বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিত) তে অসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা বিজিবিতে ক্যারিয়ার গড়তে চান এটা তাদের জন্য ভাল একটা সুযোগ। এখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশ প্রার্থীরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। আর অবশ্যই এসএমএস পাঠাতে হবে টেলিটক সীমের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। এখান থেকে বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলও সংগ্রহ করতে পারবেন।
পদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিন। নিচে বিজ্ঞপ্তি এবং সংগ্রহ লিংক দেওয়া আছে। আগে শারীরিরক যোগ্যতা দেখে নিন।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ৫ ফুট (ছেলে)
৪ ফুট ৮” (মেয়ে)
ওজন: ৪৮ কেজি (ছেলে)
৩৬ কেজি (মেয়ে)
বুক: ৩২”-৩৪” (ছেলে)
৩০”-৩২” (মেয়ে)
দৃষ্টি শক্তি: ৬/৬
বয়ম: অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। বিবহিত ছেলে প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ম ২৫ এবং মেয়েদের ১৯ বছর।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে দেখে নিন। (২ পর্টে দেওয়া)
যদি আমাদের মাধ্যমে বিজিবির আবেদন করতে চান তাহলে নিচের লেখাগুলো পড়ুন:
( প্রিয় বন্ধু , আমার ফোন নাম্বার নেওয়ার আগে শিউর হয়ে নিন আপনি কোন পদের জন্য আবেদন করবেন এবং এই পদে আবেদন করতে কত টাকা লাগবে। যদি আমার থেকে আবেদন করাতে চান এবং বিশ্বাস করেন তাহলে নিচের নাম্বার আপনার ইম এবং whatsapp এ যোগাযোগ করুন { স্পেশাল ওয়ারনিং আমার মাধ্যমে আবেদন করলে ৫০ টাকা ফি লাগবে}। 01303443369 (কল না দেওয়ার জন্য অনুরুদ রইলো )
ধন্যবাদ