নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ – বাংলাদেশ নৈৗবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। যারা বাংলাদেশ নৈৗবাহিনীতে ক্যারিয়ার গড়তে চান এটা তাদের জন্য একটা সুবর্ন সুযোগ।কয়েকটা পদে লোক নেওয়া হবে। নিচে আপনার সার্কুলার দেখে নিন।

 

Image result for bd navy imag

 

 

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২০ ব্যাচে নিয়োগ ২০২০

পদসমূহ:
  1. ডিই/ইউসি (সিম্যান, কিমনিকেশন ও টেকনিক্যাল)
  2. মেডিকেল 
  3.  পেট্রলম্যান, রাইটার, স্টোর,   স্টুয়ার্ড, কুক ও এমওডিসি (নৌ) 
  4. টোপাস

১. ডিই/ইউসি (সিম্যান, কিমনিকেশন ও টেকনিক্যাল)
 
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
 
২. মেডিকেল 
 
জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।
 
৪. পেট্রলম্যান, রাইটার, স্টোর,   স্টুয়ার্ড, কুক ও এমওডিসি (নৌ) 
 
ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫, টোপাস
 
পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।


অন্যান্য যোগ্যতা
 
বয়স: প্রার্থীদের বয়স আগামী ০১ জুলাই ২০২০ তারিখে নাবিক: ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ): পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর।
 
বিবাহিক স্ট্যাটাস: অবিবিহিত
 
সাতার জানতে হবে। 

শারীরিক যোগ্যাতা

 সিম্যান:
 উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্ঝি
ওজন: উচ্চতা অনুযায়ী
চোখের দৃষ্টি: ৬/৬
বুক: স্বাভাবিক ৩০ ইঞ্ঝি সম্প্রসারন ৩২ ইঞ্ঝি

পেট্রোলম্যান:
 উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্ঝি
ওজন: উচ্চতা অনুযায়ী
চোখের দৃষ্টি: ৬/৬বুক: স্বাভাবিক ৩০ ইঞ্ঝি সম্প্রসারন ৩২ ইঞ্ঝি

অন্যান্য শাখা:
 উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্ঝি
ওজন: উচ্চতা অনুযায়ী
চোখের দৃষ্টি: ৬/৬

বুক: স্বাভাবিক ৩০ ইঞ্ঝি সম্প্রসারন ৩২ ইঞ্ঝি

এমওডিসি:
 উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্ঝি
ওজন: উচ্চতা অনুযায়ী
চোখের দৃষ্টি: ৬/৬
বুক: স্বাভাবিক ৩০ ইঞ্ঝি সম্প্রসারন ৩২ ইঞ্ঝি

অযোগ্যতা:
বাংলাদেশের আইন অনুযায়ি মামলা, গ্রেফতার, দোষী প্রমান থাকলে আবেদন করার দরকার নাই।

 
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
 
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন।
 
বিস্তারিত জানতে যোগাযোগ
পরিচালক
পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫
হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫

ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd



 

 
 

5 Comments on “নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ – বাংলাদেশ নৈৗবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *