বিজয় দিবসের শুভেচ্ছা বাণী ও বিজয় দিবসের উক্তি

বিজয় দিবসের শুভেচ্ছা বাণী

বিজয় দিবসের শুভেচ্ছা বাণী এই পোস্টে দেওয়া আছে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসের জন্য আমি বিজয় দিবসের বার্তা, মেসেজ, শুভেচ্ছা স্ট্যাটাস ইত্যাদি শেয়ার করেছি। অনেকে বন্ধুদের সাথে বিজয় দিবসের বার্তা শেয়ার করতে চান। তারা নিচে থেকে শুভেচ্ছা বার্তা গুলো দেখেনিবেন। ফেসবুকে শেয়ার করার জন্য বিজয় দিবসের ফেসবু স্ট্যাটাস দেওয়া আছে। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

বিজয় দিবসের শুভেচ্ছা বাণী

এখানে বিজয় দিবসের শুভেচ্ছা বাণী গুলো দেওয়া আছে। যাদের যাদের বাণী গুলো প্রয়োজন নিচে থেকে সংগ্রহ করেনিবেন। আশা করছি আপনার পছন্দের বাণী এই পোস্টে পেয়ে যাবেন।

মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।

আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।

বিজয় এলো বাংলাদেশের পাখির গানে গানে, সেই কথাটি একটি পাখি বললো কানে কানে।”~ বিজয় দিবসের এই সুন্দর মুহূর্তে প্রতিটি বাংলাদেশির মনে জাগ্রত হোক স্বদেশ প্রীতি । বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলের উদ্দেশ্যে ।

প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।

অশেষ ধৈর্যের বিনিময়ে বহু কষ্টার্জিত বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ।

লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।

লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।

আমরা এই দেশের শক্তি, আমরাই বল।”~বিজয় দিবসের বিজয় উল্লাসে মেতে ওঠার সাথে সাথে আসুন স্মরণ করি সেই সব বীর শহিদদের যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের এই বিশেষ দিনটিকে।

আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।” ~ বিজয় দিবস প্রকৃতই বাংলাভাষীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ; বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন

সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।

১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।

বিজয় দিবসের উক্তি

বিজয় হ’ল সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তার স্বীকৃতি দেওয়া।
– টমি হিলফিগার

জীবনে বিজয়ের জন্য, আমাদের লক্ষ্যতে মনোনিবেশ করতে হবে।
– ল হোল্টজ

পরাজয়ের বিরুদ্ধে জয় রক্ষার জন্য বিজয়ী আইন তৈরি করেন।
– টোবা বিটা

যে ব্যক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয়।
– নেপোলিয়ন হিল

বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।
– সান তজু

সহজ বিজয়গুলি সস্তা। যারা কেবল লড়াইয়ের ফলস্বরূপ আসে তারাই মূল্যবান।
– হেনরি ওয়ার্ড বিচার

প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিজয়, তাকে এটা মনে রাখতে হবে।
– জর্জ স্যান্ডার্স

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে।
– সান তজু

বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা

বিজয়ের সুরে সুর মিলিয়ে, পাখি উড়ে দূর আকাশে ,
সাধু গায় আপন সুরে, প্রাণের সঞ্চার ঘরে ঘরে

আপনার মান-সম্মান তখনই বৃদ্ধি পাবে আপনি যখন বিদেশের মাটিতে গিয়ে আপনার নিজের দেশের মান সম্মান বাড়াতে পারবেন ।
আর গর্ব সহকারে বলবেন আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশী।
বিজয়ের এই দিনে সবাইকে মহান বিজয় দিবসের প্রীতি শুভেচ্ছা।

নেতার উক্তি আর মহান বাণী, দেয় না এনে বিজয়ের হাতছানি,
সবার সম্মিলিত চেষ্টা, দিয়েছে আমাদের শত্রুমুক্ত দেশটা।

আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব,
সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব।
শুভ জন্মদিন বাংলাদেশ।

প্রশ্নবিদ্ধ এই স্বাধীনতাকে উত্তরে মেলাবার সময় হলো আজই ,
এই দিনে আমরা এই সোনার বাংলায় খুঁজে পাই শত কোটি প্রাণের আস্বাদ।
বিজয়ের এই দিনে সবাইকে মহান বিজয় দিবসের প্রীতি শুভেচ্ছা।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ,
দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটিতে
বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জানা-অজানা সেসব শহীদদের। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ।
তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি  এই পোস্ট থেকে বিজয় দিবসের শুভেচ্ছা বাণী ও বিজয় দিবসের উক্তি  সংগ্রহ করতে পেরেছেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে থেকে বিজয় দিবস নিয়ে আরও কিছু পোস্ট দেওয়া আছে। সেগুলো দেখেনিতে পারেন।

See Also:

বিজয় দিবসের উক্তি, বাণী, ফেসবুক স্ট্যাটাস এবং বিজয় দিবসের কবিতা

বিজয় দিবসের কবিতা আবৃতি পিডিএফ সংগ্রহ