ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

প্রতি বছর পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে প্রশ্ন পত্রের মানবন্টন ও নম্বর বিভাজন গুলো প্রকাশ করা হয়। অনেক সময় এক শিক্ষাবর্ষের মানবন্টনের সাথে অন্য শিক্ষাবর্ষের মানবন্টন মিল পাওয়া যায় না। সাধারণত যে বছর পরীক্ষার রেজাল্ট যেমন হবে, তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গুলো ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তো ২০২৩-২৪ সালের ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন প্রকাশ করেছে। একটি নোটিশে মানবন্টন টি উল্লেখ করা আছে। যারা ভর্তই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এটি দেখেনিতে পারেন। এই মানবন্টন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে সকল ইউনিট এর ঢাবি ভর্তি  পরীক্ষা অনুষ্ঠিত হবে।  পরীক্ষার কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, যে কোনো ধরণের ইলেক্টিক ডিভাইস ঘড়ি ও কলম ব্যবহার করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

বাংলাদেশের জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১ম সারিতে রাখা হয়। যার কারণে এই বিশ্ববিদ্যালয় টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানবন্টন ও ভর্তি নিয়ম ফলো করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ আলাদা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করে। ভর্তি নোটিশ প্রকাশের পাশা-পাশি ২০২৪ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন কিভাবে সাজানো হয়েছে তা প্রকাশ করেছে। প্রতিটি ইউনিটের জন্য এই মানবন্টন তৈরি করা হয়েছে।

ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার MCQ পাস নম্বর ২৪। লিখিত অংশে পরীক্ষায় পাস নম্বর ১২। ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত পরীক্ষার মোট পাস নম্বর ৪০। ৪০ এর নিচে পেলে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। ঢাকা ইউনিভার্সিটি এর ক, খ, গ এবং ঘ উনিটের জন্য MCQ পরীক্ষার সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট দেওয়া হবে। মোট ৯০ মিনিট বা ১ ঘণ্টা ৩০ মিনিট পরীক্ষার সময় থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি ইউনিট আছে। এগুলো ক, খও, গ, ঘ ও চ ইউনিট নামেপরিচিত। এদের আলাদা ভাবে পূর্ণ নাম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশন থেকে ভর্তি পরীক্ষার জন্য নতুন নিয়মচালু করে। প্রথম দিকে শুশু বহুনির্বাচনিমূলকপরীক্ষা নেওয়া হতো। এরপর শিক্ষার্থীদেরকে আরও কঠিন ভাবে যাচাই করতে এর সাথে লিখিত পরীক্ষা যুক্ত করা হয়। তবে লিখিত অংশে নাম্বার খুব কম। তবে এমসিকিউ ও লিখিত দুই পরীক্ষায় পাস করলে আপনাকে মেধা তালিকাতে রাখা হবে।

আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে পূর্ণমান ২০০ নম্বর ছিলো। এখনটা ১০০ নাম্বার করা হয়েছে। তখন এস এস সি ও এইচ এস সি পরীক্ষার ফলাফলের উপর ৮০ নম্বর ধার্য ছিল। সেটা কমিয়ে ২০ নাম্বারে পরিণত করা হয়েছে। MCQ পরীক্ষার জন্য ৬০ এবং লিখিত পরীক্ষায় ৪০ করা হয়েছে। MCQ ও লিখিত পরীক্ষার জন্য মোট ৪৫ মিনিট সময় দেওয়া হবে। সময় গুলো আলাদা আলাদা থাকবে দুই অংশের পরীক্ষার জন্য। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ঢাবি ক ইউনিট মানবন্টন MCQ
  • পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) ১৫ নম্বর
  • রসায়ন (আবশ্যিক) ১৫ নম্বর
  • জীববিজ্ঞান ১৫ নম্বর
  • গণিত ১৫ নম্বর
  • বাংলা ১৫ নম্বর
  • ইংরেজি ১৫ নম্বর
ক ইউনিট মানবন্টন লিখিত
  • পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) ১০ নম্বর
  • রসায়ন (আবশ্যিক) ১০ নম্বর
  • জীববিজ্ঞান ১০ নম্বর
  • গণিত ১০ নম্বর
  • বাংলা ১০ নম্বর
  • ইংরেজি ১০ নম্বর
ঢাবি খ ইউনিট মানবন্টন MCQ
  • বাংলা  ১৫ নম্বর
  • ইংরেজি  ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান ৩০ নম্বর
খ ইউনিট মানবন্টন লিখিত
  • বাংলা  ২০ নম্বর
  • ইংরেজি  ২০ নম্বর
ঢাবি গ ইউনিট মানবন্টন MCQ
  • বাংলা  ১২ নম্বর
  • ইংরেজি  ১২ নম্বর
  • হিসাব বিজ্ঞান  ১২ নম্বর
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ  ১২ নম্বর
  • মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং  ১২ নম্বর
গ ইউনিট মানবন্টন লিখিত
  • অনুবাদ বাংলা থেকে ইংরেজি ৫ নম্বর
  • অনুবাদ ইংরেজি থেকে বাংলা ৫ নম্বর
  • বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) ৫ নম্বর
  • Precise writing ৫ নম্বর
  • সংক্ষিপ্ত রচনা (বাংলা) ৫ নম্বর
  • ৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ১৫ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন: চ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট এ সাধারণ জ্ঞান এবং অঙ্কন বা ফিগার ড্রয়িং দুই অংশে পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞানের জন্য ৪০ নম্বর এবং ঙ্কন বা ফিগার ড্রয়িং এর জন্য ৬০ নম্বর। মোট ১০০ নাম্বারে চ ইউনিট এর পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান’ পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে। ২ টি পরীক্ষার মোট নাম্বারের ৪০% হলে মেধা তালিয়া পাস হিসেবে গণ্য করা হবে।

সাধারণ জ্ঞান পরীক্ষা:
এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজিসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয় প্রশ্ন থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়োগ ২০২৩-২৪

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য নিয়োগ প্রকাশ করেছে। সেই নিয়োগ অনুযায়ী ভর্তি আবেদন ১৮ই ডিসেম্বর, ২০২৩ তারিখে শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ৫ই জানুয়ারি, ২০২৪ সাল। আবেদনের সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এর তথ্য দেওয়া লাগবে। এর সাথে আবেদন ১০৫০ টাকা অব্লাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।

০৮ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। এই নিয়োগে পরীক্ষার মানবন্ট টি প্রকাশ করা হয়েছে। সেই সাথে কবে ও কখন কোন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে তা উল্লেখ করা আছে।

ইউনিটের নাম ভবনের নাম তারিখ সময়
ক ইউনিট Science Faculty ১ মার্চ ২০২৪ ১১.০০ AM – ১২.৩০ PM
খ ইউনিট Arts Faculty ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১.০০ AM – ১২.৩০ PM
গ ইউনিট Commerce Faculty ২৪ মার্চ ২০২৪ ১১.০০ AM – ১২.৩০ PM
চ ইউনিট Fine Arts Faculty ৯ মার্চ ২০২৪ ১১.০০ AM – ১২.৩০ PM

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় বন্টন

ইউনিট MCQ পরীক্ষা লিখিত/অঙ্কন পরীক্ষা
নম্বর সময় নম্বর সময়
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ৬০ ৪৫ মিনিট ৪০ ৪৫ মিনিট
বিজ্ঞান ইউনিট ৬০ ৪৫ মিনিট ৪০ ৪৫ মিনিট
ব্যবসায় শিক্ষা ইউনিট ৬০ ৪৫ মিনিট ৪০ ৪৫ মিনিট
চারুকলা ইউনিট(সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৪০(সাধারণ জ্ঞান) ৩০ মিনিট ৬০ ( অঙ্কন) ৬০ মিনিট

শেষ কথা

উপরের অংশে দেওয়া মানবন্টন অনুযায়ী সকল ইউনিট এর পরীক্ষা নেওয়া হবে। এই পোস্টে ভর্তি সংক্রান্ত সকল তথ্য গুলো বিস্তারিত শেয়ার করেছি। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪  সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *