SSC ‍পরিক্ষায় A+ পেতে কয়টা বিষয়ে A+ লাগবে?

এসএসসি পরিক্ষায় এ+ পেতে হলে কয়টি বিষয়ে এ+ পেতে হবে?

এই ধরনের প্রশ্ন যাদের মনে আছে তাদের জন্য আজকের এই লেখা । যারা ইউটিউব থেকে এসেছেন তাদের অনেক ধন্যবাদ। আপনার এই লেখাটি পড়ুন, এখান থেকে অনেক প্রয়োজনী তথ্য জানতে পারবেন। আর আপনারা যে লিংক এর জন্য এসেছেন এটা সবার নিচে দেওয়া আছে। 

এসএসসি পরিক্ষায় এ+ পেতে আপনাকে কয়টা বিষয়ে এ+ পেতে হবে। ইউটিউব থেকে আসা বন্ধুগন এখানে ক্নিক করুন

এসএসসি পরিক্ষায় তিনটি গ্রুপ আছে। সাইন্স, আর্ট কমার্স। তিনটি গ্রুপেরই ১০ টি করে বিষয় আছে। এখন আমরা ধরে নিতে পারি আমাদের এসএসসি পরিক্ষায় মোট বিষয় হল ১০টি। এখন প্রশ্ন হল এ + পাওয়ার জন্য ১০টি বিষয় থেকে আমাদের কয়টি বিষয়ে এ+ পেতে হবে। এ জিনিস জানার আগে আপনাদের জানতে হবে জিপিএ কি করে বের করা হয় । এটা জানার জন্য এই লিংক থেকে অথবা নিচ থেকে ভিডিওটি দেখে নিন তাহলে আপনি জানতে পারবেন কি করে পরিক্ষার জিপিএ বের করতে হয়।


জিপিএ বের করার সাধারন নিয়ম:

১. আপনার সবগুলো বিষয়ের পয়েন্ট যোগ করুন। 
২. যোগকৃত পয়েন্টকে মোট বিষয় দিয়ে ভাগ করুন। 
৩. ভাগ করার পর যে রেজাল্ট আসবে এটাই আপনাদের পরিক্ষার পয়েন্ট। কত নাম্বারে কত পয়েন্ট এবং গ্রেড এটা জানতে নিচের ভিডিওটি দেখুন। তাছাড়াও দেখেনিন কিকরে জিপিএ ক্যালকুলেট করতে হয় । আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও এড করে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নিন। 

জিপিএ কিভাবে বের করব? GPA বের করার পদ্ধতি


এসএসসি পরিক্ষায় এ+ পেতে হলে কয়টা বিষয়ে এ+ পেতে হবে?

এসএসসির মধ্য মোট বিষয আছে ১০ টি। আপনি যদি ১০ টি বিষয় থেকে ১০ বিষয়ে এ+ পান তাহরে আপনি নিশ্চিত এ+ পাবেন। কিন্তু ১০ টা বিষয়ের মধ্য থেকে যদি আমি ৬,৭,৮,৯ টা বিষয়ে এ+ পাই তাহরে কি এ+ থাকবে কিনা এটা জানা দরকার। 

এসএসসি পরিক্ষায় এ+ পাওয়ার কিছু কানেকশন আমি নিচে দিয়েছি আপনারা দেখে নিন। 


১. যদি আপনি ১০ টা বিষয়ে এ+ পান তাহলে পরিক্ষার রেজাল্ট এ+ হবে
২. যদি আপনি ৯টা বিষয়ে এ+ পান এবং একটা বিষয়ে এ পান তাহলে আপনি এ+ পাবেন। 
৩. যদি আপনি ৮টা বিষয়ে এ+ পান এবং ২ টা বিষয়ে এ পান তাহলে আপনি এ+ পাবেন। 
৪. যদি আপনি ৭ টা বিষয়ে এ+ পান এবং ৩ টা বিষয়ে এ পান তাহলে আপনি এ+ পাবেন। 
৫. যদি আপনি ৬ টা বিষয়ে এ+ পান এবং ৪ টা বিষয়ে এ পান তাহলে আপনি এ+ পাবেন না।

আপনি নিজে ক্যালকুলেট করে দেখতে পারেন। এর থেকে বুজা গেল এ+ পেতে আমাদের কমপক্ষে ৬টা বিষয়ে এ+ লাগবে। এসএসসি পরিক্ষায় এ+ পাওয়ার এর পরের কনেকশনগুলো দেকে নেই।

৬. আপনি যদি  ৮টা বিষয়ে এ+ পান, একটা বিষয়ে এ এবং একটা বিষয়ে এ – পান তাহলেও আপনি এ+ পাবেন।

এএসসি পরিক্ষায় এ+ পাওয়ার অনেককগুলো কানেকশন আছে সবগুলো কানেকশন এখানে বলা সম্ভব না। তার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি । ভিডিওতে অনেকগুলো কানেকশন  প্রেকটিক্যালি দেখানো হয়েছে। আপনার দেখে নিন। 

এসএসসি পরিক্ষায় এ+ পেতে কয়টা বিষয়ে এ+ লাগবে এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ক্যালকুলেট করতে পারবেন তার লিংক নিচে দেওয়া হল ।জিপিএ ক্যালকুলেটর ক্লিক করুন

এসএসসি পরিক্ষায় এ+ পেতে কয়টা বিষয়ে এ+ লাগবে ভিডিওতে। 


2 Comments on “SSC ‍পরিক্ষায় A+ পেতে কয়টা বিষয়ে A+ লাগবে?”

  1. ভাই বর্তমান এসএসসি ২০২১ পরীক্ষায় কয়টিতে A+ থাকলে A+ আসবে ?

  2. ভাই আমি যদি একটায় এ- পাই তাহলে কয়টায় সর্বোচ্চ এ আর কয়টায় সর্বনিম্ন এ+ লাগবে জিপিএ-৫ আনতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *