এইচএসসি পৌরনীতি ও সুসাশন ১ম প্রত্র এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ
আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পারিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতাকে প্রবাহিত করে বিশ্লেষণ করো?
আইন কিঃ
আইন শব্দটি এসেছে একটি ফারসি শব্দ থেকে যার পারিভাষিক অর্থ সুনির্দিষ্ট নিয়ম। মানুষ সামাজিক জীব এ সমাজ জীবনে চলতে আমাদের কিছু প্রচলিত বিধিবিধানের রয়েছে তাকে আইন বলা হয়। বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে আইনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন ।গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের মতে আইন হলো পক্ষপাতহীন যুক্তি। অন্যদিকে আইন বিজ্ঞানের মতে সার্বভৌম শক্তির আদেশই হচ্ছে আইন
স্বাধীনতা কিঃ
স্বাধীনতা শব্দটি এসেছে ইংরেজি শব্দ Liberty যা ল্যাটিন শব্দ Liber থেকে উৎপত্তি। ল্যাটিন শব্দ Liber এর অর্থ স্বাধীন বা মুক্ত। সুতরাং উৎপত্তির দিক থেকে স্বাধীনতা বলতে যা খুশি তাই করার অধিকার কে বোঝায়। কিন্তু পৌরনীতিতে অবাধ স্বাধীনতা বলতে কিছু নেই স্বাধীনতার অর্থ যা খুশি তা করার বা স্বেচ্চা চিন্তা নয়, স্বাধীনতা হল অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজ করার ইচ্ছা। সুতরাং সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা জন্য সবরকম কাজের ওপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন যা এক কথায় স্বাধীন বলা হয়।
সাম্য কিঃ
সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। কিন্তু সমাজে সবাই সমান নয় বা সমান হওয়া সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষ যদি সমান হয়ে থাকে তাহলে সামাজিক শৃঙ্খলা ঠিক থাকবেনা। পৌরনীতির সাম্য বলতে সমান করে নেওয়ার প্রক্রিয়া কে বোঝায় অর্থাৎ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা কে বলে। একজন নির্দিষ্ট ব্যক্তির সকল ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করবে তা নয়, অন্য একটি ব্যক্তি সে পরিমাণ সমপরিমাণ সুযোগ-সুবিধা বহন করবে তাই হল সাম্য।