ঢাকা শহরের সেরা ১০ কলেজ ২০২০
জাদুর শহর ঢাকাতে অনেক কলেজ আছে। প্রতি বছর তারা দেশের সেরা রেজাল্ট করে। আবার অনেকে মনে করে এসব কলেজে পড়া মানে জীবন সেট হয়ে যাওয়া । আসেলে তা ঠিক, এসব কলেজ থেকেই বেড়িয়ে আসে দেশের সেরা সেরা সব মানুষ।এইস এস সি রেজাল্ট এবং বিগত দিনের পারফমেন্স বিশ্লেষন করে ঢাকার সেরা ১০ কলেজের নাম প্রকাশ করা হল। এর আগে আমরা লেখেছিলাম দেশের সেরা ১০ পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে।
তাহলে জেনে নিন ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে
১. রাজউক উত্তরা মডেল কলেজ
রাজউক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্থাপিত এই বিদ্যালয়টি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে।
রাজউকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় ১৯৯৪ সালে প্রায় সাড়ে ৪ একর জমির উপর রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজ স্থাপিত হয়। ১৯৯৪ সালের প্রথম দিকে প্রধান একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে কলেজ শাখার উদ্বোধন করেন। অবকাঠামোগত সুযোগ সুবিধার স্বল্পতার কারণে ১৯৯৫ সালে আরেকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ২০০১ সালে ক্যাম্পাসটি বর্তমান রূপধারণ করে। একটি শাখা (প্রভাতী) নিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ যাত্রা শুরু করে কিন্তু অধিক শিক্ষার্থীর চাপ সামলানোর জন্য সরকারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ২০০৩ সালে বিদ্যালয়টিতে দিবা শাখা চালু করা হয়।
|
Image by Wikipedia |
২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। কলেজটি মূলত স্কুল হিসেবে ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পপতি প্রয়াত গুল মোহাম্মাদ আদমজীর অর্থায়নে ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল “ইটন” ও “হ্যারো”-র আদর্শে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বে এ প্রতিষ্ঠানের শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি। সেই আলোকে কলেজটির প্রথম দু’জন অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষার মাধ্যম হয় বাংলা। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা – এই তিনটি হলো এর মূলমন্ত্র। ১৯৯৫ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে স্কুল শাখা থেকে আলাদা করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে।
১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন পাকিস্তানের অন্যতম ব্যবসায়ী গুল মোহাম্মাদ আদমজী। বিশিষ্ট স্থপতি থারিয়ানির নকশায় ভবনটি নির্মাণ করেন ওমর এন্ড সন্স লিমিটেড। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং সেনাবাহিনীর তৎকালীন ইস্টার্ন কমান্ডের জিওসিকে প্রধান করে একটি শক্তিশালী বোর্ড অফ গভর্নরস গঠন করা হয়। ব্রিটিশ পাবলিক স্কুলের মান অনুসারে এই স্কুলটির কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর এখানে বাংলা মাধ্যম চালু হয়।
|
Image by Wikipedia |
৩. ন্যাশনাল আইডিয়াল কলেজ
ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও থানায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান। এটি ২০১১ সালে আইডিয়াল ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল
এই কলেজ বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষা প্রদান করে। ক্লাস আবাসিক ভবনের মধ্যে নেয়া হয়। খিলগাঁও-এ কলেজের বিভিন্ন ভবন রয়েছে। কলেজটি ২০০৩ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে
কিন্তু, এইচএসসি পরীক্ষায় কলেজের সাফল্য সত্ত্বেও, অভ্যন্তরীণ পরীক্ষায় ক্রমাগত খারাপ ফলাফলের কারণে একাডেমিক বছরগুলিতে শিক্ষার্থীদের সাস্পেন্ড করার জন্য এর সমালোচনা করা হয়।
|
Image by Wikipedia |
৪. ভিকারুননিসা নূন কলেজ
ভিকারুননিসা নুন স্কুল ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তার নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।
স্কুলটির নামের উৎস জন্মসূত্রে অস্ট্রিয়ান মহিলা ভিকারুননিসা নুন। ১৯৪৫ সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সূত্রে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পূর্ববর্তী নাম ভিক্টোরিয়া পরিবর্তন করে ভিকারুননিসা নুন নাম গ্রহণ করেছিলেন। নুন পরিবার সামাজিক উন্নয়নে বিভিন্ন ভাবে তাদের অবদানের অংশ হিসেবে ১৯৫১ সালে শুধুমাত্র মেয়েদের জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুলটি প্রতিষ্ঠার সমসাময়িক সময়ে শিক্ষা বিস্তার ও প্রসারে অবদান হিসেবে নুন পরিবার একটি তহবিল গঠন করেন যা থেকে উচ্চশিক্ষা লাভে আগ্রহী তৎকালীন পাকিস্তানি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সমূহে গমনের জন্য বৃত্তিসহ প্রয়োজনীয় সহায়তা দান করা হত। অবশ্য এই তহবিল ভিকারুননিসা নুন স্কুলের সাথে সম্পৃক্ত ছিলনা।
|
Image by Wikipedia |
৫. নটর ডেম কলেজ
নটর ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। হলি ক্রস সংঘের খ্রিস্টান ধর্মযাজকদের দ্বারা নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৯ খ্রিষ্টাব্দে কলেজটির ৭০ বছর পূর্ণ হয়েছে। বর্তমানে এটি কমলাপুর রেলস্টেশনের কাছাকাছি মতিঝিল-আরামবাগে অবস্থিত।
১৯৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে পরিচিত ছিল, যা ছিল সেন্ট গ্রেগরিজ স্কুলের পরিবর্ধন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে এটি আরামবাগে স্থানান্তর করা হয়। তখন এটির নামকরণ করা হয় নটর ডেম কলেজ।
কলেজটি প্রথমে কলা ও বাণিজ্য বিষয়ে পড়ালেখা চালু করলেও পরবর্তীতে ১৯৫৫ খ্রিষ্টাব্দে বি.এ এবং ১৯৬০ খ্রিষ্টাব্দে বি.এস.সি চালু করে। ১৯৫০ খ্রিষ্টাব্দে নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ১৯৫৯ খ্রিষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহে নজরকাড়া সাফল্য অর্জন করে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এটি দেশের প্রথম সারির কলেজের মধ্যে পরিগণিত হয়।
|
Image by Wikipedia |
৬. সামসুল হক খান স্কুল এন্ড কলেজ
এই কলেজটি “সামসুল হক খান কলেজ” নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি দেশের অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ঢাকা শহর সংলগ্ন ডেমরার একটি শিক্ষাঙ্গন। বাংলাদেশের মানচিত্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান হয়তো একটি বিন্দুর মত। হোক বিন্দু, বিন্দুও সিন্ধু হয় যদি তার থাকে গতি। একটি মহৎ শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষণীয় ইতিহাস, তা প্রভাবিত করে প্রতিবেশ, সমাজ, স্বদেশ, নির্মান করে সুস্থ, শৃঙ্খল সাংস্কৃতিক পরিমন্ডল। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে কোন বিশেষ স্থানের পরিবেশ। তার সদম্ভ পথচলা অনুপ্রাণিত করে সে অঞ্চলের সচেতন শ্রেণিকে হীরকোজ্জ্বল স্বপ্ন দেখতে। তাই কোন বড় মাপের বিদ্যাঙ্গনের ভৌগোলিক মূল্য নয়, গ্রাহ্য তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য। কোন বিশেষ প্রতিষ্ঠানের ইতিহাস মানে কোন সমাজের হয়ে ওঠার ইতিহাস, তারুণ্য ও বুদ্ধি প্রকৌশল সৃষ্টির ইতিহাস।
|
Image by Wikipedia |
৭. মাইলস্টোন কলেজ
মাইলস্টোন কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরার অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি একটি কলেজিয়েট স্কুল। মাইলস্টোন প্রথমে কিন্ডারগার্টেন থেকে জুনিয়র স্কুল, তারপর মাধ্যমিক স্কুলে একটি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান, এখন বাংলাদেশ একটি নেতৃস্থানীয় কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে।
|
Image by Wikipedia |
৮. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
- প্রতিষ্ঠাকাল: ২০১০
- প্রতিষ্ঠাতা: ড. মাহবুবুর রহমান মোল্লা
- চেয়ারম্যান: ড. মাহবুবুর রহমান মোল্লা
- কলেজ কোড: ১১৮০
- অধ্যক্ষ: মো: ওবায়দুল্লাহ নয়ন
- প্রতিষ্ঠানের ধরণ: প্রাইভেট কলেজ
- লিঙ্গ: সহশিক্ষা
- শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
- যোগাযোগ: ডেমরা রোড, কলেজ গেট, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা। ফোন: +88 01749-108525
৯. কিংস কলেজ
- প্রতিষ্ঠাকাল: ২০০৯
- প্রতিষ্ঠাতা: লায়ন এম.কে. বাশার পিএমজেএফ
- অধ্যক্ষ: লায়ন এম.কে. বাশার পিএমজেএফ
- প্রতিষ্ঠানের ধরণ: প্রাইভেট কলেজ
- লিঙ্গ: সহশিক্ষা
- শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ড
- যোগাযোগ: পলওয়েল কার্নেশন, বাড়ি-৯/বি, সেক্টর-৮, উত্তরা, ঢাকা। ফোন: +880 1720 557178
১০ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (বিএসবি) ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। Education for peace,self-reliance & global opportunity (শান্তির জন্য শিক্ষা, আত্মনির্ভরশীলতা ও বৈশ্বিক সুযোগ) এ শ্লোগান নিয়ে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি।শিক্ষার মান উন্নয়ন ও সুশিক্ষায় শিক্ষিতকরণের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
|
Image by Wikipedia |
এক নজরে ঢাকার সেরা ১০ কলেজ
১. রাজউক উত্তরা মডেল কলেজ
২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
৩. ন্যাশনাল আইডিয়াল কলেজ
৪. ভিকারুননিসা নূন কলেজ
৫. নটর ডেম কলেজ
৬. সামসুল হক খান স্কুল এন্ড কলেজ
৭. মাইলস্টোন কলেজ
৮. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
৯. কিংস কলেজ
১০. ক্যামব্রিয়ান কলেজ