পল্লিসাহিত্য MCQ প্রশ্ন ও উত্তর এস এস সি বাংলা ১ম পত্র PDF

পল্লিসাহিত্য MCQ

পল্লিসাহিত্য mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। সকল বোর্ড প্রশ্নের উত্তর গুলো এখানে দেওয়া আছে।পল্লিগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল,পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে।

পল্লির ঘাটে মাঠে, পল্লির আলোবাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু- সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। পল্লিসাহিত্য MCQ নিচে থেকে দেখেনিন।

পল্লিসাহিত্য MCQ

এখানে পল্লিসাহিত্য MCQ গুলো দেওয়া আছে। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে বোর্ড প্রশ্ন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। আমার দেওয়া এই MCQ গুলো মূল্য বইয়ে দেওয়া নেই। তাই আপনারা প্রশ্ন গুলো সংগ্রহ করেনিন।

১. “দিনের মেঘে ধান রাতের মেঘে বান।” উদ্ধৃতাংশের সাথে ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের কোনটির সাদৃশ্য রয়েছে?
ক) প্রবাদ বাক্য
খ) ডাক
গ) ছড়া সাহিত্য
ঘ) খনার বচন

উত্তরঃ ঘ

২. মুহম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে ডিগ্রি লাভ করেন?
ক) সংস্কৃতে বিএ
খ) তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ
গ) ভাষাতত্ত্বে এমএ এবং ডি.লিট
ঘ) সংস্কৃতে এম.এ

উত্তরঃ খ

৩. রোর্মঁ রােলাঁ কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ৩০ শে সেপ্টেম্বর
খ) ৩০ শে আগস্ট
গ) ৩০ শে ডিসেম্বর
ঘ) ৩০ শে জুন

উত্তরঃ গ

৪. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন”– প্রবাদটির মূলভাবের প্রতিফলন আছে কোন চরণে?
ক) সংসার সমরাঙ্গনে, যুদ্ধ কর দৃঢ়পণে
খ) কর যুদ বীর্যবান, যার যাবে যাক প্রাণ
গ) সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা
ঘ) করাে না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন

উত্তরঃ খ

৫. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক কোন বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন?
ক) পল্লিসাহিত্য উপকরণ সংরক্ষণ
খ) আঞ্চলিক সংস্কৃতি
গ) আঞ্চলিক ভাষা
ঘ)  ভাষার প্রয়ােগের নিয়ম

উত্তরঃ ক

৬.কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস— ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধ অনুসারণে উদ্দীপকটি কোন ধরনের?
ক) প্রবাদ-প্রবচন
খ) খনার বচন
গ) ডাকের কথা
ঘ) খেলাধুলার বাঁধা গৎ

উত্তরঃ ক

৭. ‘নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার’— পল্লিসাহিত্যের ভবিষ্যৎ সম্পর্কে লেখকের এ হতাশা কিভাবে দূর হতে পারে?
ক) জনসাধারণকে সচেতন করে
খ) সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ) পল্লিসাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দিলে
ঘ) ফোকলোর সোসাইটি স্থাপন করে

উত্তরঃ গ

৮. বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে কে তুলে ধরেন?
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) দীনেশচন্দ্র সেন
গ) চন্দ্রকুমার
ঘ) মনসুর বয়াতি

উত্তরঃ খ

৯. খনার বচন কোন শতকে রচিত?
ক) অষ্টম থেকে দশম
খ) অষ্টম থেকে দ্বাদশ
গ) দশম থেকে একাদশ
ঘ) দশম থেকে ত্রয়ােদশ

উত্তরঃ খ

১০. ‘মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন?
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) রোমাঁ রোলাঁ
গ) প্রমথ চৌধুরী
ঘ) ডক্টর দীনেশচন্দ্র সেন

উত্তরঃ ঘ

১১. পল্লীর উপকথায় কী রয়েছে?
ক) সাংস্কৃতিক আবেদন
খ) ধর্মীয় আবেদন
গ) সামাজিক আবেদন।
ঘ) শৈল্পিক আবেদন

উত্তরঃ গ

১২. মুহম্মদ শহীদুল্লাহ অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি?
ক) বাংলা ভাষার ইতিবৃত্ত
খ) বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)
গ) বাংলা ভাষার ব্যাকরণ
ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

উত্তরঃ ঘ

১৩. পল্লী গানের কদর নেই কেন?
ক) পল্লী গানে আধুনিকতার ছোঁয়া নেই
খ) প্রেম, আনন্দ ও সৌন্দর্যের অভাব
গ) কেবল তত্ত্বকথা ওতপ্রোতভাবে জড়ানো
ঘ) শহুরে গানের প্রভাবে তা বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে বিকায় না

