এসএসসি রেজাল্ট ২০২১ অনলাইন | SSC Result 2021 Online
যদি আপনি এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে সঠিক জায়গায় আছেন। আমাদের ওয়েবসাইট থেকে আপনি এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আর রোল এবং বোর্ডের নাম সাবমিট করেই এক ক্লিকেই আপনাপর এসএসসি রেজাল্ট ২০২১ বের করতে পারবেন। যারা অনলাইনের এসএসসি রেজাল্ট বের করতে আগ্রহীনা তারা এসএমএসর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২১ দেখতে পারবেন। এসএমএসের মাধ্যমে কিভাবে এসএসসি রেজাল্ট বের করবেন এটাও জানতে পারবেন এই আর্টিকেল থেকে। তাহলে চলুন দেখে নেই কিভাবে এসএসসি রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন।
এসএসসি রেজাল্ট ২০২১ অনলাইন
ধাপ ৩: Year থেকে 2021 সিলেক্ট করুন
ধাপ ৪: Board থেকে আপনার বোর্ড সিলেক্ট করুন
ধাপ ৫: Result Type থেকে Individual Result সিলেক্ট করুন।
[এখন আপনার সামনে আরো তিনটা ঘর শো করবে। রোল, রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি কোড এর ঘর]
ধাপ ৬: Roll এর ঘরে আপনার এসএসসি পরিক্ষার রোল দিন
ধাপ ৭: রেজিস্ট্রেশনের ঘর অপশনাল। এটা না দিলেও সমস্যা নাই।
ধাপ ৮: Security Key এর ঘরে যে সংখ্যাটি থাকবে এটা পাশের ঘরে বসিয়ে দিন।
ধাপ ৯: এখান Get Result এ ক্লিক করলে আপনার রেজাল্ট বের হয়ে আসবে।
যদি আপনার পুরু বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট একসাথে দেখতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: প্রথমে এই লিংকে ক্লিক করুন
ধাপ ২: তারপর Examination থেকে SSC/Dakhil/Equivilent সিলেক্ট করুন
ধাপ ৩: Year থেকে 2021 সিলেক্ট করুন
ধাপ ৪: Board থেকে আপনার বোর্ড সিলেক্ট করুন
ধাপ ৫: Result Type থেকে Institution result সিলেক্ট করুন।
ধাপ ৬: EIIN এর ঘরে আপনার বিদ্যালয়ের ইন নাম্বার দিন
ধাপ ৭: Security Key এর ঘরে যে সংখ্যাটি থাকবে এটা পাশের ঘরে বসিয়ে দিন।
ধাপ ৮: এখান Get Result এ ক্লিক করলে আপনার রেজাল্ট বের হয়ে আসবে।
এসএসসি রেজাল্ট এসএমএসের মাধ্যমে | SSC Result 2021 by SMS
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC<>Board name<>Roll<>Year
তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে
উদাহারন: SSC Dha 123455 2021
16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
এখানে আপনার বোর্ডের সর্ট র্ফম দিতে হবে। মানে বোর্ডের নামের ১ম তিন অক্ষর। যেমন:
Dhaka Board= DHA
Cumilla Board= CUM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board=MAD
Technical Board= BTEB