জেএসসি রেজাল্ট ২০১৯ – জে এস সি রেজাল্ট ২০১৯ মার্কশিটসহ দেখুন

জে এস সি রেজাল্ট ২০১৯ 


জে এস সি পরিক্ষা ২০১৯ এর রেজাল্ট এর তারিখ প্রকাশ করা হয়েছে। জে এস সি রেজাল্ট ২০১৯ আপনারা বাংলাদেশের শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনারা এস এম এস এর মাধ্যমেও মোবাইল দিয়ে জে এস সি রেজাল্ট ২০১৯ দেখতে পারবেন।  জে এস সি এবং জে ডি সি রেজাল্ট কয়েক পদ্ধতিতে দেখা যায়। আপনারা যদি জে এস সি পরিক্ষার রেজাল্ট জানতে চান তাহলে সঠিক স্থানে আছেন। আপনারা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন। জে এস সি রেজাল্ট ২০১৯ জানতে এই লেখাটি পড়ুন। যদি আপনি পুরুটা না পড়েন তাহলে রেজাল্ট দেখতে সমস্যা হবে। 

জে এস সি রেজাল্ট ২০১৯



জেএসসি রেজাল্ট ২০১৯ কখন প্রকাশ হবে?



 জে এস সি রেজাল্ট প্রকাশ হবে ২৯ ডিসেম্বর দুপর ১২ টার সময় । জে এস সি রেজাল্ট কখন প্রকাশ হবে যদি জানতে চান তাহলে আপনি নিচের লিংক ক্লিক করে দেখে নিতে পারেন। 

সবসয় জেএসসি রেজাল্ট প্রকাশ হয় দুপুর ১২:৩০ থেকে ১:০০ টার ভিতরে। কখনো কখনো এর আগেও রেজাল্ট দেওয়া হয়। সবার আগে রেজাল্ট পেতে চাইলে পড়তে থাকুন। কারন আজকে আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব কি করে সাবার আগে জেএসসি পরিক্ষার রেজাল্ট দেখবেন। 





 

রেজাল্টের দিন রেজাল্ট দেখতে যত সমস্যা।


জেএসসি পরিক্ষার রেজার্ট পেতে অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। অনলাইনে রেজাল্ট দেখতে গেলে সার্ভার ডাউন থাকে। বার বার সাবমিট করার পরও রেজাল্ট আসে না। 
এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে দেখা যায় প্রথম প্রথম মেসেজ দিলে তারা রিপ্লে দেই রেজাল্ট দুইটার সময় দিবে। মাজখান দিয়ে আপনার ৩ টাকা কেটে নেওয়া হয়।


 

  • অনলাইন
  • অফলাইন {এসএমএস}

 


অনলাইনে জেএসসি পরিক্ষার রেজাল্ট

অনলাইনে খুব সহজে আপরি জেএসসি পরিক্ষার রেজল্ট দেখতে পারবেন। অনলাইনে আপরি জে এস সি পরিক্ষার ৩ ভাবে দেখতে পারবেন। 
১. শুধু আপনার রেজাল্ট 
২. আপনার রেজাল্ট মার্কশিট সহ
৩. আপনার বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের রেজাল্ট

যেভাবে জেএসসি পরিক্ষা ২০১৯ এর রেজাল্ট দেখবেন।

পরিক্ষা: জেএসসি 
সাল: ২০১৯
রেজাল্ট প্রকাশের সময়: দুপুর ১২:০০ থেকে ১:০০
রেজাল্ট প্রকাশের স্থান: http://www.educationboardresults.gov.bd/

জে এস সি পরিক্ষার রেজাল্ট দেখতে আপনার বাংলাদেশর শিক্ষাবোর্ড এর ওযেব সাইট এ প্রবেশ করতে হবে। বাংলাদেশ শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট এ প্রবেশ করতে নিচের লিংকে ডুকুন।

জেএসসি রেজাল্ট ২০১৯

নিচের লিংক এ প্রবেশ করার পর আপনার সামনে নিচের ছবির মত একটা পেজ আসবে। 

জে এস সি রেজাল্ট ২০১৯



এখানে আপনার রোল, রেজি, বোর্ড , ইয়ার এবং একটা ক্যাপচা পূরন করে সাবমিট এ ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখা যাবে। যদি ভাল ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে এখান থেকে রেজাল্ট দেখতে অনেক সময় লাগতে পারে। বার বার রোল, রেজি: লেখে সাবমিট দেওয়া লাগতে পারে। আপনার কন্টিনিউ সাবমিট করতে থাকবেন। যদি এখান থেকে জেএসসি রেজাল্ট দেখতে ব্যার্থ হন তাহলে ….

জেএসসি পরিক্ষার রেজাল্ট দেখুন মার্কশিটসহ


আগে শুধু গ্রেটিং দিয়ে রেজাল্ট প্রকাশ হত কিন্তু কয়েব বছর ধরে কোন পরিক্ষায় কত নাম্বার পেয়েছ্নে তাও প্রকাশ করা হয়। মার্কশিট সহ জেএসসি রেজাল্ট দেখতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন।


লিংকে প্রবেশ করার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে।

জে এস সি রেজাল্ট ২০১৯



 তারপর এখান থেকে জে এস সি পরিক্ষার রেজাল্ট এ ক্লিক করলে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন রোল, রেজি:, বোর্ড ইত্যাদি দিয়ে সাবমিট করলে আপনার মার্কশিট সহ জেএসসি রেজাল্ট দেখতে পারবেন। 

আপনার বিদ্যালয়ের জে এস সি পরিক্ষার রেজাল্ট দেখুন 


আপনি চাইলে এক সথে আপনার বিদ্যালয়ের সব রেজাল্ট একসাথে দেখতে পাবেন। এটা হল রেজাল্ট দেখার সবথেকে সহজ পদ্ধতি। এখানে কখনো সার্ভার ডাউন থাকে না। এখান থেকে রেজাল্ট বের করে আপনার রোল কোথায় আছে দেখবেন। আপানর রোল এর পাশে আপনার রেজাল্ট থাকবে। আপনার বিদ্যালয়ের জে এস সি পরিক্ষার রেজাল্ট দেখতে নিচের লিংক এ ক্লিক কিরুন। 

 

জেএসসি রেজাল্ট ২০১৯



তারপর আপনার স্কুলের ইন নাম্বার এবং বোর্ড সিলেস্ক করে সাবমিট এ ক্লিক করলে আপনার বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার সব রেজার্ট এক শিটে দেখতে পারবেন। 

 

 

বিদ্যালয়ের ইন নাস্বার কোথায় পাবেন? 


আপনার এডমিট কার্ড এর ইনিস্টিটিউট এর পাশে ৫ সংখ্যা অথাবা ৬ সংখ্যার একটা নাম্বার আছে । এটা হল আপনার বিদ্যালয়ের ইন নাম্বার। 

জেএসসি রেজাল্ট ২০১৯ এসএমএস এর মাধ্যমে। 

 

জে এস সি রেজাল্ট ২০১৯



এসএমএস এর মাধ্যমে রেজাল্ট খুব সহজে দেখা যায় । রেজাল্ট কি করে দেখবেন এর আগে জেনে নেওয়া যাক সকল বোর্ড এর শর্ট ফর্ম । কারন এসব শর্ট ফর্ম এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখতে হবে। 

1. Dhaka Education Board (DHA)
2. Rajshahi Education Board (RAJ)
3. Comilla Education Board (COM)
4. Barisal Education Board (BAR)
5. Jessore Education Board (JES)
6. Chittagong Education Board (CHI)
7. Dinajpur Education Board (DIN)
8. Sylhet Education Board (SYL)
9. Technical Education Board (TEC)

 

10. Madrasah Education Board (MAD)
 
এস এস এস এর মাধ্যমে যেভাবে জেএসসি Exam 2019 রেজাল্ট দেখবেন। 
JSC <space> Board Name <space> Roll <space> 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
নমুনা: JSC Dha 123456 2019
send to 16222
ঢাকা বোর্ড জে এস  সি রেজাল্ট ২০১৯
JSC Dha Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
রাজশাহী বোর্ড জেএসসি রেজাল্ট ২০১৯
JSC Raj Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
কুমিল্লা বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Com Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
বরিশাল বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Bar Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
যশোর বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Jse Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
চট্ট্রগ্রাম বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Chi Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
দিনাজপুর বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Din Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
সিলেট বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC SYl Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
কারিগরি বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Tec Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
মাদ্রাসা বোর্ড জে এস সি রেজাল্ট ২০১৯
JSC Mad Roll 2019
মেসেজ লেখার পর পাঠাতে হবে ১৬২২২ নম্বারে। 
এভাবে এস এস এস এর মাধ্যমে  জে এস সি পরিক্ষার রেজাল্ট জানতে পা্রবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *