(PDF) এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২

এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২

এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২ আজকের পোস্টে পাবলিশ করা হয়েছে। আজকের সকল বোর্ডে ২০২২ সালের এস এস সি পরীক্ষার পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আশা করছি  আপনারা আজকের পরীক্ষাটি ভালোভাবে দিতে পেরেছেন। আমরা পদার্থ বিজ্ঞান প্রশ্নটি ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমাদের অভিজ্ঞ শিক্ষক দিয়ে আজকের প্রশ্নটির macq ও সৃজনশীল প্রশ্ন গুলো সমাধান করেছি। এই সমাধান গুলো নিচের দিকে দেওয়া আছে।

তো আপনারা অনেকে আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর গুলো সংগ্রহ করতে চাচ্ছেন। এজন্য আমরা এই সমাধান গুলো পিডিএফ আকারে প্রকাশ করেছি। এজন্য আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান গুলো সংগ্রহ করেনিন। নিচে সমাধান গুলো দেওয়া আছে দেখেনিন। তো চলুন আজকের পোস্ট টি আরম্ভ করা যাক।

এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের কাঠামো ২০২২

২০২২ সালের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে পদার্থ বিজ্ঞান বিষয়ের নম্বর অনেকে হ্রাস করা হয়েছে। মোট ৪৫ নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে ২০২২ সালের এস এস সি পরীক্ষায়। ৩  টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে যার মোট নাম্বার হচ্ছে ৩০। এবং ২৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থেকে ১৫ টি উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার মোট ১৫ নাম্বারে বহুনির্বাচনি পরীক্ষা নেওয়া হবে।

এসএসসি-পরীক্ষার-নম্বরবণ্টন-২০২২

এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২

এখানে আপনাদের জন্য পদার্থ বিজ্ঞান প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে। আপনার উত্তর সঠিক হয়েছে কিনা তা জানতে আমাদের প্রশ্নের উত্তর এর সাথে মিলয়ে দেখুন। আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২ পাবলিশ করেছি।  এখানে আপনাদের জন্য  mcq সমাধান ২০২২ দেওয়া আছে।  সৃজনশীল প্রশ্নের সমাধান গুলো নিচে পেয়ে যাবেন।

আগামীকাল কি পরীক্ষা তা জানতে এখানে ক্লিক করুন 

এস এস সি পদার্থ বিজ্ঞান mcq প্রশ্নের সমাধান ২০২২

পদার্থ বিজ্ঞানের একটি বিশেষ অংশ হচ্ছে বহুনির্বাচন প্রশ্ন বা mcq। এই অংশে আপনারা সঠিক উত্তর লিখার মাধ্যমে মোট ১৫ নাম্বার পেয়ে যাবেন। অনেক শিক্ষার্থীরা গুগল থেকে পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর গুলো যাচাই করতে চায়। এজন্য আজকের পোস্টে আমাদের অভিজ্ঞ শিক্ষক দিয়ে আজকের পরীক্ষার mcq প্রশ্নের সঠিক উত্তর গুলো প্রকাশ করেছি। নিচে আপনাদের জন্য সঠিক উত্তর গুলো দেওয়া আছে দেখেনিন।

এস এস সি পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্নের সমাধান ২০২২

আগের বছর গুলোতে এস এস সি পরীক্ষার জন্য ৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো। কিন্তু ২০২২ সালের জন্য সেখানে মোট ৩ টি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হয়। তার কারণ ২০২২ সালের এস এস সি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এই নিয়ম অনুযায়ী বোর্ড প্রশ্নে ৩ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নিচে আপনাদের বোর্ড পরীক্ষায় যেসব সৃজনশীল প্রশ্ন গুলো দেওয়া আছে এখানে তার সমাধান করে দেওয়া আছে।

প্রশ্ন ১ঃ সুমন বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে  10 cm পেলো।  পরিমাপের আপেক্ষিক ত্রুটি 10 %।

কামাল একটি দণ্ড পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পাঠ 15 cm পেলো।এবং লক্ষ্য করলো ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি  প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলেছে। [ ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1 mm ]

ক) আয়তন ত্রুটি দৈর্ঘ্য ত্রুটির কত গুণ?
খ) শক্তির মাত্রা নির্ণয় কর।
গ) কামালের পরিমাপকৃত দন্ডটির দৈর্ঘ্য কত?
ঘ) বইটির ক্ষেত্রফলের শতকরা হিসাবে আপেক্ষিক ত্রুটি কত?

সৃজনশীল প্রশ্নের উত্তর

ক) আয়তন ত্রুটি দৈর্ঘ্য ত্রুটির তিনগুণ।
খ) আমরা জানি,
কাজ W = Fs
         = mas
         = m (v/t)s
         = ms²/t²         [ v = s/t  ]
সুতরাং, কাজের মাত্রা = (ভরের মাত্রা × সরনের মাত্রা²)                                                          ÷(সময়ের মাত্রা²)
                                  = ML²/T²
                                  = ML²T⁻²

গ)  দেওয়া আছে, প্রধান স্কেলের পাঠ M = 15 cm

ভার্নিয়ার সমপাতন V = 7

ভার্নিয়ার ধ্রুবক VC = 0.1 mm = 0.01 cm

দন্ডের দৈর্ঘ্য L =?

আমরা জানি,

L = M + V × VC

   = 15 + 7 × 0.01

   = 15 + 0.07

  = 15.07 cm     ( Answer)

ঘ) বইটির পরিমাপ করা দৈর্ঘ্য = 10 cm
সুতরাং বইটির পরিমাপকৃত ক্ষেত্রফল = (10 cm)²= 100 cm²
আপেক্ষিক ত্রুটি 10 %
বইটির  সবচেয়ে কম দৈর্ঘ্য,
  = 10 – 10×10%
  = 10 – (10×10)/100
  = 10 – 1
  = 9 cm
এবং বইটির  সবচেয়ে বেশি দৈর্ঘ্য,
  = 10 + 10×10%
  = 10 + (10×10)/100
  = 10 + 1
  = 11 cm
ক্ষেত্রফল হতে পারে
সবচেয়ে কম  = (9×9) cm² = 81 cm²
সবচেয়ে বেশি = (11×11) cm² = 121 cm²
চুড়ান্ত ত্রুটি,
| 100 cm² – 81 cm² | = 19 cm²
| 121 cm² – 100 cm² | = 21 cm²
যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি নিই অর্থাৎ চূড়ান্ত ত্রুটি 21 cm²
কাজেই আপেক্ষিক ত্রুটি  = 21cm²/ 100 cm² = 0.21
শতকরা ত্রুটি = 0.21× 100 = 21% (Ans:)

এসএসসি ২০২২ সকল বোর্ডের পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান

নিচের দিকে বিভিন্ন বোর্ডের প্রশ্নের সম্বাধ করে দেওয়া আছে। অনেকে শিক্ষার্থীর ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান খুঁজে থাকে। আবার কেউ কেউ দিনাজপুর, রাজশাহী, বরিশাল বোর্ড ইত্যাদি। তাই আপনাদের জন্য সকল শিক্ষাবোর্ডের সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনি প্রশ্নের সমাদাহ্ন গুলো নিচের দিকে দেওয়া আছে দেখেনিন।

এসএসসি ২০২২ সকল বোর্ডের পরীক্ষার রুটিন পিডিএফ সংগ্রহ

 আমরা এখানে এস এস সি পরীক্ষার রুটিন সংগ্রহ করার জন্য একটি ফাইল দিয়েছি। ফাইল টি লিঙ্ক আকারে দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে রুটিন টি পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। অনেকে পরীক্ষার রুটিন টি পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাচ্ছিলেন। লিঙ্কটিতে ক্লিক করে এস এস সি পরীক্ষার রুটিন সংগ্রহ করেনিন।

 পিডিএফ  সংগ্রহ 

শেষ কথা

 আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করছি আপনারা সবাই এই পোস্ট থেকে এস এস সি পদার্থ বিজ্ঞান প্রশ্নের সমাধান ২০২২ সংগ্রহ করেনিতে পেরেছেন এবং পিডিএফ ফাইল সংগ্রহ করতে পেরেছেন।। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন।  আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

See More:

SSC English 1st Paper Question Solution 2022 PDF Collect

এসএসসি ২০২২ সকল বোর্ডের পরীক্ষার রুটিন পিডিএফ সংগ্রহ করুন

এস এস সি ইংরেজি ১ম পত্রের প্রশ্নের সমাধান ২০২২- পিডিএফ

আগামীকাল কালকের পরীক্ষার রুটিন 

এস এস সি ইংরেজি ২য় পত্রের প্রশ্নের সমাধান ২০২২-suggestionbd.com