জিপিএ কিভাবে বের করব? GPA বের করার পদ্ধতি

GPA বের করুন খুব সহজে

আজকে আমি আপনাদের দেখাব কি করে জিপিএ হিসেব করতে হয়। তার আগে আমি বলে নেই যারা ইউটিউব থেকে তাদের অনেক ধন্যবাদ। আপনার এই লেখাগুলো পড়ুন। আপনাদের কাংকিত লিংক নিচে পেয়ে যাবেন। জিপিএ এর হিসেব জানতে হলে আপনাকে আগে জানতে হবে কত নাম্বারে কত পয়েন্ট এবং কত পয়েন্ট এ কত গ্রেড। বিষয়টা আপনার কাছে জটিল মনে হলেও আমি আনাদের পানির মত সহজ করে দেব। How to manage fitness plateaus before they even happen superdril bodybuilding: equipment germany wholesale bonn, düsseldorf, north rhine and westphalia company.

জিপিএ বের করতে নিচের লিংক এ ক্লিক করুন:


জিপিএ বের করুন

 
আগে জেনে নেওয়া যাক জিপিএ এর মানে কি। জিপিএ এর মানে  হচ্ছে GPA = Grade Point Avarage . মানে গ্রেড এবং পয়েন্ট যে গড় এটাই জিপিএ। তবে কি করে গড় করে জিপিএ হিসেব করতে এটা আজকে জানতে পারবেন। 
আমি আগেই বলেছি জিপিএ এর হিসেব জানতে আপনাদের জানতে হবে কত নাম্বারে কত পয়েন্ট। নিচের ভিডিও থেকে দেখে নিন কত নাম্বারে কত পয়েন্ট। 
 
কত নাম্বারে কত পয়েন্ট নিচ থেকে দেখে নিন। 
নম্বর Grade Gp
80-100 A+ 5.00
70-78 A 4.00
60-69 A- 3.50
50-59 B 3.00
40-49 C 2.00
33-39 D 1.00
00-32 F 0.00

 

জেএসসি পরিক্ষা ছাড়া এসএসসি এবং এইসএসসি পরিক্ষায কোনো বিষয়ের নৈর্ব্যক্তিক,সৃজনশীল,ব্যাবহারিক

অংশে আলাদা আলদাভাবে পাশ না করলে ঐ
বিষয়ে যে নম্বরই পাও না কেন Grade হবে F এবং
GP হবে 0.00

 

চতুৃর্থ ‍বিষয় দিয়ে জিপিএ হিসেব করা হয় অনেক সময় আবার চতুর্থ বিষয় ছাড়াও জিপিএ হিসেব করা হয়। তবে আপনার চতুর্থ বিষয় দিয়েই  জিপিএ হিসেব করবেন। তবে চতুর্থ বিষয় নিয়ে জিপিএ হিসেব করলে একটা নিয়ম আছে। চতুর্থ তথা অপশনাল বিষয়ে যদি আপনার ৫ পয়েন্ট থাকে তাহলে আপনার এখান থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে মানে ৩ পয়েন্ট দিয়ে কাজ করতে হব। ২ পয়েন্ট চলে যাবে এমন অন্য একটা বিষয়ের মধ্য যেটায় আপনার ৩ পয়েন্ট এর কম পেয়েছেন।অন্য সব বিষয়ের জিপিএ যদি ৫ হয় তাহলে চতুর্থ বিষয় থেকে জিপিএ নেওয়া যাবেনা। 

আপনাদের জিপিএ ৩ পয়েন্ট না অবদি চতুর্থ সাবজেক্ট থেকে জিপিএ এড করতে পারবেন। তা আবার নির্ভর করবে চতুর্থ বিষয়ের জিপিএ এর উপর। 

জিপিএ হিসেব চতুর্থ বিষয় নিয়ে করা হয়। আপনাকে এসব জটিলতায় যেতে হবে না। আপনি নিচের দেওয়া লিংক থেকে সহজে জিপিএ হিসেব করতে পারবেন। আপনার কোন ধরনে জটিলতায় পরতে হবে। একটা টুল আপনার কমান্ট অনুযায়ি কাজ করে দিবে। কিভাবে এই ওয়েবসাইট থেকে জিপিএ বের করবেন তার জন্য নিচের ভিডিওটা দেখে নিন। 


জিপিএ বের করার ওয়েবসাইট নিচে:


ক্লিক করুন এবং জিপিএ বের করুন

জিপিএ বের কারার সাধারন নিয়ম:

১. আপনার সকল বিষয়ের পয়েন্ট যোগ করুন
২. এবার যোগফলকে মোট বিষয় দিয়ে ভাগ করুন। 
৩. যে ফল রেব হবে এটাই আপনার পয়েন্ট

কত পয়েন্ট এ কত গ্রেড দেখে নিন

নম্বর Grade Gp
A+ 5.00
A 4.00
A- 3.50
B 3.00
C 2.00
D 1.00
F 0.00

 
ধন্যবাদ সবাইকে । এভাবে আপনার জিপিএ বের করতে পারবেন। 

4 Comments on “জিপিএ কিভাবে বের করব? GPA বের করার পদ্ধতি”

  1. কেউ যদি এইচএসসি-তে প্রতি সাবজেক্টে A করে পায় তাহলে তার মোট ফলাফলা কিরুপ হবে? ধন্যবাদ

  2. D পেয়ে, ডিগ্রি ফর্ম ফিল করে পরিক্ষায় অনুপস্থিত ছিলাম এখন রেজাল্ট অনুপস্থিত, তাহলে GPA দেখব কিভাবে

Comments are closed.