নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণি

নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এই পোস্টে নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর শেয়ার করা হয়েছে। সাম্যের গান গাওয়া কবির কাছে নারী-পুরুষে কোনাে ভেদাভেদ নেই। বিশ্বের সমস্ত কল্যাণ অকল্যাণ সবেতেই নারী পুরুষের ভূমিকা আছে। খ্রিস্টিয় আদি পাপের পিছনে যে শয়তানের (Satan) কথা ভাবা হয় সেই অমঙ্গলের শক্তি নারী পুরুষ উভয়ের মধ্যেই থাকা সম্ভব।

তাই নারীকে এজন্য হেয় করা ঠিক নয়। বরং পৃথিবীর যা কিছু ভালাে সেই সব সৃষ্টি—যা মঙ্গলময়-সম্পদ, জ্ঞান, গুণ সৌন্দর্য সমস্তেই নারীর অবদান আছে। দিনের শেষে তপ্ত দেহ মন নিয়ে পুরুষ ঘরে ফিরে নারীর কল্যাণস্পর্শে স্বস্তি শান্তি পেয়েছে। নারী বাইরে কমেৰ্ষণা জোগায়, ঘরে সে-ই কল্যাণী। দুয়ের শক্তিতেই সৃষ্টি রয়েছে সচল। নিচে থেকেইmcq প্রশ্নের উত্তর দেখেনিন।

নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

এখানে নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর গুলো দেওয়া হয়েছে। যারা যারা বহুনির্বাচনি প্রশ্ন পড়তে চান, নিচের অংশ থেকে পড়ে নিবেন।

১. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?
ক দৈনিক
● সাপ্তাহিক
গ মাসিক
ঘ ত্রৈমাসিক

২. কাজী নজরুল ইসলাম বাংলা কোন সালে জন্মগ্রহণ করেন?
● ১৩০৬
খ ১৩০৮
গ ১৩১০
ঘ ১৩১২

৩. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কত তারিখে?
ক ৭ই আগস্ট
খ ৮ই আগস্ট
গ ২৮শে আগস্ট
● ২৯শে আগস্ট

নারী কবিতার mcq
৪. কাজী নজরুলের রচনাবলির অন্যতম বৈশিষ্ট্য কী?
● অসাম্প্রদায়িক চেতনা
খ ফ্রয়েডীয় তত্ত্ব
গ পুনর্জš§বাদ
ঘ মার্কসবাদ

৫. নজরুল তার লেখায় কীসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন?
ক মিথ্যার বিরুদ্ধে
● শোষণের বিরুদ্ধে
গ পাপের বিরুদ্ধে
ঘ পরিশ্রমের বিরুদ্ধে

৬. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক ১৯১৭
খ ১৯১৮
● ১৯১৯
ঘ ১৯২০

৭. কাজী নজরুল ইসলাম ইসলামি গান ও গজল লিখেছিলেন কোন ভাষায়?
ক আরবি
খ ফারসি
● বাংলা
ঘ ইংরেজি

৮. কাজী নজরুল ইসলামের সাহিত্যসাধনায় ছেদ ঘটে কেন?
ক পারিবারিক চাপের কারণে
● কঠিন রোগের কারণে
গ দেশ ত্যাগের কারণে
ঘ অর্থকষ্টের কারণে

৯. বেদনার যুগ, মানুষের যুগ আর কীসের যুগ আজি?
ক অভিযানের
● সাম্যের
গ দাসত্বের
ঘ নারীর

১০. নারী মুক্তি না পেলে পুরুষ কোথায় ভুগে মুরবে?
● নিজের তৈরি কারাগারে
খ নিজের তৈরি হাসপাতালে
গ নিজের তৈরি ঘরে
ঘ নিজের তৈরি গুহায়

১১. যুগের ধর্ম কী?
ক কাউকে পীড়ন করলে সুখ আসে
● কাউকে পীড়ন করলে পীড়ন আসে
গ পুরুষের অবস্থার পরিবর্তন হয়
ঘ নারীর অবস্থার পরিবর্তন হয়

১২. ‘যেকোনো কল্যাণকর সৃষ্টিতে নারীর অবদান কতটুকু?
ক দ্বিগুণ
খ তিনগুণ
● অর্ধেক
ঘ পুরোটাই

১৩. বিশ্বের বড় বড় জয় এবং অভিযান কাদের ত্যাগে সাফল্য লাভ করেছে?
ক পিতা, ভাই ও বন্ধুদের
● মাতা, ভগ্নি ও বধূদের
গ ছেলে, পিতা ও চাচার
ঘ ভাই, দাদা, নানার

১৪. পুরুষ দাস ছিল না কেন?
ক নারীশাসিত সমাজ থাকায়
● পুরুষশাসিত সমাজ থাকায়
গ বীর হওয়ায়
ঘ পুরুষ শক্তিশালী হওয়ায়

১৫. বিশ্বের মহান ও কল্যাণকর কিছু সৃষ্টিতে অবদান কাদের?
● নর-নারী
খ শিক্ষক ছাত্রের
গ সেবক-কর্মী
ঘ কুলি-মজুর

নারী কবিতার MCQ

১৬. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক ১৯১৯
খ ১৯৭২
গ ১৯৭৫
● ১৯৭৬

১৭. ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’- চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্য-
র. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
রর. যেমন কর্ম তেমন ফল
ররর. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

১৮. “জগৎ জুড়িয়া একজাতি আছে সে জাতির নাম মানুষ জাতি”- পঙক্তিদ্বয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নিচের কোন পঙক্তিটি?
র. আমার চক্ষে পুরুষ-রমণী ভেদাভেদ নাই
রর. অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
ররর. প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

১৯. উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
ক জাতীয়তাবাদ
● সাম্যবাদ
গ ন্যায়বিচার
ঘ বর্ণবাদ

২০. বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই?
ক বোনের সেবা
● নারীর সিঁথির সিঁদুর
গ ভগ্নির আত্মত্যাগ
ঘ বধূদের আত্মত্যাগ

২১. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক বিষের বাঁশী
খ অগ্নিবীণা
● সাম্যবাদী
ঘ সর্বহারা

২২. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
ক ৪১
● ৪৩
গ ৪৫
ঘ ৪৭

২৩. পুরুষের তরবারি ছাড়াও বিজয়ের সাথে যুক্ত হয়েছে-
র. নাারীর ভালোবাসা
রর. নারীর প্রেরণা
ররর. নারীর শক্তি

নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
● রর ও ররর
ঘ ররর

২৪. সে যুগ হয়েছে ‘বাসি’ এখানে বাসি বলতে
ক দাস
খ সাহেব
গ মুক্ত
ঘ গোলাম

২৫. কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
● বর্ধমান
খ যশোর
গ বরিশাল
ঘ নাটোর

২৬. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক জনকণ্ঠ
খ সওগাত
● বিজলী
ঘ যুগান্তর

২৭. কাজী নজরুল ইসলাম তার লেখায় কোন শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?
● আরবি-ফারসি
খ ফারসি-উর্দু
গ হিন্দি-ইংরেজি
ঘ আরবি-হিন্দি

২৮. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
ক ১৯৭১
● ১৯৭২
গ ১৯৭৩
ঘ ১৯৭৬

২৯. নারী কোথায় সিঁথির সিঁদুর দিল?
ক পীড়নে
খ অভিযানে
গ সাম্যে
● রণে

৩০. ‘নারী’ কবিতায় কবি কীসের ডঙ্কা বেজে ওঠার কথা বলেছেন?
ক নারীর বিজয় লাভের
খ পুরুষ শাসনের অবসানের
গ নারীর কর্তৃত্ব প্রতিষ্ঠার
● নারী-পুরুষের সমতার

৩১. “আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই”-চরণটিতে কবি কাজী নজরুল ইসলামের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?
● সাম্যবাদী মানসিকতা
খ অসাম্প্রদায়িক চেতনা
গ দায়িত্ববোধ
ঘ অধিকার চেতনা

৩২. কাজী নজরুল ইসলাম কোন শ্রেণির ছাত্র থাকাকালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? (জ্ঞান)
ক সপ্তম
খ অষ্টম
গ নবম
● দশম

৩৩. যুদ্ধ থেকে ফিরে নজরুল কীসে আত্মনিয়োগ করেন? (জ্ঞান)
ক পড়ালেখায়
● সাহিত্যচর্চায়
গ চাকরিতে
ঘ অভিনয়ে

৩৪. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৮৯০
● ১৮৯৯
গ ১৯০০
ঘ ১৯০১

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর পিডিএফ সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।