রেজাল্ট দেখার নিয়ম অনেকেই জানেন না। তাই কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বের করা হয় তা জানার জন্য খুজতেছেন। এই পোস্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রেজাল্ট কিভাবে দেখতে হয় তার সকল নিয়ম দেখানো হয়েছে। এই পোস্ট টি পড়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট কিভাবে দেখতে হয় তা জানতে পারবেন। এখানে অনার্স রেজাল্ট দেখার নিয়ম গুলো দেখানো হয়েছে। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখার নিয়ম জানতে চান, সেই পদ্ধতি টি এখান থেকেই জানতে পারবেন।
একই পদ্ধতি অনুস্ররন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট দেখতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট বের করার নিয়ম দেখে মোবাইল দিয়ে আপনারা নিজে নিজে নম্বর পত্র সহ ফলাফল বের করতে পারবেন। তো যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম ও সকল পদ্ধতি জানতে চান, তারা এই পোস্ট টি শেষ পর্যন্ত পড়ুন। নিচে দেওয়া নিয়ম গুলো ধাপে ধাপে ফলো করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এই রেজাল্ট গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেখান থেকে আপনার কিছু তথ্য দিয়ে ফলাফল জানতে হবে। রেজাল্ট দেখার জন্য দুই টি পদ্ধতি আছে। একটি হচ্ছে অনলাইন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখা এবং আরেকটি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে দেখা। যাদের মোবাইল বা পিসি আছে তারা চাইলে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখতে পারবেন।
যাদের স্মার্ট ফোন নেই, তাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখা। এটি হচ্ছে বিকল্প পদ্ধতি। এস এম এস পরীক্ষার ফলাফল জানার জন্য আপনার কাছে থেকে এম এস এস চার্জ কেটে নেওয়া হবে। নিচে অনলাইনে ও এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন তা দেখানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম ধাপে ধাপে অনুসরণ করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট
বর্তমানে সকল ক্লাসের রেজাল্ট দেখাটা অনেক সহজ করা হয়েছে। ঘরে বসেই মোবাইলের মাধ্যমে মার্কশিট সহ পরীক্ষা ফলাফল জানা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট গুলো দেখার জন্য আরও সহজ পদ্ধতি আছে। এছাড়া তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। যেখানে পরীক্ষা ও ফলাফলপ্রকাশের পাশা-পাশি বিভিন্ন প্রয়োজনীয় নোটিশ প্রদান করে থাকে। একই পদ্ধতি অনুসরণ করে আপনারাঅনার্স ১ম বর্ষ, অনার্স ২য় বর্ষ, অনার্স ৩য় বর্ষ, অনার্স ৪র্থ বর্ষ, ডিগ্রী সকল বর্ষ, মাস্টার্স শেষ পর্ব ও মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা রেজাল্ট দেখতে পারবেন। পরীক্ষার ফলাফল দেখার পূর্বে, পরীক্ষার ফলাফল দেওয়ার তারিখ অবশ্যই জেনে নিতে হবে। তাছাড়া আপনারা রেজাল্ট দেখতে পারবেন না। তবে বিগত সালের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
অনার্স রেজাল্ট দেখার নিয়ম
অনেকে অনার্স রেজাল্ট কিভাবে দেখতে হয় তা জানেন না। এজন্য গুগল থেকে জানার জন্য খজতেছেন। তাই এই অংশে অনার্স রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। সেই সাথে পোস্টের শেষের দিকে অনার্স রেজাল্ট কিভাবে দেখতে হয় তা শেয়ার করা হয়েছে। এই একটি নিয়ম অনুসরণ করে পনারা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অনার্স রেজাল্ট দেখতে পারবেন। নিচে থেকে নিয়ম গুলো দেখুন।
ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখার নিয়ম
ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় একই। তাই যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখতে হয়, ঠিক একই ভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট বের করতে হয়। তাই যার যারা ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখার নিয়ম জানতে চাচ্ছেন, তারা নিচে থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট যেভাবে দেখবেন তা জেনে নিবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম অনলাইনে
এই অংশে আপনাকে অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম শেয়ার করেছি। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। সেখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট টি ব্যবহার করবেন। এটি ব্যবহার কিভাবে করবেন তা এখান থেকে দেখে নিন।
১। প্রথমে গুগল থেকে http://www.nu.ac.bd/results/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।
২। এখন পরীক্ষা ধরন বাছাই করুন। সেখানে Degree, Honours, Masters, Professional, On Campus, Rescrutiny Result দেওয়া আছে। আপনি যেই ফলাফল জানতে চাচ্ছেন, সেখানে ক্লিক করুন।
৩। যেমন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল চেক করবেন। তাই সেখান থেকে Honours এ ক্লিক করে আপনার সেমিস্টার বেছেনিন।
৪। ধরেন আপনি ১ম বর্ষের ফলাফল দেখবেন। তাই First Year এখানে ক্লিক করবেন। এর পর নিচের মতো একটি ইন্টারফেজ দেখতে পাবেন।
৫। এখন আপনার Exam. Roll লিখুন।
৬। এরপর Registration নাম্বার দিন।
৭। তারপর পরীক্ষার সাল বাছাই করুন। এখানে ২০০৬ সালের পর থেকে সকল রেজাল্ট দেখতে পাবেন।
৮। একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, নিচের খালি ঘরে সেটি লিখুন।
৯। এখন সার্চ রেজাল্ট এ ক্লিক করুন।
১০। উপরোক্ত কাজ সম্পর্ন করলে আপনার প্রাপ্ত ফলাফল টি প্রদর্শন হবে।
(রেজাল্ট দেখার জন্য উপরে দুই টি ধাপ দেওয়া আছে। Individual Result এবং Collegewise Result। আপনারা Individual Result সিলেক্ট করে রেজাল্ট দেখবেন। )
এস এম এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
যাদের কাছে পিসি বা স্মার্ট ফোন নেই তারা শুধু এই পদ্ধতি ফলো করবেন। প্রথমে আপনাকে মেসেজ অপশনে যেতে হবে এবং একটি অফিসিয়াল কোডে এস এম সেস পাঠাতে হবে। নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে। সেটি ফলো করুন।
- আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান।
- এরপর যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে NU লিখুন।
- এখন একটি স্পেস দিয়ে আপনার কোর্স এর নাম লিখবেন। আপনি যে কোর্সের ফলাফল জানতে চাচ্ছেন।
- এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল লিখুন।
- এখন ১৬২২২ নাম্বারে এস এম সেস পাঠাতে হবে।
উদাহরণঃ NU <Space> আপনার কোর্স <Space> আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
সকল কোর্সের নাম লেখার নিয়ম:
১। অনার্স ১ম বর্ষঃ H1
২। অনার্স ২য় বর্ষঃ H2
৩। অনার্স ৩য় বর্ষঃ H3
৪। অনার্স ৪র্থ বর্ষঃ H4
৫। ডিগ্রী সকল বর্ষঃ DEG
৬। মাস্টার্স শেষ পর্বঃ MF
৭। মাস্টার্স প্রথম পর্বঃ MP
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশিট সহ রেজাল্ট দেখার নিয়ম
ফলাফল দেখার পাশা-পাশি আপনাদের মার্কশীট মোবেইল এর মাধ্যমে দেখতে পারবেন। এটি পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। উপরের নিয়ম গুলো মেনে ফলাফল দেখার পড়ে আপনাকে নম্বর পত্র বের করতে হবে। উক্ত কাজ গুলো শেষ হলে মোবাইলে একটি বড় অংশে আপনার নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা সহ পরীক্ষা রেজাল্ট দেখানো হবে। যদি পিসি বা ল্যাপটপ থেকে ফলাফল দেখেন তাহলে ctrl + P চাপ দিবেন। এরপর পিডিএফ সংগ্রহ করার অপশন পাবেন। সেখানে মার্কশীট পিডিএফ ফাইলে দেখতে পারবেন।
যদি মোবাইল থেকে ফলাফল দেখেন তাহলে, প্রথমে গুগল ক্রম ব্রাউসার কে ডেক্সটপ মুদ ওঁ করবেন। এর পর উপরের দান পাশে একটি থ্রি ডট দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন। তারপর শেয়ার করার অপশন থাকবেন, সেখানে চাপ দিবেন। এরপর আপনার ফলাফল টি মার্কশিট সহ দেখতে পারবেন। এখন এটি পিডিএফ সংগ্রহ করে নিবেন।
শেষ কথা
আজকের মতো এখানেই শেষ। আগেই বলা হয়েছে, পরিক্ষার তারিখে প্রকাশের পূর্বে আপনার ফলাফল দেখতে পারবেন না। কবে জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ ফলাফল ২০২৩ প্রকাশ করবে, তা জানতে নিচে একটি পোস্ট দেওয়া আছে সেটি দেখতে পারেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম জানতে পেরেছেন। এই রকম শিক্ষা, রেজাল্ট ও সাজেশন সম্পর্কিত পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।
আরও দেখুনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ ফলাফল ২০২৩- এনইউ রেজাল্ট (প্রকাশিত )