নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান

নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১

গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলাে অনুসরণ করে তােমার কক্ষটিতে কিভাবে আরও আকর্ষণীয় করে তােলা যায় তা নিচের প্রশ্নের আলােকে বিস্তারিত বর্ণনা কর।

 

১। কেন তােমার কক্ষটাকে সুন্দর করতে চাও।

২। কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তােমাকে কি করতে হবে এবং কেন?

৩। একাজে তােমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে?

৪। কক্ষটি সাজানাে তােমার পছন্দমত হচ্ছে? না হলে তুমি কি করতে চাও।

৫। সাজানাে গােছানাে পরিপার্টি কক্ষটিতে বসে এখন তােমার কেমন লাগছে? তােমার অনুভূতি ব্যক্ত কর।


নবম শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১


১| কেন তােমার কক্ষটাকে সুন্দর করতে চাও?

উত্তরঃ 

আমি আমার কক্ষটাকে সুন্দর করতে চাই কেননা একটি সুন্দর পরিবেশ আমাদের মন ও শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সহায়তা করে।
 

মানুষ সুন্দরের পূজারি। সৌন্দর্য আমাদের মনকে সবসময় সতেজ ও প্রফুল্ল রাখে। এই করােনা মহামারির জন্য যেহেতু আমাকে বেশিরভাগ সময় আমার কক্ষে অবস্থান করতে হয়, তাই কক্ষটি অবশ্যই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি।

সুন্দরভাবে বাঁচার জন্য চাই সুন্দর পরিবেশ। চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশের প্রতিটি বিষয়কে গুরুত্বের সাথে নিতে হয়। পরিবেশের প্রতিটি বিষয়ের যত্ন না নিলে আমাদের চারপাশটা সুন্দর হয় না। আর যাদের চারপাশের পরিবেশ সুন্দর না তারা নিজেরাও সুন্দর না। তাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য আমার কক্ষটিকে সুন্দর করতে চাই।

২| কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তােমাকে কি করতে হবে এবং কেন?

উত্তরঃ

কক্ষটিকে সুন্দর করতে চাইলে প্রথমে আমাকে পরিকল্পনা করতে হবে কেননা একটি সঠিক পরিকল্পনা যেকোনাে কাজকে অনেক সহজ করে দেয়। ফলে কাজটি করতে সুবিধা হয়।

গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হলাে পরিকল্পনা করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয়, তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নাম পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলাে পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম।

এক্ষেত্রে, আমি আমার কক্ষটিকে কেন সুন্দর করতে চাই, কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে আমাকে কি করতে হবে এবং কেন করতে হবে এসব চিন্তাভাবনাই হলাে পরিকল্পনা। সৌন্দর্যবর্ধন এবং আত্মতৃপ্তির জন্য আমি আমার কক্ষটিকে সুন্দর করতে চাই। কক্ষটি সুন্দর করতে চাইলে আমাকে আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আলােচনা করে নিতে হবে। কারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পরিবারের সদস্যদের মতামতে যেকোনাে কাজ সহজতর হয়।


৩| এ কাজে তােমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে?

উত্তরঃ 

এ কাজে আমার পরিবারের অন্যান্য সদস্যারা যেমনঃ বাবা – মা এবং ভাই – বােন আমার সাথে সরাসরি কাজে নিয়ােজিত হয়ে অথবা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবে। গৃহ ব্যবস্থাপনা হলাে একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, যার জন্য প্রয়ােজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়।

গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলাে হলােঃ

১. পরিকল্পনা, ২. সংগঠন, ৩. নিয়ন্ত্রণ ও ৪. মূল্যায়ন।

প্রতিদিনের কাজে সচেতনভাবে এই ধাপগুলাে আমাদের অনুসরণ করতে হয়।
পরিকল্পনা গ্রহণের পরের ধাপ হলাে সংগঠন। গৃহীত পরিকল্পনা  অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলাের মধ্যে সংযােগ সাধন করার নাম সংগঠন। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও  কিভাবে করা হবে তা স্থির করা হয়। কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানাে হবে, সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কিভাবে কাজটি করতে হবে, কি কি সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিবেচ্য বিষযসমূহ সংগঠনের অন্তর্ভুক্ত। এক কথায় কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। আমার পরিকল্পিত কাজে আমার মা, বাবা এবং ভাই, বােন আমাকে সাহায্য করতে পারবে।

সেজন্য আমাকে যা যা করতে হবে তা হলােঃ

(১) প্রথম পর্যায়ে করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করতে হবে। |

(২) দ্বিতীয় পর্যায়ে কোন কাজ আগে এবং কোন কাজ পরে হবে তা ধারাবাহিকভাবে রচনা করতে হবে।

(৩) তৃতীয় পর্যায়ে নির্দিষ্ট কাজ বা কাজসমূহ ব্যক্তি (আমার বাবা -মা এবং ভাই-বােন) দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্ম কাঠামাে রচনা করতে হবে।

৪| কক্ষটি সাজানাে তােমার পছন্দ মত হচ্ছে? হলে তুমি কি করতে চাও।

উত্তরঃ

কক্ষটি সাজানাে আমার পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক ভাবেই হচ্ছে। গৃহ ব্যবস্থাপনার তৃতীয় ধাপ অনুযায়ী এখন। আমাকে কাজটি নিয়ন্ত্রণ করতে হবে। গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বােঝায় পরিবারের সকল ব্যক্তি সুশৃংখলভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়ােজিত কিনা তা পর্যবেক্ষণ করা।

পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়ােজনবােধে উপযুক্ত সংশােধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে, যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা, যাকে যে কাজ দেয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কিনা ইত্যাদি। প্রয়ােজনবােধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কক্ষটি সাজানাে আমার পছন্দ হচ্ছে কিনা বা না হলে আমি যা করব – প্রয়ােজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনাে সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে দৃষ্টিনন্দন কর |


৫| সাজানাে গােছানাে পরিপাটি কক্ষটিতে বসে এখন তােমার কেমন লাগছে?

উত্তর:
সাজানাে গােছানাে পরিপাটি কক্ষটিতে বসে এখন আমি খুব স্বস্থি অনুভব করছি এবং নিজেকে এখন অনেক প্রফুল্ল লাগছে। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় হলাে মূল্যায়ন করা। কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ওপর কাজের ফলাফল নির্ভর করে। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলাের অবদান পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায় না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়।

উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালাে হলাে না বুঝতে হবে। সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলাের প্রতি লক্ষ্য রাখতে হবে

(১) লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলাে ঠিকমতাে হয়েছে কি ।

(২) কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা।

(৩) কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশােধনের মাধ্যমে কাজে সফল হওয়া।

মূল্যায়নের ভিত্তিতে বলতে পারি, সাজানাে গােছানাে পরিপাটি কক্ষটিতে বসে এখন আমার অনেক ভালাে লাগছে। দৃষ্টিনন্দন এই কক্ষে বসে আমি আরামবােধ করছি। আমার কক্ষের প্রতিটি জিনিসই এখন আকর্ষনীয়। এই কক্ষে অবস্থান করে | আমি এখন যথেষ্ট আত্মতৃপ্তি পাচ্ছি।

One Comment on “নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *