বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।এ কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে। এতে তার মহৎ আদর্শ ও মানবিক মূল্যবােধকে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর। রাজ্য বিজয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয় জয়ে মনােযােগী হলেন। নিচে বাবুরের মহত্ত্ব কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে দেখেনিন।
বাবুরের মহত্ত্ব কবিতার বহুনির্বাচনী প্রশ্ন
এখানে বাবুরের মহত্ত্ব কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এি বহুনির্বাচনি পাঠ্য বইয়ে দেওয়া নেই। গাইড বই থেকে পড়তে হবে। যাদের কাছে গাইড নেই তারা এই পোস্ট থেকে পড়ুন অথবা সংগ্রহ করুন।
১। ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ।’—কে এই প্রতিজ্ঞা করেছিলেন?
ক. চৌহান
খ. সংগ্রাম সিং
গ. দৌলত খাঁ
ঘ. ইব্রাহিম লোদি
উত্তরঃ খ
২। কবি কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন?
ক. কবিসম্রাট
খ. স্বভাবকবি
গ. জগত্তারিণী
ঘ. কবিশেখর
উত্তরঃ ঘ
৩। ‘বীরভোগ্যা এ বসুধা’ কথাটার অর্থ কী?
ক. বীরপুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন
খ. বীরপুরুষগণই পৃথিবীতে কীর্তি স্থাপন করে থাকেন
গ. বীরগণ পৃথিবীকে বেশি ভোগ করেন
ঘ. এ পৃথিবীতে বীরের অধিকারই স্বীকৃত
উত্তরঃ ঘ
৪। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় ফুটে উঠেছে বাবুরের—
i. ক্ষমাশীলতা
ii. বীরত্ব
iii. মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
৫। কালিদাস রায়ের পেশা কী ছিল?
ক. শিক্ষকতা
খ. সাহিত্যসাধনা
গ. ব্যবসা
ঘ. সাংবাদিকতা
উত্তরঃ ক
৬। পানিপথের যুদ্ধে কে নিহত হয়েছেন?
ক. বাবুর
খ. হুমায়ুন
গ. রণবীর চৌহান
ঘ. ইব্রাহিম লোদি
উত্তরঃ ঘ
৭। লোদি কে ছিলেন?
ক. শাসক
খ. পাঠান বাদশা
গ. রাজা
ঘ. মোগল সম্রাট
উত্তরঃ খ
৮। কবি কালিদাস রায় তাঁর কবিতায় কোন শব্দের সার্থক প্রয়োগ করেছেন?
ক. আরবি-ফরাসি
খ. আরবি-ফারসি
গ. আরবি-হিন্দি
ঘ. হিন্দি-ফারসি
উত্তরঃ খ
৯। কালিদাস রায় কোন বিষয় নিয়ে কবিতা লিখেছেন?
ক. মধ্যবিত্তের সংকট
খ. প্রকৃতিভাবনা
গ. ঐতিহ্যচেতনা
ঘ. বিচিত্র বিষয়
উত্তরঃ ঘ
১০। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কিশলয়
খ. পর্ণপুট
গ. ঋতুমঙ্গল
ঘ. বৈকালী
উত্তরঃ খ
১১. পানিপথের যুদ্ধে কে নিহত হয়েছেন?
ক. বাবুর
খ. হুমায়ুন
গ. রণবীর চৌহান
ঘ. ইব্রাহিম লোদি
উত্তরঃ ঘ
বাবুরের মহত্ত্ব কবিতার MCQ প্রশ্নের উত্তর
এখানে বাবুরের মহত্ত্ব কবিতার mcq প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয়েছে। যারা যারা এই কবিতার mcq খুজতেছিলেন এই অংশ থেকে সেগুলো পড়ে নিবেন।
১২. লোদি কে ছিলেন?
ক. শাসক
খ. পাঠান-বাদশা
গ. রাজা
ঘ. মুঘল সম্রাট
উত্তরঃ খ
১৩. বাবুর তাঁর জয়ের মধ্যে কী দেখতে পান?
ক. সম্মান
খ. অসন্তুষ্টি
গ. ফাঁকি
ঘ. খ্যাতি
উত্তরঃ গ
১৪. বাবুরের বিজয়ে কে গর্জে উঠলেন?
ক. দৌলত খাঁ
খ. সংগ্রাম সিং
গ. রণবীর চৌহান
ঘ. ইব্রাহিম লোদি
উত্তরঃ খ
১৫. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় সবচেয়ে কৃতঘ্ন ব্যক্তি কে?
ক. দৌলত খাঁ
খ. ইব্রাহিম লোদি
গ. রণবীর চৌহান
ঘ. সংগ্রাম সিং
উত্তরঃ ক
১৬. ‘বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে’—কে বলেছেন?
ক. দৌলত খাঁ
খ. সংগ্রাম সিং
গ. বাবুর
ঘ. রণবীর চৌহান
উত্তরঃ গ
১৭. দিল্লি দখলের পর বাবুর কী করতে চেয়েছিলেন?
ক. প্রজাদের হৃদয় জয়
খ. ধর্ম প্রচার
গ. শ্রেণিবৈষম্য দূর
ঘ. পার্শ্ববর্তী রাজ্য জয়
উত্তরঃ ক
১৮. খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল?
ক. দৌলত খাঁর
খ. চৌহানের
গ. সংগ্রাম সিংয়ের
ঘ. ইব্রাহিম লোদির
উত্তরঃ গ
১৯. বাবুর কাদের হৃদয় দখল করার জন্য মনস্থির করেন?
ক. বিজিতের
খ. প্রজাদের
গ. রাজপুতদের
ঘ. নাগরিকদের
উত্তরঃ খ
২০. হিন্দুর হৃদয় জয় করার জন্য বাবুর কোন দিকে মনোযোগ দিয়েছিলেন?
ক. যুদ্ধ
খ. কৃষি উন্নয়ন
গ. সুশাসন
ঘ. পৃষ্ঠপোষকতা
উত্তরঃ গ
বাবুরের মহত্ত্ব কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-২৩। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে কোন রাজপথে ঘুরছিল?
উত্তর: রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল।
প্রশ্ন-২৫। কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২৬। কালিদাস রায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কালিদাস রায় ১৮৮৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২৭। কালিদাস রায় কোন পেশাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন?
উত্তর: কালিদাস রায় বিদ্যালয়ের শিক্ষকতাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন।
প্রশ্ন-৩০। ভারতের লােদি বংশীয় শেষ পাঠান সম্রাটের নাম কী?
উত্তর: ভারতের সােদি বংশের শেষ পাঠান সম্রাটের নাম ইব্রাহিম লােদি।
প্রশ্ন-২৪। বাবুর রাজপথে পড়ে থাকা মেথুর শিশুকে কীসের কবল থেকে উদ্ধার করেন?
উত্তর: বাবুর রাজপথে পড়ে থাকা মেথর শিশুকে মত্ত হাতির কবল থেকে উদ্ধার করেন।
প্রশ্ন-৩১৷ বাবুর পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেন?
উত্তর: বাবুর পানিপথের যুদ্ধে সুলতান ইব্রাহিম লােদিকে পরাজিত করেন।
প্রশ্ন-৩২। প্রজারঞ্জনে মন দিয়েছিলেন কে?
উত্তর: প্রজারঞ্জনে মন দিয়েছিলেন সম্রাট বাবুর।
প্রশ্ন-৩৩। হিন্দুদের হৃদয় জয় করার জন্য বাবুর কী করেছিলেন?
উত্তর: হিন্দুদের হৃদয় জয় করার জন্য বাবুর সুশাসন করেছিলেন।
প্রশ্ন-৩৪৷ সম্রাট বাবুরকে দেশে ফিরে যেতে বলেছেন কে?
উত্তর: সম্রাট বাবুরকে দেশে ফিরে যেতে বলেছেন সংগ্রাম সিং।
প্রশ্ন-৩৫৷ কোন যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়?
উত্তর: খানুয়ার যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়।
প্রশ্ন-৩৬৷ সংগ্রাম সিংকে বাবুর কোথায় পরাজিত করেন?
উত্তর: সংগ্রাম সিংকে বাবুর খানুয়ার প্রান্তরে পরাজিত করেন।
প্রশ্ন-৩৭৷ বাবুরের মহত্ত্ব কবিতায় সম্রাট বাবুর ভারতের কোন অংশ জয় করেছিলেন?
উত্তর: বাবুরের মহত্ত্ব’ কবিতায় সম্রাট বাবুর ভারতের উত্তর অংশ জয় করেছিলেন।
প্রশ্ন-৩৮। সম্রাট বাবুর কোন জয়কে খাটি জয় বলে মনে করেননি?
উত্তর: সম্রাট বাবুর শুধু রাজ্য জয়কে খাটি জয় বলে মনে করেননি।
প্রশ্ন-৪১। ক্ষুদকুঁড়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘ক্ষুদকুঁড়া’ কাব্যগ্রন্থটি কালিদাস রায়ের লেখা।
প্রশ্ন-৪২ রনবীর চৌহন কোথায় তলােয়ার লুকিয়ে রেখেছিলেন?
উত্তর: রনবীর চৌহান কুর্তার নিচে তলােয়ার লুকিয়ে রেখেছিলেন।
শেষ কথা
আশা করছি এই পষ্ট টি আপনাদের অনেক ভালোলেগছে এবং এই পোস্ট থেকে বাবুরের মহত্ত্ব কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম শিক্ষামূলক আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্রের অনেক পোস্ট এই ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। পোস্ট টি শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরও দেখুনঃ
বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পিডিএফ