একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল ২০২০ দেখুন | HSC Admission Result 2020

একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল ২০২০ জানার নিয়ম। HSC Admission Result 2020

 
নানা জল্পনা কল্পনার পর ৯ আগস্ট ২০২০ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন পক্রিয়া । আর প্রথম ধাপের আবেদন শেষ হবে ২০ আগষ্ট ২০২০। একাদশ শ্রেণীর আবেদনের প্রথম ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে ২৫ আগষ্ট ২০২০। তো আপানর একাদশ শ্রেণীর ভর্তির ফলাফর কোথা থেকে এবং কিভাবে দেখবেন তা জানতে পারবেন এই পোস্ট থেকে।একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল জানার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে xiclassadmission.gov.bd. কিন্তু আপনার আমাদের এই ওয়েবসাইট সাজেশনবিডি.টপ থেকেও একাদশ শ্রেণীর ভর্তির ফলাফর জানতে পারবেন। 


একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল জানার নিয়ম –  HSC Admission Result 2020


 
যারা কলেজের জন্য সিলেক্ট হবেন তাদের মোবইলে মেসেজ আসবে। একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট ২০২০ জানার জান্য আপনাকে অনলাইনে ঘাটাঘাটি করতে হবে না। তার আপনি ইচ্ছা করলে একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট ২০২০ অনালাইন থেকে জানতে পারবেন। অনলাইন থেকে একাদশ শ্রেণীর ‍ভর্তি রেজাল্ট জানতে ক্লিক করুন xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে (ওয়েবাসইটটি ২৫ই আগষ্ট ২০২০ খোলা হবে। আপনার ২৫ আগষ্ট এই লিংকে ডুকবেন) । তার পর আপনার সামনে নিচের মত একটা পেজ আসবে। 
 
একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল দেখুন 2020 HSC Admission Result 2020

 

তারপর এখান থেকে Result লেখাতে ক্লিক করুন। এখন আপনার সামনে নিচের মত একটা পেজ আসবে। 
 
একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল দেখুন 2020 HSC Admission Result 2020
 
 
তারপর এখানে রোল, বোর্ড, পাশ করার বছর এবং রেজিস্ট্রেশন নাং দিয়ে যে ভ্যারিফিকেশন কোড আছে এটা খালি ঘরে বসিয়ে View Result ক্লিক করুন। তাহলে আপনি নিচের ছবির মত আপনার একাদশ শ্রেণীর ভতির রেজাল্ট জানতে পারবেন।
 
একাদশ শ্রেণি ভর্তির ফলাফল জানার নিয়ম HSC admission Result 2020
 
XI class admission result 2020 in this video


অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট ২০২০ জানার ধাপসমূহ HSC Admission Result Step by Step 2020
 
ধাপ ১:-  xiclassadmission.gov.bd এই লিংকে ক্লিক করুন
ধাপ ২:- Reslut লেখায় ক্লিক করুন
ধাপ ৩:- তারপর রোল, বোর্ড, পাশ করার বছর এবং রেজিস্ট্রেশন নাং দিন
ধাপ ৪: -দেখে দেখে ভ্যারিফিকেশেন কোড বসান
ধাপ ৫: – View Result লেখায় ক্লিক করুন। 

তারপর আপনি একাদশ শ্রেণীর ভর্তি রেজাল্ট দেখতে পাবেন। 




যদি আপনার জন্য কোন কোল কলেজ সিলেক্ট করা হয় তাহলে ২০০ টাকা ফিস জমা দিয়ে আপনার কলেজ নিশ্চায়ন করতে হবে। আপনি চাইলে নিজে ঘবে বসে টেলিটক, বিকাশ কিংবা নগদের মাধ্যমে কলেজ নিশ্চায়ন করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কলেজ নিজেই কিছু টাকা বেশী নিয়ে কলেজ নিশ্চায়নের কাজটা করে দেয়। যদি ২৬ আগষ্ট ২০২০ থেকে ৩০ আগষ্ট ২০২০ এর ভিতরে নিশ্চায়ন না করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গন্য করা হবে।কলেজে ভর্তি হতে চাইলে আপনার আবার ২য় ধাপে আবেদন করতে হবে। ২য় এবং ৩য় ধাপের আবেদন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। 
 

 
পড়াশুনা বিষয়ক আরো তথ্য জানতে আমাদরে ফেইসবুক গ্রুপে জয়েন করুন। 

6 Comments on “একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল ২০২০ দেখুন | HSC Admission Result 2020”

  1. আপনাকে কোন কলেজ দেওয়া হয়নি। আপনার আবার ২য় ধাপে আবেদন করতে হবে

  2. ভাই আমি কলেজে চান্স পাওয়ার পর একটি দোকান থেকে এডমিসন কনফার্ম এর জন্য ২০০ টাকা পে করছি,,ভাই এখন বুজবো কেমনে যে এডমিসন কনফার্ম হলো কি না,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *