ভালো ভালো মিষ্টি প্রেমের ছন্দ, কবিতা, এস এম এস এবং স্ট্যাটাস পেতে এই পোস্ট টি দেখুন। যেখানে প্রেম আছে সেখানে ছন্দ আছে, কবিতা আছে। কারণ ছন্দ ছাড়া প্রেম যে অসম্পূর্ণ। প্রেম হচ্ছে ছন্দের মতো আর ভালোবাসা হচ্ছে ফুলের মতো। চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত, সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত। ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত, কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত। তো আজকের পোস্টে আপনাদের জন্য আপনাদের ভালোবাসাকে ছন্দের মতো সাজানোর জন্য সেরা কিছু ছন্দ নিয়ে এসেছি।
আপনারা অনেকে হয়তো ছন্দঃ, কবিতা পড়তে অনেক ভালোবাসেন। আর আপনারা কেউ কেউ আপনাদের প্রিয় মানুষের কাছে মিষ্টি প্রেমের ছন্দ পড়ে শুনাতে চান। এজন্য খুঁজাখুঁজি করেন। তো এই পোস্টে আপনারা পেয়ে যাচ্ছেন মিষ্টি প্রেমের ছন্দ, কবিতা, এস এম এস এবং স্ট্যাটাস যা আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনার প্রেমের জীবন কে আরও রাঙ্গাতে আজকের পোস্টেদেওয়া এই ছন্দঃ, কবিতা এবং এস এস এম গুলো আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।
মিষ্টি প্রেমের ছন্দ
যারা ছন্দের ভাষা বুঝতে পারে তারা ছন্দ কে খুব ভালোবাসে। কারণ ছন্দের মাধ্যমে আবেগ প্রবণতা প্রকাশ পায়। ছন্দের মাধ্যমে ভালোবাসার সৌন্দর্য ফুটে উঠে। তাই আপনাদের ভালোবাসাকে ফুটিয়ে তুলার জন্য এখানে ভালো কিছু মিষ্টি প্রেমের ছন্দ শেয়ার করেছি। আপনারা চাইলে এই ছন্দ গুলো পড়েনিতে পারেন অথবা আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো ছন্দ গুলো পেতে নিচের দিকে খেয়াল করুন।
মাঝে মাঝে হারিয়ে যাব বলে,
হারিয়ে যাওয়া আর হয় না,
মাঝে মাঝে ভালোবাসি বলবো তোমায়,
কিন্তু আর বলা হয় না,
মাঝে মাঝে বলি কল্পনার সাগরে ভেসে যাব,
তোমার ঐ হৃদয় সাগরে তো আর যেতে পারি না,
‘তোমায় অনেক ভালোবাসি’ এটাই বলতে পারি না____
তোমার ভালবাসা মন, খোঁজে সারাক্ষণ
মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন
শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা
তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা____
তোমার মনের আকাশ ভারী হলে এসো আমার কাছে,
আলতো করে ছুঁয়ে তোমায় নিব জরিয়ে ভালবেসে,
রাখবো তোমায় সারা জীবন সুখে দুখে আমারে ‘ই’ পাশে,
রাতে চাঁদ দিনে আমরা তাকিয়ে থাকবো ওই নীল আকাশে_____
যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ।
যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা।
আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে!
সেটাই হল প্রকৃত ভালবাসা_____
তোমার প্রতিটা মুহূর্ত আমি,
রেখে দিয়েছি স্মৃতির পাতায়,
তোমার সেই কথাগুলো এখন ও,
রয়ে গেছে মনের কোনায়,
একটি বার কাছে এসে দেখে যাও না,
তোমার জন্য ভালোবাসা কখনই কমবে না______
পৃথিবীর সব ভালোবাসা দেবো,
তোমাকে যদি তুমি আমার হও,
ও প্রিয় যে জেনে নিই,
কাছে তুমি আছো শুধু
যখন তুমি থাকো না,
সব লাগে মরু ভুমি_____
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,
এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত
আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ____
সেরা মিষ্টি প্রেমের ছন্দ
.যখন তুমি বৃষ্টি ভেজা পায়ে,
আমার সামনে আসো,
আকাশ টা ও তখন,
তার বুকে জল ছবি আঁকে,
যখন তুমি আমার সামনে এসে,
একটু খানি মুচকি হাসো,
তখন স্বপ্নের আকাশের পাখি রা,
তাদের ডানা মেলে দেয়।______
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।
স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ।
একটা সুন্দর মনের দেখা পাবো বলে
অপেক্ষাই আছি সারাক্ষণ____
চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা
আমায় ছেড়ে যেন দুরে যেওনা
আছ তুমি আমার হৃদয়ের
একদম গহীন বনে
তোমায় ছাড়া আমি
বাচতে পারবনা এই ভুবনে_____
দিনের যেমন সূর্য প্রয়োজন
রাতের প্রয়োজন তাই চাঁদ,
তোমার জন্যেই আছি আমি
আমি তোমাকে ভালোবাসি।____
ভালোবাসলে বিয়ে করবো
রাগ করলে কিস করবো
কাছে থাকলে আদর করবো
দূরে থাকলে মিস করবো____
পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে,
সে হলো প্রতিদান পাওয়ার আশা না করে ভালোবেসে যাওয়া___
.অনেক বেশি ভালোবাসি
কোন নিয়মে তোমায় আমি,
সে টা আর জানি না আমি,
আমি শুধু এটুকু জানি,
তোমায় অনেক ভালোবাসি______
দেবো তোমায় লাল গোলাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ
বলবো খুলে আমার কথা,
মনে আছে যত ব্যাথা
বলবো তোমায় ভালোবাসি
থাকবো দুজন পাশাপাশি______
জোনাকি জলে গভীর রাতে,
কথা বলি হাওয়ার সাথে।
চাঁদকে বলি চুপটি করে,
গিয়ে তুমি বল তারে,
সে যেন ভালবাসে মোরে____
প্রেম মানে ছলনা,
ইউ মোরে ভুলনা
ইট ইজ মাই কামনা_____
কতো সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি
সুন্দর তোমার মন ভালোবেসে হারাব দুজন
মায়াবী তোমার আখি দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি আমি তোমায় ভালোবাসি_____
হৃদয়ের ভাষা বোঝা অনেক বড় দায়,
ভুল করে অনেকে প্রেমে পড়ে যায়,
যদিও এটা এ কথা কোনো মিথ্যা নয়,
ভালো লাগা শেষে ভালোবাসা হয়,
তবুও ভালোবাসা ভালো লাগা কোনদিন এক নয়_____
ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে
মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে..
বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে
আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে___
মিষ্টি প্রেমের কবিতা
প্রেমের কবিতা নিয়ে অনেক কবিতা রয়েছে। আজকের পোস্টে আপনারা মিষ্টি প্রেমের কবিতা পড়তে পারবেন। অনেক কবি তাদের ভালোবাসার মানুষদের নিয়ে কবিতা লিখছেন। আপনাদের জন্য তাদের দেওয়া সেই কবিতা গুলো আজকের পোস্টে দিয়েছি। আশা করছি এই কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। কবিতা গুলো পড়তে চাইলে নিচের দিকে চলে যান।
যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই ।
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই_____
দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া_____
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস ।
জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।
খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে ,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে ।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!
এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে______-
দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।___
প্রেমের এস এম এস
আপনারা সবাই আপনারদের ভালোবাসার মানুষদের সাথে এস এম এস করে থাকেন। কিন্তু তাদের কাছে মিষ্টি প্রেমের এস এম এস গুলো পাঠাতে পারেন না। তাই এখানে আপনাদের জন্য ভালোবাসার মিষ্টি প্রেমের কিছু এস এম এস দিয়েছি। এই এস এম এস গুলো আপনাদের প্রিয় মানুষের কাছে পাঠাতে পারবেন। তো এই এস এম এস গুলো আপনাদের ভালোবাসার মানুষ কে পাঠাতে চাইলে নিচে থেকে কপি করেনিন।
ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল___
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে
অনুভব করা যায় না___
আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ___
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই সংগ্রহে দিবো
আনলিমিটেড ভালোবাসা____
তোমার রুপের জেল্লায় আমি
পাগল যে হয়েছি,
প্রেমের লাগি তখন থেকেই
কাঙাল আমি হয়েছি ____
ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে_____
পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি____
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নাম___
প্রেমের ফেসবুক স্ট্যাটাস
আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুকে বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকি। তাই এখানে আপনাদের জন্য কিছু প্রেমের ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে দিয়েছি। এই স্ট্যাটাস গুলো আপনারা ফেসবুকে শেয়ার করতে পারবেন। স্ট্যাটাস গুলো নিচে থেকে সংগ্রহ করেনিন।
হাত ধরে বলেছিরেতুমি চিঠি দিও প্রিয় মোরে
তাই লিখে যাই সুরে সুরে তুমি আজ কত দুরে_____
সোনার গাছে রুপার পাতা ভুলিও না আমার কথা টাকা পয়সা কয়েক দিন ভালোবাসা থাকবে চিরদিন____
ভালোবাসা হতো যদি পাহাড়ের মত উঁচু আর সেখান থেকে যদি তুমি আমাকে, তা জয় করে আনতে বলতে তবুও
আমি সেখান থেকে তা জয় করে আনতাম তোমায় ছাড়া বাছবনা সোনা প্লিজ ফিরিয়ে দিও না আমার দুটি হাত____
পৃথিবীতে মানুষ স্নেহ, মায়া, মমতা, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বেচে থাকে____
সন্ধ্যে বেলায় তুলসী তলায় প্রদীপ যখন জ্বালো,
দূর থেকে চেয়ে দেখি শুধু তোমার রূপের আলো____
প্রেম অর্থ ছোট ঘর বা জলন্ত সিগোরেট তোমার ভালোবাসায় আমি টারগেট____
ঘরের পিছরে খেঁজুর গাছ চিকুন চিকুন পাতা,
তোমার কথা মনে পড়লে বুকে করে ব্যথা_____
দিন গুলি আশায় আশায় রাত যে কাটে না মনোহরা ভ্রমরা হয়ে পাশে এসো না___
আরও জানুনঃ ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস
শেষ কথা
আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে মিষ্টি প্রেমের ছন্দ, কবিতা, এস এম এস এবং ফেসবুক স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও উক্তি, স্ট্যাটাস, বাণী ও শিক্ষামূলক যেকোনো ধরনের পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা বোর্ডের শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের আপডেট নিউজ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
See More:
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক স্ট্যাটাস এবং উক্তি
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন এবং মনিষীদের উক্তি
এয়ারটেল এসএমএস প্যাক ২০২২ এবং কেনার নিয়ম