ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট উত্তর ৪র্থ সপ্তাহ

ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ

আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও।

ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট উত্তর ৪র্থ সপ্তাহ


সৃষ্টির সেরা জীব মানুষ। সময় এর সাথেসাথে সভ্যতার বিবর্তন এর ফলে আমরা আজ আধুনিক যুগের অবতীর্ণ হতে পেরেছি। তবে সৃষ্টির শুরুতে মানুষ এমন জীবন যাপন করছে না। সভ্যতা দুটি থেকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে আধুনিক যুগ মধ্যযুগ ও আদিম যুগ। আদিম যুগ থেকে মানুষ ছবি আঁকা পছন্দ করতে সে সময় কাগজের আবিষ্কার না হওয়ার কারণে তারা পাথর ও মাটিতে চিত্রকর্ম করতে। আদিম যুগের মানুষের চিত্রকর্ম অসাধারণ ছিল কারন তারা পোড়ামাটির ফলক তাছাড়া পাথরের প্রদীপ্ত করে তারা বিভিন্ন প্রকৃতি পশু পাখি জীবজন্তুর ছবি অঙ্কন করতে। বাংলাদেশের প্রথম আদিম যুগের পোড়ামাটির ফলকচিত্র দেখা যায়। অন্যদিকে সভ্যতা ও পরিবর্তনের সাথে সাথে আমাদের আধুনিক যুগে চলে গেছি এবং আমাদের চিত্রকর্মের আধুনিকতার ছোঁয়া লেগেছে। কাগজ আবিষ্কার এর ফলে আমরা এখন কাগজের বিনোদনের চিত্রকর্ম সঙ্গম করি । তাছাড়া এখন মোবাইল এবং কম্পিউটার দিয়ে ছাবি আকা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *