প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন

এই পোস্টে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এই জ্ঞানমূলক প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার কমন পাওয়া যাবে। এছাড়া পোস্টের নিচে কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। যেগুলো খ নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিচে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পড়ুন।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। প্রাণিবৈচিত্র্য কী? [ঢা, বে, ‘১৫]
উত্তর : পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণিবৈচিত্র্য।

প্রশ্ন ২। সিলােম কী? [য, বাে, ‘২১, ‘১৯; কু, বাে, ‘১৯; দি, বাে, ‘২১]
উত্তর : ভূণীয় মেসােডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলাে সিলােম।

প্রশ্ন ৩। খণ্ডায়ন কাকে বলে? [চ, বাে, ‘২১; সি, বাে, ‘১৯]
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডায়ন বলে।

প্রশ্ন ৪। আন্তঃপ্রজাতিক ভিন্নতা কী?
উত্তর : ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে।

প্রশ্ন ৫। ICZN এর পূর্ণরূপ লিখ। (ব, বাে, ‘২১).
উত্তর : International Code of Zoological Nomenclature.

প্রশ্ন ৬। প্রতিসাম্যতা কী? [ঢ়া, বাে, ‘২১; কু, বো, ‘১৭, ‘১৫; ব, বাে, ‘১৬]
উত্তর : প্রতিসাম্য হলাে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান।

প্রশ্ন ৭। ভূণস্তর কী?
উত্তর : ভূণের যেসব কোষস্তর থেকে পরিণত প্রাণীর বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলােকে ভূণস্তর বলে।

প্রশ্ন ৮। ট্যাক্সন কী? [ৱা, বাে, ‘১৭]
উত্তর : ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। অর্থাৎ শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগােষ্ঠী বা জনগােষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে ।

প্রশ্ন ৯। মিথােজীবিতা কী? [দি, বাে, ‘১৭]
উত্তর : যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলেপরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সাহচর্যকে মিথােজীবিতা বলে।

প্রশ্ন ১০। মেটামরিজম কী?
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে বলে খণ্ডকায়ন বা মেটামেরিজম।

প্রশ্ন ১১। ত্রিপদ নামকরণ কী? (চ, বাে, ‘২১)
উত্তর : গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই তিনটি পদের সমন্বয়ে গঠিত নামকে ত্রিপদ নামকরণ বলে।

প্রশ্ন ১২। ক্লিভেজ কী? (ব; বাে, ‘২১)
উত্তর : যৌন জননকারী প্রাণীর জাইগােটের বহু বিভাজনই হলাে ক্লিভেজ।

প্রশ্ন ১৩। প্রজাতি কী? (ঢ বাে, ‘১৯, ‘১৭ রা, বাে, ‘১৯; দি. বাে, ‘১৯; ম. বাে, ‘২১)
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ও মৌলিক একক হলাে প্রজাতি।

প্রশ্ন ১৪। হায়ারার্কি কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের বিভিন্ন এককগুলােকে উচ্চতর থেকে নিম্নতর স্তরে বিন্যাস করাকে হায়ারার্কি বলে ।

প্রশ্ন ১৫। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
উত্তর : পৃথিবীতে এ পর্যন্ত প্রায় ১৫,০০,০০০ (পনের লক্ষ) প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে ।

প্রশ্ন ১৬। দ্বিপদ নামকরণ কী?
উত্তর : জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয় ।

প্রশ্ন ১৭। শ্রেণিবিন্যাস কী? [চা, বাে, ‘২১; দি, বাে, ‘১৫]
উত্তর : পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে ও জীবজগতকে গােষ্ঠী বা দলে বিন্যস্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস।

প্রশ্ন ১৮। উপ-প্রজাতি কী?
উত্তর : বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগােষ্ঠী বা পপুলেশন আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান-প্রদান ঘটাতে সক্ষম, তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়।

প্রশ্ন ১৯। ICZN কী?
উত্তর : ICZN আন্তর্জাতিকভাবে প্রাণীর নামকরণের একটি নীতিমালা যার মধ্যে প্রাণীর নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির নিয়মাবলি লিপিবদ্ধ থাকে।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রশ্ন ২০। ছিদ্রালু প্রাণী কী? (য, বাে, ‘২১)
উত্তর : Porifera পর্বের প্রাণীদের দেহের প্রাচীরে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান থাকায় এদেরকে ছিদ্রালু প্রাণী বলা হয় ।

প্রশ্ন ২১। সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম Antedon bifida.

প্রশ্ন ২২। Radula কী?
উত্তর : Mollusca পর্বের প্রাণীদের মুখবিবরে কাইটিন নির্মিত জিহ্বাকে র‍্যাডুলা (Radula) বলে ।

প্রশ্ন ২৩। আরশােলার বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : আরশােলার বৈজ্ঞানিক নাম Periplaneta americana.

প্রশ্ন ২৪। মেডুসা কী?
উত্তর : Cnidarian দের বহুরূপিতা প্রদর্শনকারী সদস্যদের মুক্ত এবং যৌন জননে সমর্থ একক হলাে মেডুসা ।

প্রশ্ন ২৫। পেস্ট কাকে বলে?
উত্তর : প্রাণিজগতে আথ্রোপােডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পােকাদের পেস্ট বলে।

প্রশ্ন ২৬। নটোকর্ড কাকে বলে? [কু, বাে, ‘২১]
উত্তর : মেসােডার্ম উদ্ভূত কোষ দিয়ে গঠিত ভূণাবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা, বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডাকার গঠনকে নটোকর্ড বলে ।

প্রশ্ন ২৭। Agnatha কী?
উত্তর : প্রকৃত চোয়াল ও জ্যেড় উপাঙ্গবিহীন এবং তরুণাস্থিময় জীবিত মৎস্যগােষ্ঠী হলাে Agnatha।

প্রশ্ন ২৮। হ্যাগফিশ কী?
উত্তর : Vertebrata উপপর্বের Agnatha অধিশ্রেণির অন্তর্গত Myxini শ্রেণিভুক্ত মাছগুলাে হলাে হ্যাগফিশ।

প্রশ্ন ২৯। মানুষ কোন শ্রেণির প্রাণী?
উত্তর : মানুষ Chordata পর্বের Vertabrata উপপর্বের অন্তর্গত Mammalia শ্রেণির প্রাণী।

প্রশ্ন ৩০। প্রতীপ রূপান্তর কী?
উত্তর : Chordata পর্বের Urochordata উপ-পর্বের প্রাণীদের লার্ভাগুলাে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, তাই প্রতীক রূপান্তর।

প্রশ্ন ৩১ Chordata কাকে বলে?
উত্তর : যেসব প্রাণীর জীবনের কোনাে না কোনাে দশায় নটোকর্ড, ফুলকার, স্নায়ুরজ্জ্ব, এন্ডােস্টাইন এবং পায়ু উত্তর পেশল লেজ পাওয়া যায় তাদেরকে Chordata বলে।

প্রশ্ন ৩২। সিলেন্টেরন কী?
উত্তর : Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত গহ্বরই হলাে সিলেন্টেরন ।

প্রশ্ন ৩৩। স্পঞ্জোসিল কী? [সি, বাে, ‘২১]
উত্তর : Porifera পর্বের সদস্যদের একটি কেন্দ্রীয় গহ্বর থাকে যা অসকিউলাস নামক একটি বড় ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে তাকে স্পঞ্জোসিল বলা হয়।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অনুধাবনমূলক প্রশ্ন

প্রশ্ন ১। প্রাণীর বিভিন্নতার কারণ কী? (চ, বাে, ‘২১)

উত্তর : প্রাণীর বিভিন্নতার কারণ বিভিন্ন অঞ্চলে বসবাস ও বিভিন্ন জলবায়ু ও আবহাওয়ার প্রভাব। এজন্য প্রাণীর মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতাও দেখা যায় । পৃথিবীর বিভিন্ন অঞলে প্রাণীদের মধ্যে গঠন, বাসস্থান, আচরণগত বৈচিত্র্য দেখা যায়। প্রকৃতির বিভিন্ন জলবায়ু ও আবহাওয়া অঞলে ফলভাবে টিকে থাকার জন্য প্রাণীদের মধ্যে এবৈচিত্র্যময়তার উদ্ভব হয়। এছাড়া ভিন্ন পরিবেশে সময়ের পরিবর্তনের সাথে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যও প্রাণীদের মধ্যে বৈচিত্র্যময়তার উদ্ভব হয়।

প্রশ্ন ২। ইউসিলােমেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয় কেন?

উত্তর : ইউসিলােমেট হচ্ছে প্রকৃত সিলােমযুক্ত প্রাণী। কারণ ভ্রূণীয় মেসােডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলেম উদ্ভূত হয় এবং চাপা, মেসােডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। তাই ইউসিলামেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয় । Mollusca, Arthropola, Chordata প্রভৃতি প্রাণীরা ইউসিলােমেট।

প্রশ্ন ৩। প্রাণীদের বিভিন্ন দলে বিভক্ত করার কারণ কী?

উত্তর : পৃথিবীতে অসংখ্য ছােট-বড় ও বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। এদের প্রত্যেকের সম্বন্ধে পৃথকভাবে জানা কারও একার পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেকেরই প্রাণিজগৎ সম্পর্কে কম-বেশি জ্ঞান লাভ করা প্রয়ােজন। এজন্য পারস্পরিক সম্পর্ক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের মিল-অমিলের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণীদের বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে।

প্রশ্ন ৪। মানুষের মধ্যে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য কেন দেখা যায়? [রা. বাে, ‘২১]

উত্তর : মানুষের মধ্যে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য দেখা যাওয়ার কারণ জিনগত ভিন্নতার কারণে একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রজাতিতে রেস, জাত, সৃষ্টি হয়। যেমন বিশ্বের সকল মানুষ Homo sapiens প্রজাতিভুক্ত হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে এর Negroid, Mongoloid, Coucasoid ইত্যাদি রেস দেখা যায় ।

প্রশ্ন ৫। প্রতিসাম্য বলতে কী বুঝায়? (ঢ, বাে, ‘১৫)

উত্তর : প্রতিসাম্য প্রাণিজগতের শ্রেণিবিন্যাসকরণের অন্যতম একটি ভিত্তি। প্রতিসাম্য বলতে প্রাণিদেহকে কোনাে অক্ষ বা তল বরাবর সদৃশ্য সমান অংশে বিভাজন করার নিয়মকে বুঝায়। প্রাণিদেহে বিভিন্ন ধরনের প্রতিসাম্য লক্ষ করা যায়। যেমন- ১. গােলীয় প্রতিসাম্য, ২.অরীয় প্রতিসাম্য, ৩. দ্বি-অরীয় প্রতিসাম্য, ৪. দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য এবং ৫. অপ্রতিসাম্য।

প্রশ্ন ৬। ট্যাক্স বলতে কী বুঝ? ঢ বাে, ‘১৭
উত্তর : ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। যেসব প্রাণী বা প্রাণিগােষ্ঠীকে শ্রেণিকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র‍্যাংক-এর অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণিগােষ্ঠীকে ট্যাক্সন বহুবচনে Taxa বলে। শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগােষ্ঠী বা জনগােষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে। যেমন : Animalia, chordata, Mammalia একেকটি ট্যাক্সন।

প্রশ্ন ৭। তারামাছকে অরীয় প্রাণী বলা হয় কেন?

উত্তর : কোনাে প্রাণীর দৈহিক গঠন যদি এমন হয় যে একে একাধিক বার কেন্দ্রীয় অংশ বরাবর সমান ভাগে ভাগ করা যায়, তবে তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। তারা মাছের পাঁচটি সমান বাহু আছে, ফলে এটি একাধিকবার সমান ভাগে বিভক্ত হয় । তাই তারামাছকে অরীয় প্রতিসম প্রাণী বলা হয় ।

প্রশ্ন ৮। অগ্রাধিকার আইন বলতে কী বােঝ?

উত্তর : অগ্রাধিকার আইন হলাে কোনাে প্রাণীর একাধিক গণ বা প্রজাতির নাম থাকলে তার মধ্যে একটি নির্দিষ্ট নাম গ্রহণের নীতিমালা। এ আইন ICZN দ্বারা প্রণীত ও সুনির্দিষ্ট। ইচ্ছামাফিক পরিবর্তন বা রদবদল করা যাবে না। একটি প্রাণীর সে নামই গৃহীত নাম বলে বিবেচিত যেটি প্রথমে বর্ণনা করা হয়। যদি কোনাে গণ বা প্রজাতির একাধিক নাম দেওয়া হয়ে থাকে তাহলে তার প্রথম বা পুরাতন নামটিই বৈধ হবে। অন্যগুলাে জুনিয়র সিনােনিম হিসেবে বাতিল বলে গণ্য হবে।

প্রশ্ন ৯। দ্বিপদ নামকরণ বলতে কী বুঝায়? [রা. বে. ‘১৯, ‘১৭; ব, বাে, ‘২১; দি, বাে, ‘১৫]

উত্তর : নামকরণের আন্তর্জাতিক নিয়মানুসারে কোনাে জীবের নামকরণে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে, দুই শব্দের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। সুইডিস বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস ১৭৫৮ সালে দ্বিপদ নামকরণের নীতিমালা প্রবর্তন করেন। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens । এক্ষেত্রে Homo হলাে মানুষের গণ-এর নাম এবং sapiens হলাে মানুষের প্রজাতি নামের নির্দেশক।

প্রশ্ন ১০। পরজীবী বলতে কী বুঝ?
উত্তর : যে জীব আজীবন বা জীবনের কোনাে এক বা একাধিক পর্যায়ে জীবনধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে, তাকে পরজীবী বলে। পরজীবী পােষক দেহ থেকে পুষ্টি ও আশ্রয় লাভ করে। পােষকের কিছু না কিছু ক্ষতি করে। পােষকদেহে জীবনযাপনের জন্য দেহে অভিযােজন ঘটে। এদের প্রজনন ক্ষমতা অত্যধিক এবং স্বাধীন জীবন-যাপনে অক্ষম হয়।

শেষ কথা

এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আশা করছি এই পোস্ট থেকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এইচ এস সি সাজেশন সংগ্রহ করতে পেরেছেন।  এই রকম আরও সাজেশন ও প্রশ্ন উত্তর পিডিএফ সংগ্রহ করতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস সৃজনশীল প্রশ্ন এইচ এস সি ২০২৩