বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তার মধ্য থেকে পড়াশুনার মান , বিগত দিনের রেজাল্ট, নিয়মকানুন এবং অর্জন এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের সামনে বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হল।
এর আগে আমরা লেখেছিলাম:
ঢাকার সেরা ১০ কলেজের নাম
10. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
Image by Wikipedia |
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৬ সালের ২৯শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। চার বছর মেয়াদী কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসা প্রশাসন দিয়ে শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি স্থাপত্য, ব্যবসা প্রশাসন, সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ল’, ম্যাথম্যাটিকস এবং ইংরেজি বিভাগে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান যার নাম এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন এই বিশ্ববিদ্যালয়টিকে আর্থিকভাবে সহযোগিতা করছে। এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হচ্ছে মানবিক ও সামাজিক উন্নয়ন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ক্যাম্পাস ৭৪/এ, গ্রীন রোড, ফার্মগেট (ফার্মগেট বাসস্ট্যান্ড সংলগ্ন), ঢাকা তে অবস্থিত। যা “ইউএপি সিটি ক্যাম্পাস” নামে পরিচিত। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ১০ স্থানে আছে।
নীতিবাক্য: “উৎকর্ষ সাধনে অঙ্গীকারবদ্ধ”
ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ১৯৯৬
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
শিক্ষায়তনিক কর্মকর্তা: ৩৬০+
শিক্ষার্থী: ৬০০০+
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: www.uap-bd.edu
৯. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
Image by Wikipedia |
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বাংলাদেশের অন্যতম একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। কাজী শাহেদ আহমেদ ২০০২ সালে এটি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সাল থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৯ম স্থানে আছে।
নীতিবাক্য: “A NEW VISION IN HIGHER EDUCATION”
ধরন: বেসরকারী, Coeducational
স্থাপিত: ২০০২
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক
ঠিকানা: হাউস ৫৬, রোড ৪/এ @ সাতমসজিদ রোড়, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গন: শহুরে
সংক্ষিপ্ত নাম: ইউল্যাব
অধিভুক্তি: University Grants Commission Bangladesh
ওয়েবসাইট: ulab.edu.bd
৮. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Image by Wikipedia |
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সংক্ষেপে ইউ আই ইউ) বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণার জন্য ১কোটি টাকার তহবিল ঘোষণা করেছে ২০১৬ সালে । অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান জুলাই, ২০১৮ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৮ম স্থানে আছে।
নীতিবাক্য: শ্রেষ্ঠত্বের জন্য অনুসন্ধান
ধরন: বেসরকারি বিশ্ববিদ্যালয়,
স্থাপিত: ২০০৩
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান
শিক্ষায়তনিক কর্মকর্তা: ৮১
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গন: ইউনাইটেড সিটি, মাদানি এভিনিউ, বাড্ডা, ঢাকা-১২১২,বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: UIU
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ওয়েবসাইট: http://www.uiu.ac.bd
৭. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Image by Wikipedia |
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২ অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৭ম স্থানে আছে।
নীতিবাক্য: একটি উচ্চতর শিক্ষার ভিত্তির প্রতিস্রুতি
ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ২০০২
চেয়ারম্যান: এম সবুর খান
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম
শিক্ষায়তনিক কর্মকর্তা : ৪৫০
শিক্ষার্থী: ১৫,০০০
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: DIU, ডিআইইউ
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: daffodilvarsity.edu.bd
৬. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
Image by Wikipedia |
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) (ইংরেজি: American International University-Bangladesh), বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি রাজধানী ঢাকার কুরিল এলাকায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। স্প্রিং সেমিস্টার ২০১১-২০১২ এর হিসাব অণুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে ১০০০০ এর বেশি ছাত্র/ছাত্রী পড়াশোনা করছেন। প্রধানত প্রকৌশল ও ব্যাবসায় শিক্ষা শাখায় মোট ৪টি অনুষদ থেকে স্নাতক এবং ষনাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৬ম স্থানে আছে।
নীতিবাক্য: যেখানে নেতারা তৈরি হয়
ধরন: বেসরকারি, সহশিক্ষা
স্থাপিত: ১৯৯৪
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: কারমেন জেড লামাগনা
শিক্ষায়তনিক কর্মকর্তা: ৩০৪ জন
শিক্ষার্থী: ১০,০০০ জন, ২০১৬-২০১৭ পর্যন্ত
ঠিকানা: কুরিল, ঢাকা, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: এআইইউবি
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: aiub.edu
৫. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Image by Wikipedia |
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠাকাল ১৯৯৫।
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সনে “বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২” অণুযায়ী প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা আহছানিয়া মিশন একটি অলাভজনক বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন যা ১৯৫৮ সালে খান বাহাদুর আহছানুল্লা প্রতিষ্ঠিত করেন। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস । স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা এবং ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অণুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ও অন্যান্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং পেশাদার সম্পর্ক রক্ষণাবেক্ষণ করে । এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৫ম স্থানে আছে।
ধরন: বেসরকারি
স্থাপিত: ১৯৯৫
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: মো: আমানুল্লাহ
ঠিকানা: ১৪১ – ১৪২, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা – ১২০৮, বাংলাদেশতেজগাঁও, ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গন: শহুরে
সংক্ষিপ্ত নাম: আবিপ্রবি/AUST
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: www.aust.edu
৪. ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
Image by Wikipedia |
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আই ইউ বি) (ইংরেজি: Independent University, Bangladesh) এর চট্টগ্রাম ক্যাম্পাস চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৯ সালে চট্টগ্রাম শহরের জামাল খান রোড এলাকায় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস রাজধানী ঢাকা শহরের বসুন্ধরায় এবং অপরটি বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত। বর্তমানে চট্টগ্রাম ক্যাম্পাসে প্রায় ৪,৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। প্রতি বছর ব্যবসায় ও প্রকৌশল বিভাগ থেকে প্রায় ২০০-২৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিগ্রী প্রদান করা হয়। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৪ম স্থানে আছে।
নীতিবাক্য: Teacheth Man That Which He Knew Not
ধরন: বেসরকারি, সহশিক্ষা
স্থাপিত: ১৯৯৯
আচার্য: মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: মোহাম্মদ ওমর এজাজ রহমান
শিক্ষার্থী: ৪,৫০০
ঠিকানা: মিনহাজ কমপ্লেক্স, ১২ জামাল খান রোড। এছাড়া নতুন দুটি ভবন (রোকসানা মঞ্জিল ১ ও ২)।, চট্টগ্রাম, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: আইইউবি
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: iub.edu.bd
৩. ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়
Image by Wikipedia |
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইংরেজি: East West University), সংক্ষেপে ইডাব্লিউইউ, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সনে “বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২” অণুযায়ী প্রতিষ্ঠিত হয়। ঢাকার মহাখালীতে ছয়টি আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল ভবনের সমন্বয়ে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমানে রামপুরার আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। বির্শিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রথম উপাচার্য। বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি ও ব্যবসা এবং কলা অণুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ৩ম স্থানে আছে।
নীতিবাক্য: “Excellence in Education”
ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ১৯৯৬
আচার্য: আব্দুল হামিদ, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপাচার্য: ড. এম. এম. শহীদুল হাসান
শিক্ষায়তনিক কর্মকর্তা: ১৮৯
শিক্ষার্থী: ৮১৬২
অবস্থান: ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: ইডাব্লিউইউ (EWU)
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: www.ewubd.edu
২. ব্র্যাক বিশ্ববিদ্যালয়
Image by Wikipedia |
ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ২০০১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে ফজলে হাসান আবেদের ব্র্যাক সংস্থার শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়।২০০১ সালে বাংলাদেশী সমাজকর্মী ফজলে হাসান আবেদ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ২য় স্থানে আছে।
নীতিবাক্য: উৎকর্ষের অনুপ্রেরণ
ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ২০০১
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক ভিনসেন্ট চ্যাং
ডিন: ৯
শিক্ষার্থী: ৮০০০
ঠিকানা: ৬৬ মহাখালী, ঢাকা, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: BRACU
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: bracu.ac.bd
১. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
Image by Wikipedia |
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারী বিশ্ববিদ্যালয় এটি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।এটা বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যাল এর মধ্য ১ম স্থানে আছে।
নীতিবাক্য: উচ্চ শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠত্ব
ধরন: বেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ১৯৯২
আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য: অধ্যাপক আতিক ইসলাম
শিক্ষায়তনিক কর্মকর্তা: ৯০৭
শিক্ষার্থী: ১৩৯৯০
স্নাতক: ১২০৬৮
স্নাতকোত্তর: ১৯২২
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম: NSU
অধিভুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: www.northsouth.edu
এক নজরে বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়
১. নর্থ সাউথ ইউনিভার্সিটি (স্কোর: ৭৭.১১)
২. ব্র্যাক ইউনিভার্সিটি (স্কোর: ৭৫.৬৩)
৩. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (স্কোর: ৭১.১৭)
৪. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (স্কোর: ৭০.২১)
৫. আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোর: ৬৮.০০)
৬. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (স্কোর: ৬৫.১৫)
৭. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (স্কোর: ৬৫.১৪)
৮. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (স্কোর: ৬৫.১২)
৯. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (স্কোর: ৬৩.৬৮)
১০. দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (স্কোর: ৬০.২৮)
যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই আর্টিকেলটির সকল তথ্য সংগ্রহ করা হয়েছে https://bn.wikipedia.org/ থেকে।