এখানে আম আঁটির ভেঁপু MCQ প্রশ্নের উত্তর দেওয়া আছে। অনেক বোর্ড প্রশ্নে এই প্রবন্ধ থেকে mcq বা বহুনির্বাচনি প্রশ্ন করা হয়। তাই প্রস্তুতির জন্য আমার দেওয়া এই mcq প্রশ্ন গুলো পড়ে নিন। এই প্রশ্ন গুলো অনুশীলন করলে বোর্ড প্রশ্নের mcq সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। নিচে আম আঁটির ভেঁপু MCQ প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া আছে দেখেনিন।
এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল-অপু- ও অপু-। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সর্ততামিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল- কি, রে দিদি?
আম আঁটির ভেঁপু MCQ
১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার?
ক. দুর্গার
খ. অপুর
গ. হরিহরের
ঘ. সর্বজয়ার
উত্তরঃ খ
২. অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পতি উপুড় করে মেঝেতে ঢেলেছে কেন?
ক. রাগ করে
খ. খেলা করার জন্য
গ. নতুন বাক্সে রাখার জন্য
ঘ. নতুন করে সাজানোর জন্য
উত্তরঃ খ
৩. অপু তার কড়িগুলো কীভাবে পেয়েছিল?
ক. বাবা বাজার থেকে কিনে দিয়েছিল
খ. দুর্গামেলা থেকে এনে দিয়েছিল
গ. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে নিয়েছিল
ঘ. মা এনে দিয়েছিল
উত্তরঃ গ
৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর খেলনা পিস্তলটির দাম কত?
ক. এক পয়সা
খ. দুই পয়সা
গ. তিন পয়সা
ঘ. চার পয়সা
উত্তরঃ খ
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯০ সালে
খ. ১৮৯৪ সালে
গ. ১৮৯৪ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তর : খ
৬. ‘বন–বিছুটি’ শব্দের অর্থ কী?
ক. বনের পাশে
খ. বুনো গাছ
গ. জঙ্গল
ঘ. বনের গাছ
উত্তর : খ
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. মুন্সিগঞ্জ জেলায়
খ. চব্বিশ পরগনা জেলায়
গ. নেত্রকোনা জেলায়
ঘ. বরগুনা জেলায়
উত্তর : খ
৮. অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঁঠালতলা থেকে কে তাকে ডাক দেয়?
ক. দুর্গা
খ. হরিহর
গ. সর্বজয়া
ঘ. পটলি
উত্তরঃ ক
৯. কাঁঠালতলা থেকে দুর্গা অপুকে ডাকার সময় তার স্বর সতর্কতা মিশ্রিত ছিল কেন?
ক. চুরি করে আম এনেছিল বলে
খ. মায়ের ভয়ে
গ. বাবার ভয়ে
ঘ. সাপ দেখেছিল বলে
উত্তরঃ খ
১০. ‘গরাদ’ শব্দের অর্থ কী?
ক. দরজা
খ. বারান্দার গ্রিল
গ. জানালার শিক
ঘ. আদেশ করা
উত্তর : গ
১১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত দুর্গার বয়স কত?
ক. ছয়-সাত বছর
খ. আট-নয় বছর
গ. দশ-এগারো বছর
ঘ. বারো-তেরো বছর
উত্তরঃ ঘ
১২. অপুর কাছে থাকা টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?
ক. এক পয়সা
খ. দুই পয়সা
গ. তিন পয়সা
ঘ. চার পয়সা
উত্তরঃ ঘ
১৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার চোখ দুটিকে কার চোখের সাথে তুলনা করা হয়েছে?
ক. সর্বজয়ার চোখের সাথে
খ. হরিহরের চোখের সাথে
গ. অপুর চোখের সাথে
ঘ. পটলির চোখের সাথে
উত্তরঃ গ
১৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?
ক. সোনার
খ. রুপার
গ. পিতলের
ঘ. কাচের
উত্তরঃ ঘ
১৫. দুর্গার নারিকেলের মালায় কী ছিল?
ক. কচি আম
খ. পাকা আম
গ. নাটাফল
ঘ. পাকা লিচু
উত্তরঃ ক
১৬. দুর্গা অপুকে তেল আর নুন নিয়ে আসতে বলল কেন?
ক. রান্না করার জন্য
খ. আমের কুসি জারাবার জন্য
গ. স্বর্ণ গোয়ালিনীকে দেওয়ার জন্য
ঘ. পুতুলের বিয়েতে রান্নার জন্য
উত্তরঃ খ
১৭. মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?
ক. সাধারণ লোক
খ. গুণী লোক
গ. গুরুতুল্য লোক
ঘ. অসহায় লোক
উত্তর : খ
১৮. মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?
ক. ক্ষত্রিয়
খ. কায়স্থ
গ. ব্রাহ্মণ
ঘ. সদগোপ
উত্তর : গ
১৯. ‘ছেলেটার কাপড় নেই’— ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. হরিহরকে
খ. অপুকে
গ. নীলমণিকে
ঘ. ভুবন মুখুয্যেকে
উত্তর : ক
২০. ‘মেঘমল্লার’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কবিতা
গ. গল্পগ্রন্থ
ঘ. প্রবন্ধ
উত্তর : ক
২১. ‘অপরাজিত’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জসীমউদ্দীন
উত্তর : গ
২২. অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে?
ক. হরিহর
খ. সর্বজয়া
গ. দুর্গা
ঘ. পটলি
উত্তরঃ গ
২৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপুর মনে হয়?
ক. কড়ি
খ. নাটাফল
গ. খাপরার কুচি
ঘ. খেলনা পিস্তলের গুলি
উত্তরঃ গ
২৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
ক. ১৮৯০ সালে
খ. ১৮৮৪ সালে
গ. ১৮৯৪ সালে
ঘ. ১৯৫০ সালে
উত্তর : ঘ
২৫. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কী?
ক. তপু
খ. অপু
গ. বিধু
ঘ. তিনু
উত্তরঃ খ
আম আঁটির ভেঁপু প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
২৬. ‘রোয়াক’ বলতে কী বোঝায়?
ক. দরজা
খ. বারান্দা
গ. প্রণাম করা
ঘ. আদেশ করা
উত্তর : খ
২৭. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?
ক. রাগ করেছে বলে
খ. মুখভর্তি আম ছিল বলে
গ. দাঁতে ব্যথা বলে
ঘ. শুনতে পায়নি বলে
উত্তর : খ
২৮. দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাবৃত ভিটাটি কার?
ক. ভুবন মুখুয্যের
খ. নীলমণি রায়ের
গ. স্বর্ণ গোয়ালিনীর
ঘ. অন্নদা রায়ের
উত্তরঃ খ
২৯. দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি কয় মিনিটের পথ?
ক. দুই মিনিটের
খ. তিন মিনিটের
গ. চার মিনিটের
ঘ. পাঁচ মিনিটের
উত্তরঃ ঘ
৩০. দুর্গার মায়ের নাম কী?
ক. সর্বজয়া
খ. স্বর্গদেবী
গ. লক্ষী
ঘ. অনুরাধা
উত্তরঃ ক
৩১. সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?
ক. সকাল থেকে
খ. দুপুর থেকে
গ. সন্ধ্যা থেকে
ঘ. বিকেল থেকে
উত্তর : ঘ
৩২. সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?
ক. অসুস্থতার কারণে
খ. গাছের গুঁড়ি কাটার জন্য
গ. রান্না করার কারণে
ঘ. ক্ষার কাচার কারণে
উত্তর : ক
৩৩. সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?
ক. খোকা
খ. সোনামানিক
গ. বাবু
ঘ. বাঁদর
উত্তর : খ
৩৪. সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?
ক. আম
খ. শসা
গ. আনাজ
ঘ. কুমড়া
উত্তর : খ
৩৫. ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’ — কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. কর্মব্যস্ততা
খ. ক্লান্তিময়তা
গ. এড়িয়ে চলা
ঘ. কটাক্ষ করা
উত্তর : ঘ
৩৬. ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. দুর্গাকে
খ. অপুকে
গ. অপু ও দুর্গা উভয়কে
ঘ. প্রকৃতিকে
উত্তর : খ
৩৭. অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?
ক. রং ওঠা
খ. চকচকে
গ. হাতল জোড়া লাগানো
ঘ. ভাঙা হাতল
উত্তর : ক
৩৮. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?
ক. মিষ্টি
খ. আচার
গ. আমের চাকলা
ঘ. শসা
উত্তর : গ
৩৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?
ক. দুর্গাপূজা
খ. লক্ষ্মীপূজা
গ. কালীপূজা
ঘ. মনসাপূজা
উত্তর : গ
৪০. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায়
খ. আম লেগে থাকায়
গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়
ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়
উত্তর : ক
৪১. তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারবে কেন?
i. কুসংস্কারের কারণে
ii. অপচয়ের কারণে
iii. না জানানোর কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
উত্তরঃ ক
৪২. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?
ক. কাঠের ঘোড়া
খ. বেতফল
গ. টিনের বাঁশি
ঘ. খাপরা
উত্তর : ঘ
৪৩. অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?
ক. ডাংগুলি
খ. গঙ্গা-যমুনা
গ. চোর-পুলিশ
ঘ. কাবাডি
উত্তর : খ
৪৪. দুর্গা নারিকেলের মালার আমগুলো কুড়িয়ে আনে কোথা থেকে?
ক. মুখুয্যেবাড়ির বাগান থেকে
খ. পটলিদের সিঁদুর কৌটের আমতলা থেকে
গ. রায়বাড়ির গাছতলা থেকে
ঘ. নিজেদের আমবাগান থেকে
উত্তরঃ খ
৪৫. অপু বাসি কাপড়ে তেলের ভাঁড় ছুঁতে চায় না কেন?
ক. মায়ের ভয়ে
খ. বাবার ভয়ে
গ. অমঙ্গল হবে ভেবে
ঘ. দুর্গার ভয়ে
উত্তরঃ ক
৪৬. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
ক. আমতলা
খ. বটতলা
গ. কাঁঠালতলা
ঘ. জামতলা
উত্তরঃ গ
৪৭. অপু চোখ বুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?
ক. খাপরাগুলো নাড়াচাড়া করছিল বলে
খ. কল্পনা করতে পছন্দ করে বলে
গ. গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে
ঘ. দুর্গার সঙ্গে গঙ্গা-যমুনা খেলবে বলে
উত্তর : ক
আম আঁটির ভেঁপু গল্পের গুরুত্বপূর্ণ mcq
৪৮. ‘অপুকে দেখচি নে’ — উক্তিটি কার?
ক. সর্বজয়া
খ. দুর্গা
গ. স্বর্ণ
ঘ. অপু
উত্তর : গ
৪৯. ‘জ্বর-স্বর সতর্কতামিশ্রিত’ — এখানে কার স্বরের কথা বলা হয়েছে?
ক. অপুর
খ. হরিহরের
গ. সর্বজয়ার
ঘ. দুর্গার
উত্তর : ঘ
৫০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?
ক. স্বর্ণগোয়ালিনী
খ. সর্বজয়া
গ. দুর্গা
ঘ. লক্ষ্মী
উত্তর : খ
৫১. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা — ভদ্দলোকেরাই হয়ে পড়েছে হাভাত–যোভাত’ — হরিহরের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. হতাশা
খ. বিরক্তি
গ. আক্ষেপ
ঘ. ঘৃণা
উত্তর : গ
৫২. দুর্গার মাথার চুল কী রকম ছিল?
ক. কালো
খ. রুক্ষ
গ. কোঁকড়ানো
ঘ. লম্বা
উত্তর : খ
৫৩. ‘একটুখানি কুটোগাছটা ভেঙে দুখানা করা নেই’ — সর্বজয়া কেন দুর্গার উদ্দেশে এ কথা বলেছে?
ক. দুর্গা বাড়িতে থাকে না বলে
খ. দুর্গা মায়ের কথা শোনে না বলে
গ. দুর্গা সংসারের কাজ করে না বলে
ঘ. দুর্গার সংসারে মতি নেই বলে
উত্তর : ঘ
৫৪. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা।’ — এর অর্থ কী?
ক. চাষারা লক্ষ্মীকে বেঁধে রেখেছে
খ. চাষারা বেশ সচ্ছল
গ. চাষারা লক্ষ্মীছাড়া হয়েছে
ঘ. চাষারা লক্ষ্মীর পূজা করে
উত্তর : খ
৫৫. ‘তা তুমি রাজি হলে না কেন?’ — উক্তিটি কার?
ক. দুর্গার
খ. হরিহরের
গ. রাধা বোষ্টমীর বউয়ের
ঘ. সর্বজয়া
উত্তর : ঘ
৫৬. দুর্গা কী দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতর উঁকি দিল?
ক. দরজা খোলা আছে কি না
খ. মা বাড়িতে আছে কি না
গ. অপু দাঁড়িয়ে আছে কি না
ঘ. কেউ তাকে দেখছে কি না
উত্তর : খ
৫৭. ‘চুপড়ি’ শব্দের অর্থ কী?
ক. ছোট ঝুড়ি
খ. দরজার শিক
গ. বাঁশের ঝুড়ি
ঘ. বেড়ার বাঁশ
উত্তর : ক
৫৮. ‘তা হোক গে সদগোপ, দাও গিয়ে’ — সর্বজয়ার এ কথা বলার কারণ কী?
ক. দারিদ্র্য
খ. সুখ
গ. অনুরোধ
ঘ. উদারতা
উত্তর : ক
৫৯. ‘কালমেঘ’ কোন কাজে লাগে?
ক. হাত-পা জ্বালাপোড়ায় উপশম
খ. গেঁটে বাতের চিকিৎসায়
গ. হাঁপানি রোগের নিরাময়
ঘ. যকৃতের রোগের চিকিৎসায়
উত্তর : ঘ
৬০. ‘পথের পাঁচালী’ কোন শ্রেণির সাহিত্য?
ক. গল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তর : গ
৬১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের প্রধান চরিত্র কোন দুটি?
ক. হরিহর ও সর্বজয়া
খ. অপু ও দুর্গা
গ. নীলমনি রায় ও স্বর্ণগোয়ালিনী
ঘ. অপু ও হরিহর
উত্তর : খ
৬২. ‘বাক্সের সমুদয় সম্পত্তি’ কথাটির অর্থ কী?
ক. অপুর নিজস্ব খেলনা
খ. অপুর জমি
গ. অপুর বাড়ি
ঘ. অপুর টাকাপয়সা
উত্তর : ক
আম আঁটির ভেঁপু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১। ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা কে?
উত্তর : আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২| আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর : আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।
৩। অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশিটির দাম কত?
উত্তর: অপুর টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা
৪। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
উত্তর: অপুর খেলনা পিস্তলটির দাম দুই পয়সা।
৫। দৃষ্টিপ্রদীপ উপন্যাসের লেখক কে?
উত্তর: ‘দৃষ্টিপ্রদীপ’ উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
৬। টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম কত?
উত্তর: টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম চার পয়সা।
৭। অপুর কোন খেলনাটি পিজরাপোলের আসামির মতো পড়ে আছে?
উত্তর: অপুর কাঠের ঘোড়া পিজরাপোলের আসামির মতো পড়ে আছে।
৮। দুর্গার বয়স কত?
উত্তর : দুর্গার বয়স দশ-এগারাে বছর ।
৯। অপুর দিদির নাম কী?
উত্তর : অপুর দিদির নাম দুর্গা।
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে আম আঁটির ভেঁপু MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। শিক্ষা নিয়ে আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন। এই ওয়েবসাইটে শিক্ষা মূলক বিভিন্ন পোস্ট প্রতি দিন শেয়ার করা হয়। শেষ পর্যন্ত পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
আম আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পিডিএফ এস এস সি
আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা ১ম পত্র
লাইব্রেরি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর- এস এস সি বাংলা ১ম পত্র
নিরীহ বাঙালি সৃজনশীল প্রশ্ন উত্তর এস এস সি- পিডিএফ
অভাগীর স্বর্গ গল্পের mcq, বহুনির্বাচনি প্রশ্ন উত্তর – Pdf
অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ১ম পত্র এস এস সি