একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২০
Add caption |
বিকাশ, নগদ, রকেট এবং টেলিকট সিমের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ফি দেওয়ার নিয়ম।
১ম ধাপের একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়নের তারিখ: ২৬ আগষ্ট থেকে ৩৯ আগষ্ট পর্যন্ত
২য় ধাপের একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়নের তারিখ: ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত
৩য় ধাপের একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়নের তারিখ: ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত
ফেইসবুক গ্রুপ
যেসব মাধ্যমের সাহায্য একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ২০২০ এর ফি দিতে পারবেন।
নগদ এ্যাপ এর মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২০
ধাপ ১: নগদ অ্যাপ এ লগিন করুন
ধাপ ২: বিল পে সিলেক্ট করুন
ধাপ ৩: বিলার তালিকা থেকে xicalssadmission সিলেক্ট করুন
ধাপ ৪: রোল, বোর্ড , পাশের সাল এবং যোগাযোগের নাম্বার দিন
ধাপ ৫: পিন টাইপ করুন
ধাপ ৬: ট্যাপ করে ধরে রাখুন
ধাপ ৭: পেমেন্ট সফল হলে মেসেজ পাবেন
নগদ USSD কোডের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন পেমেন্ট করার নিয়ম
ধাপ ১: *167# ডায়াল করুন
ধাপ ২: মেনু থেকে পাচ চেপে পে বিল সিলেক্ট করুন
ধাপ ৩: মেনু থেকে ২ চেপে ইডোকেশন সিলেক্ট করুন
ধাপ ৪: মেনু থেকে ৩ চেপে xicalssaadmission সিলেক্ট করুন
ধাপ ৫: রোল নাম্বার টাইপ করুন
ধাপ ৬: পাশের সাল টাইপ করুন
ধাপ ৭: যোগাযোগের নাম্বার দিন
ধাপ ৮: বোর্ড সিলেক্ট করুন
ধাপ ৯: পিন টাইপ করে সেন্ড করুন
ধাপ ১০: পেমেন্ট সফল হলে মেসেজ পাবেন
বিকাশ এ্যাপ এর মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২০
ধাপ ১: বিকাশ এ্যাপ থেকে পে বিল সিলেক্ট করুন
ধাপ ২: শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে xicalssadmission সিলেক্ট করুন
ধাপ ৩: বোর্ডের নাম পাশের সাল সিলেক্ট করে রোল এবং যোগাযোগের নাম্বার দিন
ধাপ ৪: ফি এর পরিমান চেক করে পরের স্কিনে যান
ধাপ ৫: বিকাশ এর পিন নাম্বার দিন
ধাপ ৬: পে বিল সম্পন্ন্ করতে ট্যাপ করে ধরে রাখুন।
খাপ ৭: বিল দেওয়া হলে মেসেজ পাবেন এবং ডিজিটাল রশিদ পাবেন।
রকেট এ্যাপ এর মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২০
ধাপ ১: মোবাইল নাম্বার এবং পিন দিয়ে রকেট এ্যাপে লগিন করুন
ধাপ ২: বিল পে অপশন নির্বচন করুন
ধাপ ৩: Biller id থেকে xicalssadmission বা ৫১৫ সিলেক্ট করুন
ধাপ ৪: রোল নাম্বার, বোর্ড পাশের সন এবং প্রয়োজনীয় তথ্য দিন। নিজে হলে self অপর হলে other দিয়ে মোবাইল নাম্বার দিন
ধাপ ৫: accept পিন নাম্বার দিলে পেমেন্ট সফলের মেসেজ পাবেন।
টেলিটক সীম এর মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২০
ধাপ ১: মোবাইরে মেসেজ অপশনে দিয়ে টাইপ করুন: CAD <>Board Roll<> Year তার পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।
তার পর আপনার নাম এবং রোল সহ একটা মেসেজ আসব। মেসেজে জানানো হবে আপনার ফোন থেকে ২০০ টাকা নেওয়া হবে । সাথে একটা পিন কোড থাকবে। যদি আপনি ২০০ টাকা দিতে চান তাহলে ….
ধাপ ২: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CAD<>YES<>PIN<>Contact Number তার পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে। পেমেন্টে সফল হলে মেসেজ পাবেন।
সোনালী ই-সেবা এবং সোনালী ওয়েব এর মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন পেমেন্ট করা জটিল কাজ তাই এটা এখানে দেখালাম না।
যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।
your content is so good,smart and beneficial.
thanks for your feedback dear
ভাই, যেকোনো সিম থেকে ১৬২২২ এ মেসেজ করে নিশ্চায়ন ফি দেওয়া যাবে?
na