘিরে উপগ্রহ আবর্তিত হয়?
  4. কিসের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক অঞ্চলকে দেখতে পারি।
  5. ভূ-ত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের কী বলা হয়?
  6. পৃথিবীতে দিন-রাত্রি সমান হয় কত তারিখে?
  7. স্থূল জন্মহারের সূত্রটি লেখো।
  8. বাংলাদেশের জলবায়ু কেমন?
  9. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
  10. সম্পদ কত প্রকার?
  11. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
  12. ভূমিকম্প কী ধরনের দুর্যোগ?
  13. ভূগোল কাকে বলে  ?
  14. পরিবেশ বলতে কী বুঝ ?
  15. পৃথিবীর উপগ্রহের নাম কী?
  16. আহ্নিকগতি ও বার্ষিকগতি বলতে কী বুঝ ?
 

ভূগোল ও পরিবেশ এর খ ক্যাটাগরির কিছু প্রশ্ন। 

 
নিচে সঠিক উত্তর দেওয়া আছে। 
 
  1. ছায়াপথ কী?
  2. স্থানীয় সময় বলতে কী বোঝো?
  3. আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝো?
  4. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো?
  5. নগরায়ণ বলতে কী বোঝো?
  6. পরিবেশ বলতে কী বোঝো? 
  7. মার্বেল কোন ধরনের শিলা?
 

 

এসএসসি ভূগোল ও পরিবেশ এর এমসকিউপ্রশ্ন
 
পূর্ণমান-৩০ সময়-৩০ মিনিট
সঠিক উত্তরের বৃত্তটি ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১।
১। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর কোনটি?
ক) স্কটল্যান্ডের এডিনবরা খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরা
গ) মরক্কোর ফেজ ঘ) ভারতের নালন্দা
২। আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ব মণ্ডল কোনটি?
ক) কেন্দ্রমণ্ডল খ) নিম্ন গুরুমণ্ডল গ) অশ্মমণ্ডল ঘ) ঊর্ধ্ব গুরুমণ্ডল
৩। ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
ক) আমেরিকা খ) ফ্রান্স গ) স্পেন ঘ) গ্রিস
৪। কক্সবাজারের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হল-
i) হিমছড়ি ii) নীলগিরি iii) ইনানি বিচ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। কোন তারিখে দিন রাত্রি সমান থাকে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ২১ জুন
গ) ২১ মার্চ ঘ) ২১ মে
৬। যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ চালু আছে?
ক) মিটার গেজ খ) ব্রড গেজ
গ) ডুয়েল গেজ ঘ) ন্যারো গেজ
৭। সম্পদকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৮। মহাদেশীয় জলবায়ুর আরেক নাম কী?
ক) চরমভাবাপন্ন জলবায়ু খ) মৃদুভাবাপন্ন জলবায়ু
গ) সমভাবাপন্ন জলবায়ু ঘ) বিষমভাবাপন্ন জলবায়ু
৯। জিপিএস-এর সুবিধা হল-
i. সকলেই এটি চালাতে পারে ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায়
iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii গ) ii, iii ঘ) i,ii,iii
১০। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ক) ২১০০ মি.মি. খ) ২২০০ মি.মি. গ) ২৩০০ মি.মি. ঘ) ২৪০০ মি.মি.
১১। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক) নদীসঙ্গম খ) মোহনা গ) দোয়াব ঘ) নদীগর্ভ
১২। বাংলাদেশে কত জাতের পাখি রয়েছে?
ক) ১১৯ খ) ১২৪ গ) ৩৮৬ ঘ) ৫৭৮
১৩। মৃত আগ্নেয়গিরির উদাহরণ হল-
i. ইতালির ভিসুভিয়াস ii. আলাস্কার মাউন্ট আডাকামা iii. নিকারাগুয়ার কোসেগায়না
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৪। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক) সামাজিক ভূগোল খ) মানব ভূগোল গ) প্রাকৃতিক ভূগোল ঘ) শিল্প ভূগোল
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের উত্তর দাও
সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা দেখে শশী তার মাকে জিজ্ঞেস করলে, তার মা জানাল এটি আসলে তারা নয়, একটি গ্রহ।
১৫। সন্ধ্যার আকাশে যেটি সন্ধ্যাতারা, ভোরের আকাশে সেটি কী?
ক) মেঘ তারা খ) তারকারাজি গ) শুকতারা ঘ) নৈশতারা
১৬। কেন আমরা এদেরকে তারা বলে ভুল করে থাকি?
ক) নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলে খ) এদের নিজেদের আলো আছে বলে
গ) এরা নক্ষত্র বলে ঘ) এরা পৃথিবীর নিকটে বলে
১৭। রোহিঙ্গাদের এদেশে অভিবাসন কোন ধরনের অভিবাসন?
ক) অবাধ অভিবাসন খ) বলপূর্বক অভিবাসন
গ) আকর্ষণমূলক অভিবাসন ঘ) স্থায়ী অভিবাসন
১৮। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?
ক) ৩৯৩২ মিটার খ) ৩৯৬২ মিটার
গ) ৪১২০ মিটার ঘ) ৪২৭০ মিটার
১৯। কত সালে ফুকো দোলকের সাহায্যে আহ্নিক গতির পরীক্ষা করেন?
ক) ১৮১৫ খ) ১৮৪৯ গ) ১৮৫১ ঘ) ১৮৯১
২০। ডেনমার্কের রাজধানী কোথায়?
ক) সিউল খ) বেইজিং
গ) জোহেনসবার্ক ঘ) কোপেনহেগেন
২১। বাংলাদেশ মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ২৮০ খ) ৩২০ গ) ৪২৫ ঘ) ৭১৬
২২। শতাধিক শ্রমিকের সমন্বয়ে গড়ে উঠা শিল্পকে কী ধরনের শিল্প বলে?
ক) ক্ষুদ্র শিল্প খ) মাঝারি শিল্প গ) বৃহৎ শিল্প ঘ) শ্রম শিল্প
২৩। বাংলাদেশের উল্লেখযোগ্য খাদ্যশস্য হল-
i ) চা ii) গম iii) ধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i,ii ও iii
২৪। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ গ) সূর্য ঘ) ট্রাইটন
২৫। বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন রয়েছে কতটি?
ক) ২২৯টি খ) ৩১৬টি
গ) ৪২১টি ঘ) ৪৪৩টি
২৬। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন?
ক) ১৯৬০ খ) ১৯৬৪ গ) ১৯৬৫ ঘ) ১৯৭০
২৭। কোন যন্ত্রের সাহায্যে গ্রহগুলোকে সূর্যের চারদিকে ঘুরতে দেখা যায়?
ক) অনুবীক্ষণ যন্ত্র খ) দূরবীক্ষণ যন্ত্র গ) মেক্সটেন্ট যন্ত্র ঘ) সিসমোগ্রাফ
২৮। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে কয়টি কাগজকল রয়েছে?
ক) ২টি খ) ৪টি
গ) ৬টি ঘ) ৭টি



২৯। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় হল-
i) শিক্ষা ii) রাজনীতি iii) মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i,ii ও iii
৩০। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে শতকরা কত রফতানি বাণিজ্য সম্পন্ন হয়?
ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ৮০
উত্তর :
১-ক, ২-খ, ৩-ঘ, ৪-খ, ৫-গ, ৬-ক, ৭-খ, ৮-ক, ৯-গ, ১০-গ, ১১-ক, ১২-ঘ, ১৩-গ, ১৪-ঘ, ১৫-গ, ১৬-ক, ১৭-খ, ১৮-ঘ, ১৯-গ, ২০-ঘ, ২১-ক, ২২-খ, ২৩-গ, ২৪-ক, ২৫-ঘ, ২৬-গ, ২৭-খ, ২৮-গ, ২৯-ঘ,
 
বহু নির্বাচনী প্রশ্ন  (মান : ৩০)
১। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
২।১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
ক) ১ মিনিট খ) ২ মিনিট গ) ৩ মিনিট ঘ) ৪ মিনিট
৩।ভূ-ত্বক কী দ্বারা গঠিত?
ক) পাথর  খ) ধূলিকণা  গ) শিলা  ঘ) খনিজ পদার্থ
৪। মার্বেল কোন ধরনের শিলা?
ক) আগ্নেয় শিলা খ) পাললিক শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) বেলে শিলা
৫।আল্পস কোন ধরনের পর্বত?
ক) আগ্নেয় পর্বত                    
খ) ভঙ্গিল পর্বত
গ) স্তূপ পর্বত                      
ঘ) ল্যাকোলিথ পর্বত
৬। ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’— উক্তিটি কার?
ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের  খ) অধ্যাপক কার্ল রিটারের
গ) আলেকজান্ডারের  ঘ) রিচার্ড হার্টশোনের
৭।প্রাণিজগৎ নিয়ে আলোচনা করে কোন ভূগোল?
ক) মৃত্তিকা ভূগোল                   
খ) জীব ভূগোল
গ) সমুদ্রবিদ্যা                      
ঘ) জলবায়ু ভূগোল
৮। সূর্য কী?
ক) একটি নক্ষত্র                    
খ) একটি গ্রহ                     
গ) একটি উপগ্রহ                    
ঘ) একটি জ্যোতিষ্ক
৯।সৌরজগতের গ্রহ কয়টি?
ক) ৬টি  খ) ৭টি                  
গ) ৮টি  ঘ) ৯টি
১০। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
ক) ৬,৪০০ কিলোমিটার  খ) ৭,৫০০ কিলোমিটার   
গ) ৮,৪০০ কিলোমিটার  ঘ) ৯,৪০০ কিলোমিটার
১১। বায়ুমণ্ডলের উপাদান কোনটি?
i) নাইট্রোজেন  ii) অক্সিজেন
iii) আরগন
নিচের কোনটি সঠিক?                
ক) i                            
খ) i ও ii                       
গ) i ও iii                      
ঘ) i, ii ও iii                     
১২। কোনটি পানি প্রবাহের ধরন?
ক) চুয়ানো  খ) গলানো              
গ) হিমবাহ  ঘ) ক্ষয়িভবন
১৩।পৃথিবীর সব জলরাশির শতকরা কতভাগ পানি সমুদ্রে রয়েছে?
ক) ৯৫ ভাগ                      
খ) ৯৬ ভাগ                      
গ) ৯৭ ভাগ                      
ঘ) ৯৮ ভাগ
১৪। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত?
ক) ৭১৬ কিলোমিটার
খ) ৮১৬ কিলোমিটার
গ) ৯১৬ কিলোমিটার
ঘ) ১০০০ কিলোমিটার
১৫। কোনটি নিয়ত বায়ু?
i) অয়ন বায়ু
ii) পশ্চিমা বায়ু                    
iii) শীতল বায়ু                    
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। কত বয়সের লোককে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে ধরা হয়?
ক) ৬৫ + খ) ৬৮ +               
গ) ৭০ + ঘ) ৮০ +
১৭।মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি?
ক) জন্মহার                      
খ) মৃত্যুহার                      
গ) স্থূল মৃত্যুহার                   
ঘ) অভিবাসন
১৮। বসতির ধরন কত প্রকার?
ক) ২ প্রকার  খ) ৩ প্রকার  গ) ৪ প্রকার  ঘ) ৫ প্রকার
১৯। কোনটি বসতি স্থাপনের নিয়ামক?
 i) ভূ-প্রকৃতি                      
ii) পরিবেশ                       
iii) মাটি                        
নিচের কোনটি সঠিক?
ক) i খ)  ii                    
গ) i ও iii  ঘ) i, ii ও iii


২০। থেবস কী?
ক) গ্রাম  খ) নগর                   
গ) শহর  ঘ) মহাদেশ
২১। সম্পদকে প্রাথমিকভাবে কয়ভাগে ভাগ করা যায়?
ক) ৩ ভাগে  খ) ৪ ভাগে  গ) ৫ ভাগে  ঘ) ৬ ভাগে
২২। কোনটি জলবায়ুর উপাদান?
ক) মাটি খ) পানি 
গ) রোদ ঘ) তাপমাত্রা
২৩। কোনটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত?
ক) তাঁতশিল্প  খ) চামড়াশিল্প  গ) বস্ত্রশিল্প  ঘ) বিমানশিল্প
২৪। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?
ক) ৬,৪০৫ বর্গ কি. মি.            
খ) ৭,৪০৫ বর্গ কি. মি.
গ) ৮,৪০৫ বর্গ কি. মি.            
ঘ) ৯,৪০৫ বর্গ কি. মি.
২৫। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
ক) ৬১৬ কি. মি.                 
খ) ৭১৬ কি. মি.                 
গ) ৮১৬ কি. মি.                 
ঘ) ৯১৬ কি. মি.
২৬।আমাদের দেশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোন সময়ে?
ক) শীতকালে  খ) গ্রীষ্মকালে           
গ) বর্ষাকালে   ঘ) শরত্কালে
২৭। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
ক) চা  খ) গম                    
গ) ধান  ঘ) পাট
২৮। ইক্ষু চাষের জন্য কিরূপ ভূমি প্রয়োজন?
ক) সমতল ভূমি                    
খ) উঁচু ভূমি                      
গ) নিচু ভূমি                      
ঘ) পাহাড়ি ভূমি
২৯। শক্তির অন্যতম উৎস কোনটি?
ক) বিদ্যুৎ  খ) কয়লা               
গ) পানি ঘ) তাপ
৩০। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে  খ) ৩ ভাগে            
গ) ৪ ভাগে  ঘ) ৫ ভাগে
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. গ।

এএসসি ভূগোল ও পরিবেশ এর আরো কিছু এমসিকিউ প্রশ্ন।

 
SSC MCQ Question Ans. Hydrosphere
SSC MCQ Question Ans. PopulationSSC MCQ Question Ans. Human SettlementsSSC MCQ Question Ans. Resources and Economic ActivitiesSSC MCQ Question Ans. Geographical Description of BangladeshSSC MCQ Question Ans. Resources and Industries of BangladeshSSC MCQ Question Ans. Transport System and Trade of BangladeshSSC MCQ Question Ans. Development Activities of BangladeshSSC MCQ Question Ans. Natural Disaster of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *