পুলিশের নিয়োগের মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে

পুলিশ কনস্টেবলে নিয়োগের মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে?

পুলিশের নিযোগের মাঠে যেসব কাগজপ্রত নিয়ে যেতে হবে।

পুলিশের চাকরির জন্য কি কি কাগজ লাগে ?

পুলিশে যোগদানের কাগজপত্র

  • ফিজিকেল ইন্ড্রোরেন্স টেস্টের ২ কপি ফটো কপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/ সাময়িক সনদপত্রের মূল কপি।
  • সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।
  • স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।
  • প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা/ মাতার পরিচয়পত্রের মূলকপি।
  • কোটায় আবেদনকারীদের কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র/ সনদপত্র।
  • ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবি।
  • পরীক্ষার ফি বা অনলাইনে আবেদন করে থাকলে, পরীক্ষার ফি জমার রশিদ ও আবেদনের মুল কপি সাথে রাখতে হবে।
  • সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
  • জন্ম নিবন্ধন, অভিবাবকের সম্মতিপত্র, অবিবাহিত সনদপত্র, দৌড়, জাম্প, সাতার ইত্যাদির কোন সার্টিফিকেট থাকলে সেগুলোও সাথে রাখতে পারেন। আশাকরি এর থেকে বেশি কাগজপত্র প্রয়োজন হবে না।
পুলিশের পরিক্ষা দেওয়ার আগে অবশ্যই সারকুলারটি ভালো করে কয়েকবার পড়ে নিবেন। যদি কোন কারনবসত এইসব কাগজপত্র ছাড়া অন্য কোন কাগজপত্র চাই, তবে সেটিও অবশ্যই সারকুলারে উল্লেখ থাকবে।
এবারের নিয়োগের যেসব কাগজপ্রত্র নিতে হবে

কোন জেলার মাঠ কোথায় কখন হবে

One Comment on “পুলিশের নিয়োগের মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে”

  1. খুবই উপকারি একটা পোস্ট, চাকরির খবর আর জানতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটথেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *