২১ শে ফেব্রুয়ারি ছন্দ, ফেসবুক স্ট্যাটাস, মেসেজ এবং কবিতা

২১ শে ফেব্রুয়ারি ছন্দ

২১ শে ফেব্রুয়ারি ছন্দ এবং স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন। আমাদের মাঝে আবারো চলে আসলো ২১ শে ফেব্রুয়ায়। এই দিনটির কথা আমরা কোনো দিন ভুলব না। আমাদের বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মায়ের মুখের ভাষাকে রক্ষা করেছে। তাদের প্রতি স্মরণে প্রতি বছরই ভাষা শহিদ দিবস পালন করা হয়। পতাদের কে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। নিচে ছন্দঃ, পিকচার গুলো দেওয়া আছে দেখেনিন।

২১ শে ফেব্রুয়ারি ছন্দ

ছন্দে ছন্দে সবার সাথে আজকের দিকন টি উসযাপন করুন। এর সাথে আমার দেওয়া ২১ শে ফেব্রুয়ারি ছন্দ গুলো সংগ্রহ করেনিন। এই ছন্দঃ গুলো দিয়ে আপনাদের বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে ১০০+ ছন্দঃ, মেসেজ দেওয়া আছে। এগুলো সংগ্রহ করে প্রিয়জনের কাছে পাঠিয়ে দিন।

মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের!
বরকত, সালাম, রফিক, জাব্বার,
সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা
কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে—
নাম না জানা অনেক শহীদের
রক্তের বিনিময়ে আমরা
আজকে কথা বলতে পারছি
নিজের মায়ের ভাষায়
এর থেকে গর্বের আর
কোন কিছু থাকে না—–
আমাদের বাংলা বর্ণমালা
বড়ই দুঃখিনী
কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে
বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে
সমাদৃত, স্বীকৃত—-
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি—-

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি—–

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে—-

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত—-

আসুন আমরা আমাদের ভাষা ধরে রাখি, আমরা কখনও ভুলি না,
আমাদের পূর্বপুরুষরা যে কথাগুলো রেখে গেছেন, যেগুলোর সঙ্গে আমাদের দেখা হয়েছে,
এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,
আমরা আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখার, দূরে রাখার অঙ্গীকার করি—–

একুশে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস

ফেসবুকে শেয়ার করার মতো কিছু স্ট্যাটাস এখানে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার পাশা-পাশি ২১ শে ফেব্রুয়ারি নিয়ে এই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন। এখানে সুন্দর সুন্দর কিছু স্ট্যাটাস দেওয়া আছে। স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা

মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।

আপনি যত বেশি ভাষা স্বীকার করবেন,
তত বেশি আপনি মানুষ।– টমাস গ্যারিগু মাসারিক

কোনো ভাষা হারিয়ে গেলে আমি সর্বদা দুঃখিত
কারণ ভাষাগুলি জাতির বংশধর- স্যামুয়েল জনসন

বাংলা ভাষা বাঙালি সংস্কৃতির আত্মা এবং এটি আমাদের জনগণের অনন্য পরিচয়ের প্রতীক
– আবুল কালাম আজাদ

বাংলা সেই ভাষা যা আমাদের শিকড়ের সাথে, আমাদের পরিচয়ের সাথে সংযুক্ত করে
– হুমায়ূন আহমেদ

বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি।

আমার ভাইয়ের রোক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিত পরী? (আমার ভাইয়ের রক্তে রঞ্জিত ২১ শে ফেব্রুয়ারী আমি কি কখনও ভুলতে পারি?) – আব্দুল গাফফার চৌধুরী

বাংলার সৌন্দর্য তার সরলতার মধ্যে নিহিত, তবুও জটিল আবেগ প্রকাশ করার ক্ষমতা
– সত্যজিৎ রায়

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

একুশে ফেব্রুয়ারি নিয়ে উক্তি

ঘুমাও ঘুমাও ভাইরা মােদের ঘুমাও মাটির ঘরে, তােমাদের কথা লিখিয়াছি মােরা।
রক্তে আখর গড়ে। – জসীমউদ্দীন

হে বায়ান্নর পদাতিক, তােমাদের কথাকে কেউ হত্যা করতে পারবে না তােমাদের দেহ থেকে নিপুণ জল্লাদ
একটি লোমও ফেলতে পারবে না। – আসাদ চৌধুরী

পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা পিন্ডি না ঢাকা- ঢাকা ঢাকা জিন্নাহ মিয়ার পাকিস্তান
আজিমপুরের গোরস্তান

বাংলা শুধু আমার ভাষা নয়, এটা আমার মা’
– জীবনানন্দ দাশ

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি। – আবদুল গাফফার চৌধুরী

বাংলা শুধু একটি ভাষা নয়, এটি একটি জীবনধারা
– কাজী নজরুল ইসলাম

বাংলা ভাষা একটি জীবন্ত সত্তা যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযুক্ত করে
– শঙ্খ ঘোষ

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা মেসেজ ও এস এম এস

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।

যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

যারা বাংলা ভাষাকে
রক্ষার জন্য জীবন দিলেন
তাদের জানাই হাজার সালাম
আমার প্রাণের ২১ শে ফেব্রুয়ারি—

শ্রদ্ধা তাদের প্রতি
যারা কেবল আনুষ্ঠানিকতা নয়
বরং এই আন্তরিকতা নিয়ে সারাবছর
আমাদের প্রিয় বাংলা ভাষাকে
লালন করছেন জীবনে ও যাপনে–

২১ শে ফেব্রুয়ারি কবিতা

কবিতা ১ঃ  

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.

রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.

প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.

রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…

কবিতা ৩ঃ 

একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।

বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।

তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
রক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।

বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি ছন্দ, ফেসবুক স্ট্যাটাস, মেসেজ এবং কবিতা সংগ্রহ করতে পেরেছেন। নিচে এই রকম আরও কিছু পোস্টের ঠিকানা দেওয়া আছে। সেখান থেকে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে আরও পোস্ট পড়তে পারবেন। আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

ছোটদের জন্য একুশের কবিতা ও একুশের গান- PDF

মহান ২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছন্দ ও ছোটদের কবিতা আবৃতি

২১ শে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সাধারণ জ্ঞান