সেনাবাহিনীতে নিয়োগ যোগ্যতা – শারীরিক এবং শিক্ষাগত

সেনাবাহিনীতে নিয়োগ যোগ্যতা - শারীরিক এবং শিক্ষাগত

 

সেনাবহিনীতে সৈনিক পদে যোগ দিতে কী কী যোগ্যতা লাগবে। আপনার যদি আগে থেকেই জানা থাকে সেনাবহিনীর সৈনিক পদে যোগ দিতে কি যোগ্যতা লাগে তাহলে চাকরি পেতে আপনার জন্য আরো সহজ হবে। সেনাবাহিনী বাংলাদেশী তরুণ তরুণীদের কাছে জনপ্রীয় চাকরি। এই চকরিতে যোগ দিতে আপনার কি কি শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এটা নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে।

 

শিক্ষাগত যোগ্যতা –  ছেলে এবং মেয়ে 

সেনাবহিনীর সৈনিক পদে যোগ দিতে হলে ছেলে এবং মেয়েদের একই শিক্ষাগত যোগ্যতা লাগে। এসএসসি পরিক্ষায় যে কোন বিভাগ থেকে নূন্যতম ৩.০০ পেয়ে পাশ করতে হবে। সৈনিক ছাড়া অন্যন্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন হতে পারে।

 

বয়স- ছেলে এবং মেয়ে

সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিলে ছেলে এবং মেয়েদের একই বয়স লাগে। সৈনিক পদে যোগ দেওয়ার জন্য আপনার বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছর পর্যন্ত। অনেক সার্কুলারে আবার বসয় কিছুটা পরিবর্তন করা হয়। কিন্তু সৈনিক পদে যোগ দেওয়ার জন্য আপনার বয়স লাগবে ১৭ থেকে ২০।

 

শারিরীক যোগ্যতা- ছেলে

সেনাবাহিনীর সৈনিক পদে যোগ্য দিতে হলে আপনার শারিরিক ভাবে ফিট হতে হবে।

উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে

স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে(৬/৬)

প্রার্থীকে সাঁতার জানতে হবে (ন্যূনতম ৫০ মিটার)

 

শারীরিক যোগ্যতা- মেয়ে

সেনাবাহিনীর সৈনিক পদে যোগ্য দিতে হলে আপনার শারিরিক ভাবে ফিট হতে হবে।

উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)

ওজন: ৪৭ কেজি (১০৩ পাউন্ড)

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে

স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে(৬/৬)

প্রার্থীকে সাঁতার জানতে হবে (ন্যূনতম ৫০ মিটার)

 

তবে লক্ষ্য রাখতে হবে আপনার উচ্চতার সাথে যাতে ওজন ঠিক থাকে। যদি আপনার মধ্য এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি সেনাহিনীর চাকরির নিয়োগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *