এস এস সি মার্কশিট দেখার নিয়ম ২০২৩।

এস এস সি মার্কশিট দেখার নিয়ম

অনেক সময় আমাদের এস এস এস সি পরীক্ষার মার্কশীট এর প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে আমাদের কাছে মার্কশীট পাওয়া যায় না। তাই কম্পিটার দোকানে থেকে নম্বর পত্র সংগ্রহ করতে হয়। আজকে আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করেছি। এই পদ্ধতি ফলো করলে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই নিজে নিজে এস এস সি পরীক্ষার মার্কশীট পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

 মার্কশীট সংগ্রহ করার জন্য প্রথমে আপনাদের কে একটি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেখানে আপনার বোর্ড পরীক্ষার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করতে হবে। এরপর নম্বর পত্র পিডিএফ সংগ্রহ করতে পারবেন। কিভাবে এস এস সি পরীক্ষার নম্বর পত্র সংগ্রহ করবেন তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

মার্কশীট সংগ্রহ করার পূর্বে এস এস সি পরীক্ষার রেজাল্ট বের করতে হবে। তো অনেকেই হয়তো রেজাল্ট দেখার নিয়ম জানেন না। এজন্য প্রথমে আপনাদের সাথে রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করা হয়েছে। এস এম এস ও অনলাইনে দুই ভাবে রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু মার্কশীট টি সংগ্রহ করবেন তাই আপনারা অনলাইন থেকে রেজাল্ট বের করে নিবেন। রেজাল্ট দেখার জন্য দুই টি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। এর যেকোনো একটি থেকে এস এস এই পরীক্ষার ফলাফল দেখার নিয়ম জেনে নিন।

http://www.educationboardresults.gov.bd/
https://eboardresults.com/v2/home

এস এস সি মার্কশীট দেখার ওয়েবসাইট

সবচেয়ে সহজ হচ্ছে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা। কারণ এখানে গ্রেড পয়েন্ট দেখার পাশা-পাশি সকল বিষয়ের জিপিএ পয়েন্ট দেখা যাবে। এছাড়া রেজাল্ট এর মার্কশীট পিডিএফ সংগ্রহ করা যাবে। এই ওয়েবসাইট গুলো শিক্ষাবোর্ড দ্বারা পরিচালিত হয়। তাদের অফিসিয়াল ২ টি ওয়েবসাইট আছে। এখানে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। রেজাল্ট দেখার ওয়েবসাইট https://eboardresults.com/v2/home। এই ওয়েবসাইট থেকে  মার্কশীট সংগ্রহ করতে হবে।

এস এস সি মার্কশিট দেখার নিয়ম ২০২৩

মার্কশীট দেখার জন্য একটি ওয়েবসাইট আছে। এটি বাংলাদেশে শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেও পরীক্ষার রেজাল্ট দেখতে হয় এবং মার্কশীট বের করতে হয়। মার্কশীট সংগ্রহ করার জন্য প্রথমে https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর নিচে দেখানো নিয়ম গুলো ফলো করুন।

প্রথমে গুগলে https://eboardresults.com/v2/home লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

এখন Examination সিলেক্ট করুন। ssc/dakhil/equivalent

Year লিখুন। যে সালের মার্কশীট দেখতে চাচ্ছেন।

 Result Type এ Individual Result সিলেক্ট করুন।

আপনার বোর্ড রোল লিখুন।

 এখন রেজিস্ট্রেশন নাম্বার দিন।

 একটি Security Key (4 digits) থাকবে সেটি শূন্যস্থানে লিখুন।

 শেষ ধাপ, এই ধাপে আপনি Get Resultএ ক্লিক করুন।

এখন নিচে print অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ ওপেন হবে। এখন মার্কশীট টি Save as PDF সিলেক্ট করুন। এখন সেভ বাটনে ক্লিক করুন। আপনার মার্কশীট টি সাথে সাথে পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে। এরপর এটি চাইলে কম্পিটার দোকান থেকে প্রিন্ট করতে পারবেন। এই পদ্ধতি ফলো করে এস এস সি পরীক্ষার মার্কশীট বের করতে হবে।

শেষ কথা

আমার দেখানো নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজেই মোবাইল দিয়েই মার্কশীট সংগ্রহ করতে পারবেন এবং পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন। এই নিয়ম অনুসরণ করে যেকোনো সালের মার্কশীট বের করা যাবে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে এস এস সি মার্কশিট দেখার নিয়ম ২০২৩ জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম মার্কশীট সহ

পিডিএফ সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