তৈলচিত্রের ভূত MCQ প্রশ্নের উত্তর- PDF

তৈলচিত্রের ভূত MCQ

এই পোস্টে তৈলচিত্রের ভূত mcq প্রশ্নের উত্তর পিডিএফ দেওয়া আছে। তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর-উপযোগী ছোটগল্প। ১৯৪১ সালের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এ গল্পটি। ভূত-বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে তা তুলে ধরেছেন।

এ গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞানবুদ্ধির জয়। কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রামত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে ঐসব বিশ্বাসের অমতঃসারশূন্যতা ধরা পড়ে। নিচে থেকে MCQ ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর পড়ে নিন।

তৈলচিত্রের ভূত MCQ

এখানে তৈলচিত্রের ভূত গল্পের mcq প্রশ্ন গুলো দেওয়া আছে। সেই সাথে সঠিক উত্তর এখান থেকেই জেনে নিতে পারবেন। নিচের দেওয়া প্রশ্ন গুলো পড়ুন।

১. কে মুখ না তুলেই নগেনকে বসতে বললেন?

ক. দাদামশায়
খ. নিরঞ্জন
গ.পরাশর ডাক্তার
ঘ. দিদিমা

উত্তরঃ গ 

২. লাইব্রেরির আলমারির ভেতরগুলোতে কী ছিল?

ক.মামার প্রয়োজনীয় বই
খ.অদরকারি বাজে বই
গ.জরুরি বইপত্র
ঘ. দাদামশায়ের বিভিন্ন ফাইল

উত্তরঃ খ 

৩. লাইব্রেরির দেয়ালে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল?

ক.২
খ.৩
গ.৪
ঘ. ৫

উত্তরঃ খ 

৪. লাইব্রেরির দেয়ালে টানানো ক্যালেন্ডারে ইংরেজি কোন মাসের তারিখ লেখা কাগজের ফলক ঝুলছিল?

ক.জানুয়ারির
খ.মার্চের
গ. ডিসেম্বরের
ঘ. সেপ্টেম্বরের

উত্তরঃ গ 

৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে কার চাউনি একটু উদ্ভ্রান্ত ছিল?

ক দিদিমার
খ. নগেনের
গ পরাশর ডাক্তারের
ঘ নগেনের মামার

উত্তরঃ খ 

৬. নগেনের মামা কেমন ছিলেন?

ক. কৃপণ
খ.উদার
গ. উগ্র মেজাজি
ঘ. ভদ্র ও নম্র

উত্তরঃ ক 

৭. কার জন্য শ্রদ্ধা-ভক্তিতে নগেনের মন ভরে গেল?

ক.মামার জন্য
খ.পরাশর ডাক্তারের জন্য
গ.দিদিমার জন্য
ঘ. পরেশের জন্য

উত্তরঃ ক 

৮. নগেন মরিয়া হয়ে কখন বিছানা ছেড়ে উঠে পড়ল?

ক. রাত একটায়
খ. রাত দুইটায়
গ. রাত তিনটায়
ঘ. রাত সাড়ে তিনটায়

উত্তরঃ গ 

৯. বিদ্যুৎ কোন তার দিয়ে বেশি চলাচল করে থাকে?

ক. তামার তার
খ.প্লাস্টিকের তার
গ.পিতলের তার
ঘ. রাবারের তার

উত্তরঃ ক 

১০. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
ক .২৫
খ.২৭
গ. ৩০
ঘ. ৩২

উত্তরঃ গ 

১১. লাইব্রেরিটি কোন আমলের ছিল?

ক.নগেনের বাবার আমলের
খ.নগেনের বড় ভাইয়ের আমলের
গ. নগেনের দাদামশায়ের আমলের
ঘ. নগেনের মামাদের আমলের

উত্তরঃ গ 

১২. অন্ধকারে নগেন কার তৈলচিত্রের সামনে এগিয়ে গেল?

ক. দাদামশায়ের
খ. মামার
গ. দিদিমার
ঘ. মায়ের

উত্তরঃ খ 

১৩. কখন নগেনের জ্ঞান ফিরল?

ক. ভোর রাতে
খ. সকালে
গ.শেষ রাতে
ঘ. দুপুরে

উত্তরঃ খ 

১৪. নগেন রাত তিনটায় মরিয়া হয়ে বিছানা ছাড়ল কেন?

ক.মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে মনকে শান্ত করার জন্য
খ.ভূতের ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকার জন্য
গ.মামার তৈলচিত্রে মালা পরানোর জন্য
ঘ. পরাশর ডাক্তারের কাছে সব ঘটনা জানানোর জন্য

উত্তরঃ খ 

১৫. নগেনের মামার তৈলচিত্রটি কীসের ফ্রেমে বাঁধানো ছিল?

ক.কাঠের
খ.রুপার
গ.সোনার
ঘ. তামার

উত্তরঃ খ 

১৬. নগেন কোথায় থেকে কলেজে পড়ে?

ক.মামাবাড়ি
খ. দাদাবাড়ি
গ. মাসির বাড়ি
ঘ. পরাশর ডাক্তারের বাড়ি

উত্তরঃ ক 

১৭. নগেনকে কে একটা আস্ত গর্দভ বলল?

ক.মামা
খ.দাদামশায়
গ. পরাশর ডাক্তার
ঘ.দিদিমা

উত্তরঃ গ 

১৮. নগেনের মামার ছবির সঙ্গে কয়টি ইলেকট্রিক বাল্ব লাগান হয়েছিল?

ক.১
খ.২
গ.৩
ঘ. ৪

উত্তরঃ খ 

১৯. ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল কে?

ক. নগেন
খ. পরেশ
গ.সুজিত
ঘ.সুরঞ্জিত

উত্তরঃ খ 

২০. পরলোকগত মামার জন্য নগেনের মনে শ্রদ্ধা-ভক্তি বৃদ্ধি পেল কেন?

ক.মামা নিজের ছেলের মতো তাকে ভালোবাসত জেনে
খ.মামা নিজের সব সম্পদ তাকে দিয়েছে জেনে
গ.মামা তার জন্য জমি দিয়েছিল জেনে
ঘ. মামা তার লেখাপড়া চালানোর সুযোগ দিয়েছে জেনে

উত্তরঃ ক  

তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনি প্রশ্ন

২১. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

ক.মাসির
খ.পিসির
গ.মামার
ঘ.দাদার

উত্তরঃ গ 

২২. নগেনের সাে থ পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?

ক.২ মাস আগে
খ.৩ মাস আগে
গ. ৪ মাস আগে
ঘ.৫ মাস আগে

উত্তরঃ ক 

২৩. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?

ক.পড়ার খরচ না দেয়ায়
খ.ভালো ব্যবহার না করায়
গ.বিরক্তির ভাব প্রকাশ করায়
ঘ.অনাদর অবহেলা করায়

উত্তরঃ ঘ 

২৪. উদ্দীপকটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. পরেশ
খ.নগেন
গ. পরাশর ডাক্তার
ঘ. নগেনের মামা

উত্তরঃ খ 

২৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

ক. ভৌতিক পরিবেশ সৃষ্টি
খ. আলোকিক ঘটনার সমাবেশ
গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা
ঘ. পাঠকদের নিছক আনন্দ দান

উত্তরঃ গ 

২৬. পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়িতে আসেন?
ক. ১০টায়
খ. ১১টায়
গ. ১২টায়
ঘ. ১টায়

উত্তরঃ ক 

২৭. ‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. কাব্য

উত্তরঃ গ 

২৮. নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছেন কেন?

See also তিন উপায়ে জানুন এসএসসির ফলাফল
ক. বাস্তবতাবর্জিত
খ. কল্পকাহিনী বলে
গ. ভৌতিক বলে
ঘ. অলৌকিক বলে

উত্তরঃ ক 

২৯. নিচের কোনটি পরাশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. সাহসী ও ন্যায়পরায়ণ
খ. বুদ্ধিমান ও আধুনিক
গ. জ্ঞানী ও সৎ
ঘ. নম্র ও বিনয়ী

উত্তরঃ খ 

৩০. মায়ের ধারণাটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. পরেশ
খ. পরাশর ডাক্তার
গ.নগেন
ঘ. মামা

উত্তরঃ গ 

৩১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন?

ক. ১৯৪৩
খ.১৯৫৬
গ. ১৯৬০
ঘ. ১৯৬৫

উত্তরঃ ক 

৩২. পরাশর ডাক্তার পড়ে গেলেন কেন?

ক. বিদ্যুতের ধাক্কায়
খ. পা হড়কে
গ. ভূতের ধাক্কায়
ঘ. দুর্বলতার কারণে

উত্তরঃ ক 

৩৩. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’-এটি কার উক্তি?

ক. ডাক্তারের
খ. দরবেশের
গ. আত্মার
ঘ. নগেনের

উত্তরঃ ঘ 

৩৪. রাত বারোটায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন?

ক.বাইরের ঘরে
খ. বাড়ির সামনে
গ.লাইব্রেরিতে
ঘ. নিজ কক্ষে

উত্তরঃ ক 

৩৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটিতে কোন মাসের উল্লেখ আছে?

ক. বৈশাখ
খ. জ্যৈষ্ঠ
গ. ফাল্গুন
ঘ. চৈত্র

উত্তরঃ ঘ 

৩৬. “তৈলচিত্রের ভূত’ গল্পের আলোকে ইলিয়াসের ভয় পাওয়ার কারণ-

ক. শিক্ষার অভাব
খ. মানসিক বিপর্যয়
গ. ভীতিকর মানসিকতা
ঘ. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব

উত্তরঃ ঘ 

৩৭. তৈলচিত্র থেকে কি যেন তার ভিতর থেকে কাঁপিয়ে তুলেছিল?
ক. বিদ্যুৎ
খ. ভূত প্রেত
গ. এসিড
ঘ. অশরীরী আত্মা

উত্তরঃ গ 

৩৮. ‘ভর্ৎসনা’ অর্থ কী?

ক. কান্না
খ. তিরস্কার
গ. হাসি
ঘ. উৎসাহ

উত্তরঃ খ 

৩৯. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন চরিত্রের মধ্যে কীসের স্বরূপ ব্যাখ্যা করেছেন?

ক.ভূত বিশ্বাসের
খ.কুসংস্কারের
গ.কাল্পনিকতার
ঘ. বিজ্ঞান বুদ্ধির

উত্তরঃ খ

৪০. উদ্দীপকের বানেছা ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. নগেন
খ. পরেশ
গ. মামা
ঘ. পরাশর ডাক্তার

উত্তরঃ ক

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে তৈলচিত্রের ভূত MCQ প্রশ্নের উত্তর PDF সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষাসংক্রান্ত তথ্য পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে শিক্ষামূলক পোস্ট শেয়ার করা হয়।

আরও দেখুনঃ

তৈলচিত্রের ভূত সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পিডিএফ

তৈলচিত্রের ভূত -মানিক বন্দ্যোপাধ্যায়। ৮ম শ্রেণি