উত্তরঃ ঘ

১৪. আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার কত আনা নাগরিক সাহিত্য?
ক) আট আনা
খ) বারো আনা
গ) চৌদ্দ আনা
ঘ) পনেরো আনা

উত্তরঃ ঘ

১৫.  কোন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে মুহম্মদ শহীদুল্লাহ অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন?
ক) প্রাচীন ভাষা ও সাহিত্য
খ) প্রাচীন ও মধ্যযুগীয় ভাষা
গ) বাংলা ও সংস্কৃত ভাষা ও সাহিত্য
ঘ) সংস্কৃত ভাষা ও সাহিত্য

উত্তরঃ ক

১৬.  মুহম্মদ শহীদুল্লাহর কত সালে জীবনাবসান ঘটে?
ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫৯ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৭৯ সালে

উত্তরঃ গ

১৭. পল্লী গ্রামে গায়কের অভাব কিভাবে পূরণ হচ্ছে?
ক) পাখির কলগানে
খ) নদীর কুল কুল ধ্বনিতে
গ) পাতার মর্মর শব্দে
ঘ) শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলাতে

উত্তরঃ ক

১৮. কার গােয়ালে, কে দেয় ধুয়াে’- এটি আসলে কী?
ক) প্রবাদবাক্য
খ।) প্রবচন
গ) খনার বচন
ঘ) বাগধারা

উত্তরঃ ক

১৯. রাের্মঁ রােলাঁ কোন দেশের নাগরিক?
ক) জার্মানির
খ) ইতালির
গ) ফ্রান্সের
ঘ) হংকংয়ের

উত্তরঃ গ

২০. যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল কোথায় সঞ্চিত হয়ে আছে?
ক) রূপকথা-উপকথায়
খ) ছড়া, খেলাধুলার বাঁধা গৎ-এ
গ) প্রবাদ বাক্য, ডাক ও খনার বচনে
ঘ) পল্লী গানে

উত্তরঃ গ

২১. প্রকৃতি দেশের আলাে, বাতাসের মতাে সকলেরই সাধারণ সম্পত্তি।’- সকলেরই সাধারণ সম্পত্তিগুলাে কী কী?
ক) রূপকথা
খ)  ইতিহাস
গ)  ধর্মগাথা
ঘ) নাগরিক সাহিত্য

উত্তরঃ ক

পল্লিসাহিত্য বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

২২. ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?’- মুহম্মদ শহীদুল্লাহর এ হতাশা দূর হতে পারে কীভাবে?
ক) স্বেচ্ছাসেবক দল গঠন করে।
খ। সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ। ফোকলাের সােসাইটি স্থাপন করে
ঘ। জনসাধারণকে সচেতন করে,

উত্তরঃ গ

২৩. আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ এত ডাকি তবু কথা কও না কেন বউ? ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধ অনুসরণে উদ্দীপকটি কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) পল্লী গান
খ) ডাকের কথা
গ) ঘুম পাড়ানি গান
ঘ) খোকা-খুকির ছাড়া

উত্তরঃ ঘ

২৪. উক্ত সাদৃশ্যে ফুটে উঠেছে—
i. তত্ত্বজ্ঞান
ii. প্রাণের সরসতা
iii. দুঃখ-দৈন্য

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii

উত্তরঃ খ

২৫. ‘মৈমনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?
ক) উইলিয়াম থমস
খ) ড. দীনেশচন্দ্র সেন
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) রােমা রােলা

উত্তরঃ ঘ

২৬.‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) মনসুর বয়াতি
}গ) উইলিয়াম থমস
ঘ) চার্লস ল্যাম্ব

উত্তরঃ গ

২৭. ‘পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী’র একাদশ অধিবেশনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কত সালে সভাপতিত্ব করেন?
ক) ১৯১৮ সালে
খ) ১৯২৮ সালে
গ) ১৯৩৮ সালে
ঘ) ১৯৪৮ সালে

উত্তরঃ ঘ

২৮. ‘বেহুলা’ কার রচিত মৌলিক গ্রন্থ?
ক) দক্ষিণারঞ্জন মিত্র
খ) রোমাঁ রােলাঁ
গ) মনসুর বয়াতি
ঘ) দীনেশচন্দ্র সেন

উত্তরঃ ঘ

২৯. প্রবাদ বাক্যে কী থাকে?
ক) যুগের দর্শনের পরিপক্ক ফল
খ) ইতিহাসের অসত্য
গ) যুগের ভূয়ােদর্শনের পরিপক্বফল
ঘ) লোকশ্রুতি

উত্তরঃ গ

৩০. পল্লিসাহিত্য রচনার মূল লক্ষ্য কী?
ক) লােক সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার
খ) লােক সংস্কৃতির পরিচয় তুলে ধরা
গ) পল্পির বৈচিত্র্য বিশেষভাবে তুলে ধরা
ঘ) পল্লি ও শহুরে সাহিত্যে পার্থক্য নির্ণয়

উত্তরঃ ক

৩১. কে প্রথম বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন?
ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ) ডক্টর দীনেশচন্দ্র সেন
গ) চন্দ্রকুমার দে
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

উত্তরঃ খ

পল্লিসাহিত্য প্রবন্ধের MCQ প্রশ্ন

৩২. শেকসপিয়ারের নাটকগুলো সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেন কে?
ক) রোমাঁ রলাঁ
খ) মনসুর বয়াতি
গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ) চার্লস ল্যাম্ব

উত্তরঃ ঘ

৩৩. আরব্য উপন্যাসের সবচেয়ে চিত্তাকর্ষক গল্পের নাম কী?
ক) আলিবাবা ও চল্লিশ দস্যু
খ) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
গ) একদিনের বাদশাহ
ঘ) সিন্দাবাদের বাণিজ্য যাত্রা

উত্তরঃ খ

৩৪. নিচের কোনটি অভিভাষণ?
ক) বই পড়া
খ)  শিক্ষা ও মনুষ্যত্ব
গ) সাহিত্যের রূপ ও রীতি
ঘ) পল্পি-সাহিত্য

উত্তরঃ ঘ

৩৫. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ হিসেবে গৃহীত কোনটি?
ক) উপকথা
খ) খনার বচন
গ) লোকসংগীত
ঘ) প্রবচন

উত্তরঃ ক

৩৬. আলাউদ্দিনের ‘আশ্চর্য প্রদীপ’ গল্পটির ঘটনাস্থল কোথায়?
ক) কম্বােডিয়া
খ) আরব দেশ
গ) ভারত
ঘ) চীন

উত্তরঃ ঘ

৩৭. পল্লিসাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত প্রয়োজন—
i. পল্লীর সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য
ii. বাংলার মুসলমানদের সাহিত্য সম্পদের সমৃদ্ধি তুলে ধরার জন্য
iii. বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের জন্য

৩৮.যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ— ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধ অনুসরণে উদ্দীপকটি কোন ধরনের?
ক) প্রবাদ বাক্য
খ) খনার বচন
গ) খেলাধুলার বাঁধা গৎ
ঘ) ডাকের কথা

উত্তরঃ খ

৩৯.পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনগুলোকে ‘অমূল্য রত্নবিশেষ’ বলা হয়েছে?
ক) ঘুম পাড়ানি গান
খ) খোকা-খুকির ছড়া
গ) পল্লী গান
ঘ) প্রবাদ প্রবচন

উত্তরঃ গ

পল্লিসাহিত্য  জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। পল্লিসাহিত্য প্রবন্ধে লেখকের মতে শহুরে সাহিত্য কয় আনা?
উত্তর : ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখকের মতে শহুরে সাহিত্য পনেরাে আনা।

২। লােকমুখে প্রচলিত ও বিশ্বাসযােগ্য বাক্যকে কী বলে?
উত্তর : লােকমুখে প্রচলিত ও বিশ্বাসযােগ্য বাক্যকে বলে প্রবাদবাক্য।

৩। পল্লির পরতে পরতে কী ছড়িয়ে আছে?
উত্তর : পল্লির পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে।

৪। কিসের কঙ্কালবিশেষ এখনও অবশিষ্ট আছে?
উত্তর : পল্লিসাহিত্যের কঙ্কালবিশেষ এখনও অবশিষ্ট আছে।

৫। নৃতত্ত্ব কী?
উত্তর : মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান ।

৬। শহুরে বা নাগরিক সাহিত্য বলতে কী বােঝ?
উত্তর : শহর বা নগরের মানুষের জীবন নিয়ে রচিত সাহিত্যকে।নাগরিক সাহিত্য বলে।

 ৭। ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে সবার সম্পত্তি কোনটি?
উত্তর : ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে সবার সম্পত্তি হচ্ছে পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান।

 ৮। মদিনা বিবি কে?
উত্তর : মদিনা বিবি ‘দেওয়ানা-মদিনা’ লােকগাথার নায়িকা ।

শেষ কথা

শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে পল্লিসাহিত্য mcq প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা নিয়ে আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে শিক্ষা মূলক বিভিন্ন পোস্ট প্রতি দিন শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

পল্লিসাহিত্য মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা গল্প এস এস সি

নিরীহ বাঙালি mcq প্রশ্ন উত্তর বাংলা ১ম পত্র এস এস সি

নিরীহ বাঙালি রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা ১ম পত্র

লাইব্রেরি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর- এস এস সি বাংলা ১ম পত্র

নিরীহ বাঙালি সৃজনশীল প্রশ্ন উত্তর এস এস সি- পিডিএফ

অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf

অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র এস এস সি