শবে বরাত নামাজের নিয়ম ও নিয়ত

শবে বরাত নামাজের নিয়ম

২০২৪ সালের শবে বরাত ২৫ ফেব্রুয়ারি, রবিবার পালিত হবে। তবে, মনে রাখবেন যে ইসলামী ক্যালেন্ডার চাঁদ দেখার উপর নির্ভর করে, তাই তারিখটি পরিবর্তিত হতে পারে। সরকারিভাবে ২৬ ফেব্রুয়ারি, সোমবার শবে বরাতের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এই রাতে বিভিন্ন ধরনের আমল করা হয়। এর মধ্যে একটি হচ্ছে শবে বরাত এর নামাজ। এই নামাজের জন্য আলাদা নিয়ত রয়েছে। শবে বরাতের নামাজ ২ রাকাত করে পড়তে হবে। শবে বরাত নামাজের নিয়ম ও নিয়ত জেনে নেওয়া যাক।

শবে বরাত নামাজের নিয়ম

শবে বরাত একটি বিশেষ রাত। এই রাতে নামাজ, দোয়া, তেলাওয়াত, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ও সন্তুষ্টি লাভের চেষ্টা করা উচিত। শবে বরাতের নামাজ আলাদা কোন নামাজ নয়, বরং এটি একটি নফল ইবাদত। রমজানের পূর্বাভ্যাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শাবান মাসের মাঝামাঝি এই রাতটি বিশেষভাবে পালন করা হয়। অনেকে শাবান মাসে দিনের বেলায় রোজাও রাখেন।  শবে বরাতের নামাজ আদায় করা সুন্নত, ফরজ নয়।

নামাজের নিয়ম:

রাকাত: আপনার ইচ্ছা অনুযায়ী দুই রাকাত করে নামাজ পড়তে পারেন।
নিয়ত: “নَوَيْتُ أَنْ أُصَلِّيَ رَكْعَتَيْنِ نَافِلَةً لَيْلَةِ الْبَرَاةِ تَقَرُّبًا إِلَى اللَّهِ تَعَالَى” এই নিয়ত পড়ে নামাজ শুরু করুন।
প্রতি রাকাতে সুরা: সূরা ফাতেহা ও আপনার পছন্দের যেকোনো সূরা পড়বেন।
রুকু ও সিজদা: অন্য নামাজের মতো রুকু ও সিজদা করুন।

শবে বরাতের নামাজ কত রাকাত

পবিত্র শবে বরাতের রাতে প্রায় সকল মুসলমানগণ মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের আশায় ইবাদত বন্দেগি করে থাকেন। অনেকেই পবিত্র এই রাতে নামাজ আদায় করে থাকে। অনেকের মনে প্রশ্ন পবিত্র শবে বরাতের নামাজ কত রাকাত ও কি কি। বলতে গেলে শবে বরাতের নির্দিষ্ট কোন নামাজ নেই। অনেক মুসল্লিগন নফল ইবাদতের মাধ্যমে এই রাত পালন করে থাকে। সুতরাং পবিত্র শবে বরাতের রাতে নফল নামাজের মাধ্যমে পালন করা যায়।

আপনি ইচ্ছা করলে সারারাত নফল নামাজের মাধ্যমে এই রাত কাটিয়ে দিতে পারেন। এজন্য এই নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই। আপনি চাইলে দুই রাকাত, চার রাকাত, আট রাকাত বা ১২ রাকাত নামাজ আদায় করতে পারেন।  এই রকম আরও ১০০ বা ২০০ অথবা যত খুশি তত রাকাত পড়া যাবে। তবে ৮ থেকে ১২ রাকাতের নিচে না পরাই ভালো।

শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়?

পবিত্র শবে বরাতের রাতে নফল ইবাদত বন্দেগি করা সকল মুসলমানদের জন্য কর্তব্য। অনেক মুসল্লীগণ ইন্টারনেটে শবে বরাতের নফল নামাজের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছে। এই নামাজ কিভাবে পড়তে হবে তা জানতে হলে নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন। এছাড়াও উপরের অংশে ইতিমধ্যেই শবে বরাতের বিভিন্ন রাকাতের নামাজ কিভাবে আদায় করতে হয় তা দেখানো হয়েছে।

  1. প্রথমে ওযু করে কিবলামুখী হয়ে দাড়াতে হবে।
  2. পবিত্র শবে বরাতের দুই রাকাত নফল নামাজের জন্য নিয়ত করতে হবে।
  3. নিয়ত করে আল্লাহু আকবার বলে সানা, সূরা ফাতিহা এবং এর সাথে সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরছি বা সুরা তাকাসুর ইত্যাদি নিয়ে পড়তে হবে।
  4. এরপর অন্যান্য নফল নামাজের মত রুকু এবং সিজদা করতে হবে।
  5. এরপর আবার উঠে দাঁড়িয়ে ১ম রাকাতের মতো দ্বিতীয় রাকাত নামাজ পড়তে হবে।
  6. দ্বিতীয় রাকাতে সিজদা দেয়ার পর আত্তাহিয়াতু, দুরুদ শরীফ এবং মা- সূরা দোয়া সমূহ পাঠ করতে হবে।
  7. এই দোয়া গুলো পাঠ করার পর সালাম ফিরাতে হবে।
  8. এরপর মোনাজাত করতে হবে।

শেষ কথা

নামাজের শুরুতে পবিত্রতা অর্জন করতে হবে। সবচেয়ে ভালো হবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করলে। এরপর নামাজের সঠিক নিয়ত টি পড়বেন। তারপর অন্যান্য নামাজের মতো দুই রাকাত করে নামাজ পড়বেন। আশা করছি শবে বরাত নামাজের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। একই নিয়মে মেয়েদের কেও নামাজ পড়তে হবে। নামাজের নিয়তও মেয়েদের জন্য একই।

আরও দেখুনঃ

শবে বরাত কত তারিখে ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *