বাংলাদেশ আনসার ভিডিপিতে নিয়োগ ২০২০

বাংলাদেশ আনসার ভিডিপিতে নিয়োগ ২০২০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্ররিরক্ষা বাহিনী। আনার এর অন্যতম শাখা হচ্ছে সাধারন আনসার। সাধারন আনসার আর ব্যাটিলিয়ান আনসার কিন্তু এক না। সাধারন আনসার ব্যাটিলিয়ান আনসার থেকে কম সুযোগ সুবিধা পেয়ে থাকে। তার ব্যাংক, বিমান বন্ধর, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গার্ডের দায়িত্ব পালন করে। এই চাকরিকে ছোট করে দেখার কিছু নাই। করণ এটা সরকারি চাকরি কিন্তু সেরকম সযোগ সুবিধা নাই। বিজ্ঞপ্তি নিচে দেওয়া আছে ওই খানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সাধারণ আনসারে যোগ দেওয়ার পর যেসব সুযোগ সুবিধা পাবেন:

  • যোগ দেওয়ার পর ১০ সাপ্তাহের প্রশিক্ষন দেওয়া হবে। তারপর সমতল ভূমিতে ১৩০৫০ টাকা এবং পার্বত্য ভূতিতে দায়িত্ব পালকারি আনসারকে ১৪২০০ টাকা হাবে বেতন দেওয়া হবে।
  • প্রতি বছর ২ টি উৎসব ভাতা ৯৭৫০ টাকা হরে।
  • রেশন প্রধান
  • কর্তব্যরত অবস্থায় মারা গেলে ৫ লক্ষ্য টাকা এবং পঙ্গু হলে ২ লক্ষ্য টাকা প্রধান।

বাংলাদেশ আনসার ভিডিপিতে নিয়োগ ২০২০

 
শিক্ষাগত যোগ্যতা:
নূন্যতম জেএসসি পাশ হতে হবে
 
শারিরীক যোগ্যতা: 
উচ্চতা: ৫ ফুট ৪ ইষ্ণি
বুকের মাপ: ৩০/৩২ ইষ্ণি
দুষ্টি শক্তি: ৬/৬
একদম সুস্থ হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর 
আবেদন শুরু: ৯-১১-২০২০
আবেদশ শেষ: ২৫-১১-২০২০
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। নিচে বিজ্ঞপ্তির ছবি ইমেজ ফাইল আকারে দেওয়া আছে।
 
সার্কুলার দেখেতে এখানে ক্লিক করুন
আবেদনের লিংক
নিয়োগ বিজ্ঞপ্তি

পুরুটা দেখুন

 

 

 
ধন্যবাদ সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *